You dont have javascript enabled! Please enable it!

ইয়াহিয়া দশদিন বাদে যুদ্ধে যাবে

রাওয়ালপিণ্ডি, ২৬ নভেম্বর—প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর দশদিন পরে যুদ্ধে যাবেন।
এ, পি জানাচ্ছে, গতকাল পাকিস্তান সফররত চীনা প্রতিনিধিদের সম্মানে অনুষ্ঠিত ভােজসভায় এক বক্তৃতায় ইয়াহিয়া বলেন, “ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, গত শুক্রবার ঈদের বার্তায় তিনি যে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন। এরপর তিনি বলেন, “ঐ মহিলা যদি মনে করেন যে তিনি আমাকে ভয় দেখাতে চান, তবে আমিতা মানতে প্রস্তুত নই।”
পরে তিনি সাংবাদিকদের বলেন, দশদিনের মধ্যে আমি হয়ত রাওয়ালপিণ্ডিতে থাকব না আমি যুদ্ধ করার জন্য এখান থেকে চলে যাব।”
প্রতিশ্রুতি পালনের শপথ পুনঘঘাষণা করেন। তিনি বলেন, ২০ ডিসেম্বর নতুন সংবিধান ঘােষণার পর এবং ২৭ ডিসেম্বর জাতীয় পরিষদের অধিবেশন ডাকার পর যে কোনাে সময়ে অসামরিক ব্যক্তিদের হাতে শাসনভার তুলে দেওয়ার প্রতিশ্রুতি তিনি এখনও রক্ষা করেছেন।

সূত্র: কালান্তর, ২৭.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!