You dont have javascript enabled! Please enable it! 1971.11.01 | পাকিস্তান সংঘর্ষ চায় | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাকিস্তান সংঘর্ষ চায়

কলকাতা, ৩১ অক্টোবর (ইউ এন আই)-কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিদ্ধার্থ শঙ্কর রায় আজ এখানে বলেছেন যে, বর্তমান অবস্থার মধ্য দিয়ে এটাই মনে হচ্ছে যে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে সংঘর্ষ চায়। শ্রীরায় আজ আগরতলা থেকে ফিরে এসেছেন। তিনি আজ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন। শ্রীরায় বলেন, বিনা প্ররােচনায় আগরতলা শহরে পাক সৈন্যবাহিনী নৃশংসভাবে বােমা বর্ষণ করেছেন। এই বােমা বর্ষণে শিশু ও নারীসহ সর্বমােট ৫০ জন আহত হয়েছে এবং অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীরায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেছেন। তিনি বিমানবন্দরে এই বিষয়ের উল্লেখ করে আরাে জানান যে আগরতলায় জনসাধারণের মনােভাব দৃঢ় আছে। দিল্লী যাত্রার পূর্বে শ্রীরায় বিমান বন্দর পরিত্যাগ করার পূর্বে কেন্দ্রীয় পুনর্বাসন দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী পি এন লুবরার সঙ্গে আলােচনা করেছেন।

সূত্র: কালান্তর, ১.১১.১৯৭১