জম্মু সীমান্তে পাক-রণসজ্জা
জম্মু থেকে ইউ এন আই-এর সংবাদদাতা জানাচ্ছেন যে জম্মুর কাছে ছাম্ব জুরিয়ান ঘাটিতে পাকিস্তানীরা ১৮ থেকে ২১ মিটার উঁচু ৭টি পর্যবেক্ষণ ঘাঁটি তৈরি করছে।
বিশ্বস্তসূত্রের এক সংবাদে জানা গেছে, পাকিস্তানীরা ৬ কিলােমিটার দীর্ঘ একটি বাঁধ তৈরি করছে যার ওপর হাল্কা গাড়ি চলতে পারে।
ছাম্ভ-জুরিয়ান অঞ্চলে কম্যাণ্ডার টিক্কা খানের অধীনে তিন ডিভিসন সৈন্য মােতায়েন করা হয়েছে। টিক্কা খানের সদর দপ্তর হল ঝিলাম। বর্তমান পাকিস্তানীরা গুঁড়ি মেরে চলার উপযােগী ট্রেঞ্চ খোড়ার কাজে ব্যস্ত রয়েছে বলে জানা গেছে।
সূত্র: কালান্তর, ৪.১১.১৯৭১