You dont have javascript enabled! Please enable it! 1971.11.14 | শিকারপুর অঞ্চলে চার ব্যাটেলিয়ান পাক-সৈন্যের হামলা প্রতিহত, আরও কয়েকটি জায়গায় গােলাবর্ষণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

শিকারপুর অঞ্চলে চার ব্যাটেলিয়ান পাক-সৈন্যের হামলা প্রতিহত
আরও কয়েকটি জায়গায় গােলাবর্ষণ

কলকাতা, ১৩ নভেম্বর—শুক্রবার রাত্রে শিকারপুরের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে চার ব্যাটেলিয়ান পাক-বাহিনীর এক তীব্র সংঘর্ষ হয় বলে জানা গেছে। সরকারী সূত্রের সংবাদ উল্লেখ করে কৃষ্ণনগর থেকে ইউ, এন, আই জানিয়েছে এই সংঘর্ষে বেশ কিছু পাক-সৈন্য নিহত ও আহত হয়েছে।
শিকারপুর নদীয়া জেলার সীমান্ত গ্রাম এবং কুষ্টিয়া জেলার সঙ্গে সংযােগের অন্যতম পথ। জায়গাটি কৃষ্ণনগর থেকে ৯৫ কিলােমিটার দূরে।
পাক-সৈন্যরা ভারতীয় সীমান্ত ফাঁড়ি দখল করার জন্য ভারতের এলাকায় প্রবেশ করলে এই লড়াই বাধে। ভারতীয় সীমান্ত রক্ষী প্রবল গােলাবর্ষণের পর ওদের পিছু হটিয়ে দেয়।
এ পক্ষে তিনজন বেসামরিক অধিবাসী গােলার টুকরােয় আহত হয়েছেন।
গােলা বিনিময় বন্ধ হওয়ার পর একটি পাক হেলিকপ্টারকে পাক-সৈন্যদের অবস্থানের কাছে উড়তে দেখা যায়।
আর এক খবরে প্রকাশ কৃষ্ণনগর থেকে উত্তরে ৪০ কিঃ মিটার দূরবর্তী গেদে গ্রামে আজ সকাল থেকে পাক-বাহিনী-গােলাবর্ষণ করে। পাক-রেডিও জানিয়েছে এই সংঘর্ষে ৪ জন পাক সৈন্য নিহত হয়েছে।
এখানে প্রাপ্ত অন্য এক খবরে প্রকাশ নদীয়া জেলায় কাকডাঙ্গা গ্রামে গত রাতে সীমান্ত রক্ষীদের সঙ্গে পাক-সৈন্য বাহিনীর একটি সংঘর্ষ হয়। ভারতের পক্ষে কোনাে হতাহত হয় নি।
আগরতলা থেকে প্রাপ্ত সংবাদে জানা যায় দক্ষিণ ত্রিপুরার বেলানিয়া শহরে পাক-সৈন্যরা সীমান্তের ওপার থেকে আজও গােলাবর্ষণ করে।

সূত্র: কালান্তর, ১৪.১১.১৯৭১