You dont have javascript enabled! Please enable it!

আত্মসমর্পণ কর
বাংলাদেশে পাকবাহিনীর উদ্দেশ্যে মানেক শ’

কলকাতা, ৭ ডিসেম্বর- “অনেক দেরী হওয়ার আগেই আত্মসমর্পণ কর। আমাদের সৈন্যরা তােমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে। তােমাদের যুদ্ধ যন্ত্রের শক্তি অকেজো হয়ে গেছে। তার কাছ থে সাহায্য লাভের কোন আশাই আর নেই। এমন কি বাইরে থেকে বিমান সাহায্য আসার সম্ভাবনা নেই। অতএব তােমরা অস্ত্র ত্যাগ কর।”
আজ রাত দশটায় ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক সেনাপতি মনেক’শ বাঙলাদেশে দখলদার পাক বাহিনীর উদ্দেশ্যে আত্মসমর্পণ করার জন্য এই আহ্বান জানান।
আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে হিন্দী, উর্দু ও পুস্ত ভাষায় এই আহ্বান প্রচার করা হয়।
নৌপতি দখলদারী পাক সেনাদের উদ্দেশ্যে বলেছেন চট্টগ্রাম, চালনা এবং মঙ্গলা বন্দর এমনভাবে অবরােধ করা হয়েছে যে কোন পথেই তাদের কাছে কোন সরবরাহ পৌছুবে না।
সেনাপতি বলেছেন, “তােমাদের বাঁচার কোন পথ নেই। মুক্তিবাহিনী এবং অন্যান্য যারা মুক্তির জন্য সগ্রাম করছে তারা তােমাদের ঘিরে ধরেছে। তােমরা যে নিষ্ঠুর আচরণ করছ তারা তার প্রতিশােধ নেবার জন্য প্রস্তুত হচ্ছে।
“এখন তােমাদের একমাত্র পথ হল ভারতীয় সৈন্যবাহিনীর কাছে আত্মসমর্পণ করা।
মিছি মিছি জীবন দানের দরকার নেই। বাড়ীতে স্ত্রী-পুত্র পরিবারের সঙ্গে আবার মিলিত হতে চাইলে সময় নষ্ট করাে না, সময় বেশী নেই।”

সূত্র: কালান্তর, ৮.১২.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!