You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের শিল্পীবৃন্দ কর্তৃক পুনরায় অনবদ্য রূপান্তরের গান পরিবেশন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৮ জুলাই গতকাল সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কমলা গার্লস হাই স্কুলে বাঙলাদেশের শিল্পীবৃন্দ তাদের অনবদ্য রূপান্তরের গান’ পুনরায় পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়েছিল। বিদগ্ধ শ্রোতৃমণ্ডলীর মধ্যে ছিলেন খ্যাতকীর্তি কবি বিষ্ণু দে, কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক পূরণচাঁদ যােশী প্রমুখ। সকলেই একবাক্যে স্বীকার করেছেন—বহুকাল পরে এমন উপভােগ্য অনুপ্রেরণা সঞ্চারক অনুষ্ঠান আয়ােজিত হল।
অনুষ্ঠানের শেষে উপস্থিত শ্ৰোতৃমণ্ডলী বাঙলাদেশের শিল্পীদের জন্য মুক্তহস্তে অর্থদান করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল বাঙলা দেশ-সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি।

সূত্র: কালান্তর, ১৯.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!