You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | আত্মসমর্পণ কর : উদ্ধারের পথ নেই | কালান্তর - সংগ্রামের নোটবুক

আত্মসমর্পণ কর : উদ্ধারের পথ নেই

জেনারেল মানেকশ বাঙলাদেশে পাকিস্তানী বাহিনীর কাছে গতকাল এক আবেদন জানিয়ে ভারতের প্রধান সেনাপতি জেনারেল মানেক শ বিশেষ করে বরিশাল ও নারায়ণগঞ্জে সমবেত পাক বাহিনীকে ভারতীয় বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ ও আত্মসমর্পণ করার কথা বলেছেন।
কলকাতার বেতার কেন্দ্র মারফৎ প্রচারিত এক ঘােষণায় জেনারেল পাকিস্তানীদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে দিয়ে বলেন, “আমি জানি পালিয়ে যাবার বা উদ্ধারের আশায় ঐসব অঞ্চলে আপনারা জড়াে হচ্ছেন। সমুদ্রপথ আপনাদের অপসরণের পথ আমি বন্ধ করার ব্যবস্থা করেছি এবং উপযুক্ত নৌ-শক্তি নিযুক্ত করেছি। আপনারা যদি আমার উপদেশে কান না দেন, আমার সৈন্যবাহিনীর কাছে আত্মসমর্পণ না করেন এবং পালিয়ে যাবার চেষ্টা করেন তবে আপনাদের জন্য নিশ্চিত ভাগ্য যে অপেক্ষা করছে সে বিষয়ে জানিয়ে দিচ্ছি। একথা বলবেন না যে আপনাদের হুঁশিয়ার করা হয় নি। আপনারা আত্মসমর্পণ করলেই মর্যাদার সঙ্গে এবং জেনেভার সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সঙ্গে ব্যবহার করা হবে।

সূত্র: কালান্তর, ৯.১২.১৯৭১