You dont have javascript enabled! Please enable it! 1949.12.09 | সংস্কৃতি হত্যার ষড়যন্ত্র? | সৈনিক - সংগ্রামের নোটবুক

সংস্কৃতি হত্যার ষড়যন্ত্র?

পূর্ব পাকিস্তানের সাড়ে চারকোটি বাসিন্দার মাতৃভাষা বাংলার লিপি-সমস্যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আসিয়া উপনীত হইয়াছে। এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করিবার জন্য কেন্দ্রীয় এবং তস্য লেজ প্রাদেশিক সরকার এবার উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছেন। বাংলা ভাষার লিপি নিয়া তেমন কোন জটিল সমস্যা আছে বলিয়া আমরা মনে করি না। কিন্তু কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের গােপন পরিকল্পনা অনুসারে তাহাকেই একটা ভীষণ সমস্যারূপে দাঁড় করানাে হইয়াছে; দেশের নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষা বিস্তারের জন্য যখন সুষ্ঠু গঠনমূলক কাজে শিক্ষাবিভাগের সকল প্রয়াস নিয়ােজিত হওয়া উচিত, সেই সময় সমস্ত শক্তিকে আনিয়া কেন্দ্রীভূত করা হইয়াছে লিপি- সমস্যার উপর। যুক্তি আর কিছু নয়, মুসলিম জাহানের মধ্যে সাংস্কৃতিক ঐক্য ঘনিষ্ঠতরাে করিবার জন্য বাঙলা ভাষার পক্ষে আরবী লিপি গ্রহণ করা ছাড়া উপায় নাই— ইহাই উর্দুভাষী স্ত্রী-বিদ্যা ও স্ত্রীবুদ্ধি এদেশের শিক্ষামন্ত্রী, প্রাদেশিক শিক্ষা সেক্রেটারি মি: করিম ও ডিপুটি সেক্রেটারি মি: মিজানুর রহমানের মতাে আরবীর পাণ্ডাদের স্থির-বিশ্বাস। এই তিন মহারথীই দেশের নানাস্থান হইতে অজ্ঞাত কুখ্যাত কতকগুলি আজ্ঞাদাস জুটাইয়া লইয়া লিপি-যুদ্ধে গদা ঘুরাইতে সুরু করিয়াছেন।

সৈনিক, ৯ই ডিসেম্বের, ১৯৪৯