পশ্চিম পাকিস্তানের সংবাদপত্রগুলির কণ্ঠরােধ করা হচ্ছে ‘স্বাধীন বাঙলা বেতার’ কেন্দ্রে’র বিবরণ
(স্টাফ রিপােটার)
কলকাতা, ২ জুন—আজ স্বাধীন বাঙলা কেন্দ্র থেকে প্রচাতির সংবাদে জানানাে হয়েছে, গত সােমবার থেকে পাকিস্তান সরকার কর্তৃক চারটি পশ্চিম পাকিস্তানী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে আনীত অভিযােগের ভিত্তিতে তাদের বিচার শুরু হয়েছে।
এঁরা এঁদের পত্রিকাগুলােয় সরকারী কার্যাবলীর সমালােচনা করেছিলেন।
‘স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র আরও জানিয়েছে, বিশিষ্ট পশ্চিম পাকিস্তানী পত্রিকা আফাক’ বাঙলাদেশে সামরিক হস্তক্ষেপের নিন্দা করায় ঐ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুরূপ কারণে অপর এক পশ্চিম পাকিস্তানী সংবাদপত্র আজাদ’-এর বৃদ্ধ সম্পদাক জনাব আবদুল মালিককে পাকিস্তানী সামরিক কর্তৃপক্ষ এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে বলে ঐ বেতার কেন্দ্র থেকে সংবাদ প্রচারিত হয়।
পাকিস্তানের অর্থনীতির বিপর্যয় পাকিস্তানের অর্থনীতির বিপর্যয়ের নিদর্শন স্বরূপ ঐ বেতার কেন্দ্র দুটি বিশেষ ঘটনার উল্লেখ করেছে। (ক) বিদেশী ব্যাংক সমূহ পাকিস্তানের হয়ে বিদেশী ঋণপত্র খুলতে অস্বীকার করেছে, (খ) পাক সরকার খুব সম্প্রতি দেশজ উন্নয়নখাত থেকে ৬৩ বেশি টাকা হ্রাস করেছে।
রংপুর কুমিল্লায় মুক্তি ফৌজের প্রতিরােধ পাক বাহিনীকে রংপুর কুমিল্লায় মুক্তিফৌজের ব্যাপক প্রতিরােধের সম্মুখীন হতে হচ্ছে। ঐ বেতার কেন্দ্রের সংবাদ অনুযায়ী, মুক্তিফৌজ আখাউড়ার কাছে পাহাড়পুরে দুটি সেতু উড়িয়ে দিয়েছে; লালমণিরহাটকুড়িগ্রাম এলাকায় পাক বাহিনীকে বিপর্যস্ত করেছে। পাকবাহিনীর ধরলা নদী অতিক্রমের চেষ্টা সাফল্যের সঙ্গে প্রতিরােধ করেছে।
সূত্র: কালান্তর, ৩.৬.১৯৭১