“শুধু প্রতিরক্ষাবাহিনীকে নয়—দেশের জনগণকেও সজাগ থাকতে হবে”
বিদেশ যাত্রার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
নয়াদিল্লী, ২৩ অক্টোবর (ইউ এন আই)-“দেশের সামনে সমূহ বিপদ এবং এই বিপদের সময় শুধু দেশের প্রতিরক্ষা বাহিনীকেই নয়—আপামর জনসাধারণকেও সজাগ থাকতে হবে।”
তিনসপ্তাহব্যাপী বিদেশ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আজ জাতির উদ্দেশ্যে এই মর্মে ভাষণ দেন।
তিনি তাঁর বেতার-ভাষণে বলেন যে, ভারত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রতি নজর রেখে বর্তমান গুরুতর পরিস্থিতি সম্পর্কে জেই সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি দেশের জনগণকে যে-কোন পরিস্থিতি মােকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান।
শ্ৰীমতী গান্ধী বিভিন্ন বিষয় সম্পর্কে মতপার্থক্য থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সমস্ত রাজনৈতিক দলগুলিকে সরকারের পাশে দাঁড়ানাের আহ্বান জানান। বর্তমান সময়ে ঐক্য ও সতর্ক প্রহরার বিশেষ প্রয়ােজন বলে তিনি মন্তব্য করেন।
শ্ৰীমতী গান্ধী সঙ্কটজনক পরিস্থিতিতে মজুদ করে মাল আটকে রাখার বিষয়টিকে জাতীয়তা-বিরােধী অপরাধ বলে উল্লেখ করেন। তিনি এই পরিস্থিতিতে সুযােগ এলেও মুনাফার জন্য পণ্যের দর বৃদ্ধি না করার উদ্দেশ্যে ব্যবসায়ীদের প্রতি আবেদন জানান। শ্রীমতী গান্ধী বলেন, “দেশের স্বাধীনতা, সংহতি ও ঐক্য রক্ষা করার জন্য আমাদের সর্বশক্তি নিয়ােগ করা উচিত।”
বাঙলাদেশজনিত পরিস্থিতির জন্য দেশের ওপর যত বােঝাই চেপে আসুক না কেন, আমরা আমাদের উন্নয়নমূলক পরিকল্পনাগুলি অথবা ভূমিহীন কৃষকদের সাহায্যের জন্য গৃহীত কর্মসূচীগুলি বাতিল করতে পারি না বলে তিনি ঘােষণা করেন।
তিনি বর্তমান সময়ে ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্ব আরােপ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য শ্রমিক, কৃষক, কারখানার মালিক সকলের প্রতি আবেদন জানান।
পরিশেষে তিনি বলেন, “ভারতীয় জনগণের দায়িত্বজ্ঞান এবং সংহতির প্রতি গভীর আস্থা নিয়েই আগামীকাল থেকে বিদেশ ভ্রমণে যাচ্ছি।”
সূত্র: কালান্তর, ২৪.১০.১৯৭১