You dont have javascript enabled! Please enable it! 1971.10.24 | জম্মুর সীমান্ত বরাবর পাক সৈন্যদের টেঞ্চ ও বাঙ্কার নির্মাণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

জম্মুর সীমান্ত বরাবর পাক সৈন্যদের টেঞ্চ ও বাঙ্কার নির্মাণ

শ্রীনগর, ২৩ অক্টোবর (ইউ এন আই)-জম্মু প্রদেশের সীমান্ত বরাবর পাকিস্তান পুরােদমে যুদ্ধ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
জম্মুর ছাম্ব-জৌরিয়ান, রাজৌরি এবং রণবীর সিংপুরার বিপরীত দিকে সীমান্ত এলাকার পাক সৈন্যরা নতুন করে ট্রেঞ্চ খুঁড়ছে এবং পুরনাে বাঙকারগুলির সংস্কার করছে। ছা-জৌরিয়ান অঞ্চলে ভারতীয় সীমান্ত চৌকি মানওয়ারের উল্টো দিকে মতওয়ালিতে পাকিস্তানীরা অস্ত্র-শস্ত্র মজুত করছে। কাশ্মীরের পুনর্বাসন মন্ত্রী শ্রীরণধীর সিং ঐ সমস্ত সীমান্ত এলাকা পরিদর্শন করে এসে সাংবাদিকদের আজ একথা জানান। উল্লেখযােগ্য যে, ১৯৬৫ সালে উপরােক্ত রণক্ষেত্র দিয়েই পাকিস্তানী প্যাটন ট্যাক্স ভারতে প্রবেশ করেছিল। শিয়ালকোট অঞ্চলে পাক সৈন্যরা কামান ব্যবহারে সরগড় হচ্ছে। শ্রী সিং জানান, ভারতীয় সামরিক অফিসাররা পরিস্থিতির উপর এবং পাক সৈন্যদের চলাচলের প্রতি নজর রেখেছেন।

সূত্র: কালান্তর, ২৪.১০.১৯৭১