You dont have javascript enabled! Please enable it!

কলকাতায় লেঃ জেঃ মতিসাগর অসামরিক প্রতিরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২১ অক্টোবর-আজ কলকাতায় সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনালের লেঃ জেনারেল মতিসাগর রাজ্য সরকারী কর্মকর্তাদের সঙ্গে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলােচনা করেন। প্রকাশ, নিপ্রদীপ মহড়া, উদ্ধারকার্য, অগ্নিনির্বাণ প্রভৃতি কিভাবে কত দ্রুত করা যায় তা নিয়েও আলােচনা হয়। শ্রী মতিসাগর আজ কলকাতা ও শহরতলীর কতকগুলি এলাকা পরিদর্শন করেন। তিনি আগামীকাল আবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারী কর্মকর্তারা ও জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকালের বৈঠকে রাজ্যপালও উপস্থিত থাকবেন।
আজ কলকাতায় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশ এসেছেন বলে জানা গেল। বিমানবাহিনীর একজন বড় কর্মকর্তাও আজ আসবেন বলে প্রকাশ।
রাজ্য সরকারের জনৈক মুখপাত্র জানান অবস্থা এমন দাঁড়িয়ে যেতে পারে যাতে বাস্তবে তা জরুরী অবস্থা বলেই বিবেচিত হবে।
তিনি জানান, সীমান্তে পাক সৈন্য সমাবেশ লক্ষ্য করে রাজ্য সরকার অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সংগঠিত করছেন। এক সপ্তাহের মধ্যে প্রয়ােজনীয় সংগঠন গড়ে উঠবে।…

সূত্র: কালান্তর, ২২.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!