বিজয়া উপলক্ষ্যে বাঙলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের শুভেচ্ছা বাণী
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৮ সেপ্টেম্বর-আজ মুজিবনগর থেকে বাঙলাদেশের প্রধান মন্ত্রী শ্রীতাজউদ্দিন আহমদ বিজয়া উপলক্ষে নিম্নবর্ণিত বার্তা পাঠিয়েছেন :
“আজ অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে বাঙলাদেশের হিন্দু সম্প্রদায়ের জীবনে আনন্দময়ীর আগমন ঘটেছে। একদিকে স্বজন হারানাে বেদনা, অন্যদিকে জন্মভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রাম-এর মধ্যে মুক্তাঞ্চলে ও শরণার্থী শিবিরে যারা দুর্গাপূজার অনুষ্ঠান করছেন গণ-প্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের পক্ষ থেকে আমি তাদেরকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আর দখলীকৃত এলাকায় যারা পূজানুষ্ঠানের স্বাধীনতা হারিয়েছেন তাদেরকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
“এই উপলক্ষ্যে আমি স্বদেশবাসীকে আকেরবার বলতে চাই যে, দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করার দিনটি ঘনিয়ে এসেছে। আমি আশ্বাস দিতে চাই যে ফ্যাসিবাদী হানাদারদের বিতাড়িত করে আমরা যে ধর্ম নিরপেক্ষ সমাজ গড়ে তুলব সেখানে সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হবে।” এই বার্তাটি কলকাতাস্থ বাঙলাদেশ মিশন থেকে প্রচার করা হয়েছে।
সূত্র: কালান্তর, ২৯.৯.১৯৭১