আগরতলা সহরের ওপর পাক-ফৌজের গােলাবর্ষণ
১ জন নিহত : ১ জন আহত : জম্মু অঞ্চলে তিনজন পাকচর গ্রেপ্তার
আগরতলা, ২৪ অক্টোবর (ইউ এন আই)-ত্রিপুরার রাজধানী আগরতলার ওপর আজ পাকিস্তানী ফৌজরা সীমান্তের ওপার থেকে গােলাবর্ষণ করেছে। পাকিস্তানী ফৌজের গােলায় একজন অ-সামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
ভারতের একটি রাজ্যের রাজধানীর ওপর পাকিস্তানী ফৌজের গােলাবর্ষণের ঘটনা এই প্রথম ঘটলাে।
সহরের অন্যতম প্রধান অঞ্চল বনমালীপুরের ওপর আজ ঠিক রাত ৮ টায় পাকিস্তানী ফৌজরা গােলা বর্ষণ করে। পাকিস্তানীদের আক্রমণে ১০ জন অ-সামরিক ব্যক্তি আহত হন এবং এঁদের সকলকে হাসপাতালে পাঠনাের পর একজন মারা গেছেন। পাক ফৌজের গােলায় নিহত ব্যক্তি সচিবালয়ের জনৈক কর্মচারী বলে জানা গেছে।
শিলং-এর সংবাদে প্রকাশ, আসাম বাঙলাদেশ সীমান্তে অবস্থিত লেবেরপুট্টায় টহলদারী সীমান্তরক্ষী বাহিনীর ওপর পাক ফৌজরা ৬ বার গুলি চালায়। প্রত্যুত্তরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকেও পাল্টা গুলি চালানাে হয়।
হতাহতের কোন সংবাদ পাওয়া যায় নি।
জম্মু অঞ্চলে ৩ জন পাক চর গ্রেপ্তার
শ্রীনগরে সংবাদে প্রকাশ, জম্মুর রণবীর সিংপুয়া থেকে ৩ জন পাক চরকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
দু’দিন আগে এই অঞ্চল থেকে আরও দুজন পাক চরকে গ্রেপ্তার করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়।
কাশ্মীরের পুনর্বাসন দপ্তরের মন্ত্রী শ্রী রণবীর সিং সাংবাদিকদের কাছে ঐ মর্মে সংবাদ দেন।
সূত্র: কালান্তর, ২৫.১০.১৯৭১