বাঙলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে সাংস্কৃতিক অনুষ্ঠান
গত ১৮ এপ্রিল হিদারাম ব্যানার্জি লেনে মধ্য কলকাতা যুব ছাত্র সংহতি আয়ােজিত বাংলা দেশ পােস্টার প্রদর্শনী মণ্ডপে প্রতিদিন সন্ধ্যায় মুক্তি যুদ্ধের সমর্থনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন শিল্পী ও সংস্থা দেশাত্মবােধক সঙ্গীত, গীত-আলেখ্য পরিবেশন করেন ও আবৃত্তি করেন।
প্রথম দিন পশ্চিমবঙ্গ মহিলা সমিতির ৪৯নং শাখা অনেকগুলি গান গেয়ে শােনান। নিজের লেখা, কবিতা পাঠ করে শােনান শ্রীতারক মিত্র। দ্বিতীয় দিন সংগীতা গােষ্ঠীর পক্ষ থেকে গান গেয়ে শােনান শ্রীদিলীপ চক্রবর্তী। রূপসী বাংলা আবৃত্তি করেন শ্রীপ্রশান্ত মিত্র। তৃতীয় দিন সবচেয়ে উপভােগ্য হয় শ্ৰীমঞ্জুলা ভট্টাচার্যের পরিচালনায় সংগীতাগােষ্ঠীর বাংলার মুক্তিসংগ্রাম’ গীতি-আলেখ্য। এছাড়া অধ্যাপক শংকর চক্রবর্তীর সুন্দর আবৃত্তি ও শ্রীমানস দাসের আবৃত্তি, এফ এস ইউ গােষ্ঠীর যন্ত্রসংগীতের অনুষ্ঠান সবাইকে আনন্দ দেয়। এই দিন শ্রীরমেশ রায় মুক্তিযুদ্ধের ওপর কয়েকটি স্বরচিত গান গেয়ে শােনান।
সূত্র: কালান্তর, ১৯.০৮.১৯৭১