You dont have javascript enabled! Please enable it! 1971.04.15 | বের হলাে, পশ্চিমবঙ্গ শান্তি সংসদের মুখপাত্র আন্তর্জাতিক | কালান্তর - সংগ্রামের নোটবুক

বের হলাে, পশ্চিমবঙ্গ শান্তি সংসদের মুখপাত্র
আন্তর্জাতিক
(বাঙলাদেশ সংখ্যা)

এই সংখ্যার লেখক সূচী :
আমাদের বাঁচার দাবি-শেখ মুজিবর রহমান। বিশ্ববাসীর প্রতি-তাজউদ্দিন আহমেদ। পূর্ব-বাঙলার ঘটনা প্রসঙ্গে—ডঃ এ, এম, এ, গণি। সৃজনশীল শিল্পী ও জনগণের মধ্যে দূরত্বের প্রশ্নে রণেশ দাশগুপ্ত। বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রাম-বিবেকানন্দ মুখােপাধ্যায়। পূর্ব পাকিস্তান : উপনিবেশ থেকে বাঙলাদেশ বাসব সরকার। বাঙলাদেশের মুক্তি সংগ্রামের ভবিষ্যৎ প্রসঙ্গে রণজিৎ দাশগুপ্ত।
প্যারী কমিউন ক্রোড়পত্র। প্যারী কমিউন ও আমাদের বামপন্থী আন্দোলন-কল্যাণ দত্ত। মার্কসবাদী তত্ত্বের বিকাশে প্যারী কমিউনের ভূমিকা রণমিত্র সেন। প্যারী কমিউনের অপর শিক্ষা-প্রমথ ভৌমিক।
কবিতা লিখেছেন : মীনন্দ্র রায়, অমিতাভ দাশগুপ্ত, জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, তুলসী মুখখাপাধ্যায় এই হত্যা এই যুদ্ধ-দিলীপ সেনগুপ্ত।
মূল্য : ১ টাকা ২৫ পয়সা
প্রাপ্তিস্থান : শান্তি সংসদ অফিস ও মনীষা।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১