You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | বাঙলাদেশ-সহায়ক শিল্পী-সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি কর্তৃক ওপার বাঙলা থেকে আগত বুদ্ধিজীবীদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ-সহায়ক শিল্পী-সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি কর্তৃক ওপার বাঙলা থেকে আগত বুদ্ধিজীবীদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৮ এপ্রিল বাঙলাদেশ-সহায়ক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি’-র পক্ষে সভাপতি শ্রীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যার এবং সম্পাদকত্রয় সর্বশ্রী মণীন্দ্র রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজ এক বিবৃতিতে জানিয়েছেন সীমান্তের ওপার থেকে প্রত্যহ দলে দলে যে সকল শিল্পীসাহিত্যিক-বুদ্ধিজীবী এপারে আসছেন তাদের সাহায্যার্থে সমিতি উদ্যোগ গ্রহণ করছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “বাঙলাদেশের এই শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা আমাদের আত্মীয় আমাদের সহকর্মী। আমরা এদের প্রত্যেককে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, অবিলম্বে সমিতির কার্যালয় (১৪৪ লেনিন সরণি, কলকাতা-১৩; টেলিফোন নং-২৪-৩৯৩০)-এ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টার মধ্যে এসে আমাদের সঙ্গে যােগাযােগ করুন। আমরা বাংলাদেশ থেকে আগত শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের বর্তমান ঠিকানা ও সংক্ষিপ্ত পরিচিতিসহ একটি তালিকা প্রস্তুত করছি। তাছাড়া, এই মুহুর্তেই যদি কারাের প্রয়ােজন হয়—আমরা তারও ব্যবস্থা করার চেষ্টা করব।”
একটি বাড়িতে যাতে এই শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা এক সঙ্গে থাকতে পারেন, মর্যাদার সঙ্গে কাজ করার অন্ততঃ কিছুটা সুযােগ পান-সমিতি সে ব্যাপারে ব্যবস্থা করতে ইচ্ছুক। এই উদ্যোগকে সক্রিয় ভাবে সাহায্য করার জন্য উপরােক্ত বিবৃতিতে পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন বে-সরকারী সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ এবং শুভবুদ্ধিসম্পন্ন জনগণের কাছে বিশেষ আবেদন জানানাে হয়েছে।

সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১