You dont have javascript enabled! Please enable it! 1971.03.30 | পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের সভা | কালান্তর - সংগ্রামের নোটবুক

অপারেজয় ‘বাঙলাদেশ’-এর ঐতিহাসিক স্বাধিকার সংগ্রামের সমর্থনে
এবং
দখলদার মিলিটারিচক্রের নৃশংস বর্বরতার বিরুদ্ধে
আজ মঙ্গলবার
পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের সভা স্থান : স্টুডেন্টস হল, কলেজ স্কোয়ার
সময় : সন্ধ্যা সাড়ে পাঁচটা
সভাপতি : শ্ৰীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আলােচনা, আবৃত্তি ও বাঙলাদেশের সাম্প্রতিক সগ্রামের উদ্দেশে নিবেদিত সঙ্গীত পরিবেশন করবেন : সর্বশ্রী বিবেকানন্দ মুখােপাধ্যায়। মনােজ বসু। দক্ষিণারঞ্জন রায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়… চৌধুরী ও আরাে অনেকে।
**
আহ্বায়ক শান্তি সংসদ। আফ্রিকা-এশীয় সংহতি সম্মেলন। | জাতীয় ও আন্তর্জাতিক’। বাঙলাদেশের সংগ্রামের সমর্থনে ৩১ মার্চ বাঙলা বন্ধ
আহ্বায়ক ইউ-টি-ইউ-সি (লেনিন সরণী), এইচ-এম-এস, টি-ইউ কো-অভিনেশন কমিটি ও এইচ-এস-পি।

সূত্র: কালান্তর, ৩০.৩.১৯৭১