You dont have javascript enabled! Please enable it! 1971.10.23 | করিমগঞ্জে পাক-সেনা মােতায়েন | কালান্তর - সংগ্রামের নোটবুক

করিমগঞ্জে পাক-সেনা মােতায়েন

গৌহাটি, ২২ অক্টোবর (ইউ এন আই)-আসামের কাছাড় জেলার করিমগঞ্জের সীমানায় পাকিস্তান বড় রকমের সৈন্যবাহিনী মােতায়েন করেছে।
আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী আজ এখানে সাংবাদিকদের জানান, সৈন্যসংখ্যা বাড়িয়েই যাওয়া হচ্ছে।
মেঘালয়ের দালু সীমান্তের গ্রামগুলিতে পাকিস্তানী সৈন্যরা ইতঃস্তত গুলিবর্ষণ করছে। তবে তার পাল্টা জবাবও দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।
পাকিস্তানী এজেন্টদের নাশকতামূলক ক্রিয়াকলাপের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান। একমাত্র কাছাড় জেলাতেই এ ধরনের ১৮টি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রায় একশত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যে দুটি গ্রামে নাশকতামূলক কাজ সংঘটিত হয়েছে সেখানে পিটুনীকর ধার্য করা হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি এ ধরনের কাজ চলতেই থাকে তবে অন্যান্য গ্রামেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালান্তর, ২৩.১০.১৯৭১