You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ’ কূটনৈতিক মিশনের সম্মুখে পার্কসার্কাস যুব সংঘ কর্তৃক
পােস্টার প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৩ এপ্রিল—’বাঙলাদেশ পােস্টার প্রদর্শনী’ শীর্ষক প্রদর্শনী ও সংগীত গােষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীন বাঙলার কূটনৈতিক মিশনের সম্মুখস্থ গােটা পথটা আজ সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য উৎসবের আমেজে মেতে উঠেছিল। প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করেছিলেন এন্টালী পার্ক সার্কাস যুব সংঘ। স্থানীয় কমিউনিস্ট নেতা ডাঃ এ এম ও গণি, কবি শ্রীগােলাম কুদ্সসহ স্থানীয় বিশিষ্ট নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গের যুব সংঘের সাধারণ সম্পাদক শ্রীগুরুদাস দাশগুপ্ত বাঙলাদেশ কূটনৈতিক মিশনের প্রধান শ্ৰীহােসেন আলিকে তার সাহসিকতার জন্য অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন। কালান্তরের স্টাফ রিপাের্টার শ্রী দিলীপ চক্রবর্তী এক পক্ষকাল বাঙলা দেশের রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন রণাঙ্গন সফর শেষে আজই কলকাতায় ফিরেছেন। অনুষ্ঠানে তিনি মুক্তিফৌজের অসম সাহসিকতা ও পাক অমানুষিক বর্বরতার বিবরণ বর্ণনা করেন।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতার শিল্পী দিলীপ চক্রবর্তী। মঞ্জুলা ভট্টাচার্যে পরিচালনায় সঙ্গীতা শিল্প গােষ্ঠীর বাঙলার মুক্তি সগ্রাম’ শীর্ষ গীতি আলেখ্য অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল। সমবেত সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী সেবা ভট্টাচার্য ও সম্প্রদায়। স্বরচিত কবিতা আবৃত্তি করেন শ্রীরণেন মােদক।

সূত্র: কালান্তর, ২৪.৪.১৯৭১