You dont have javascript enabled! Please enable it!

৩১ অক্টোবর থেকে কলকাতায় নিপ্রদীপ মহড়া : অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সকল কর্মীর ছুটি বাতিল
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৩ অক্টোবর—আগামী ৩১ অক্টোবর থেকে কলকাতায় নিপ্রদীপ মহড়া শুরু হবে। ঐদিন শুধু উত্তর ও উত্তর-পূর্ব কলকাতায় হবে। মধ্য কলকাতায় পয়লা নভেম্বর এবং ২ নভেম্বর দক্ষিণ কলকাতায়। অসামরিক প্রতিরক্ষা দপ্তরের জনৈক মুখপাত্র উপরােক্ত তথ্য জানান। তিনি বলেন, যে অঞ্চলে যখন নিপ্রদীপ মহড়া হবে তখন রাস্তার আলাে জ্বলবে না, গাড়িসমূহ তাদের হেডলাইট ব্যবহার করতে পারবে না। গৃহস্থরা আলাে এমনভাবে ব্যবহার করবেন যাতে বাইরে থেকে আলাে দেখা না যায়। নিপ্রদীপ মহড়া সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত চলবে। যানবাহন ঐ সময় চলবে তবে মন্থরগতিতে। নিপ্রদীপ মহড়া শুরু হবার পূর্বে একদিন অতর্কিতে সতর্কতামূলক সাইরেন বাজবে বলে জানা যায়। জেলাগুলিতে নিপ্রদীপ মহড়া হবে।

সূত্র: কালান্তর, ২৪.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!