ত্রিপুরায় মাইন বিস্ফোরণে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত
আগরতলা, ২৩ অক্টোবর (ইউ এন আই)-আগরতলা থেকে প্রায় ২০ কিলােমিটার দূরে পশ্চিম ত্রিপুরার মােহনপুরের সীমান্ত অঞ্চলের সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু গতরাতে পাক নাশকদের মাইনের বিস্ফোরণের ফলে ক্ষগ্রিস্ত হয়েছে। বিস্ফোরণে সেতুটির একটি খিলান উড়ে গেছে। সরকারী সূত্রে এ সংবাদ জানা গেল।
সূত্র: কালান্তর, ২৪.১০.১৯৭১