You dont have javascript enabled! Please enable it!

পশ্চাদপসরণ

মুজিবনগর, ২৩ নভেম্বর (ইউ এন আই)-আজ এখান থেকে প্রকাশিত বাঙলাদেশ মুক্তিবাহিনীর সদর দপ্তরের এক সংগ্রাম বুলেটিনে বলা হয়েছে যে, মুক্তিবাহিনী গেরিলাদের প্রচণ্ড আক্রমণের মুখে গত দুদিনে পাক-ফৌজ তাদের অবস্থানগুলি থেকে দ্রুত পিছু হটে যাচ্ছে।
বিগত ৪৮ ঘণ্টার মধ্যে দেড়শত পাক সেনা মুক্তিবাহিনী গেরিলাদের হাতে খতম হলেছে বলে জানান হয়েছে।
পশ্চাদপসরণকারী পাক সেনা প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ফেলে পালাচ্ছে। সেই সবই এখন মুক্তিবাহিনীর গেরিলার দখল করে নিয়েছে।

সূত্র: কালান্তর, ২৪.১১.১৯৭১