You dont have javascript enabled! Please enable it! 1950.02.20 | ভাষা আন্দোলন চুক্তি কার্যকরী কর | সৈনিক - সংগ্রামের নোটবুক

ভাষা আন্দোলন চুক্তি কার্যকরী কর

ড. শহীদুল্লাহ, প্রিনসিপ্যাল ইব্রাহীম খান ও ড. কাজী মােতাহার হােসেন সমবায়ে গঠিত এক প্রতিনিধি দল ২৩শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার প্রধানমন্ত্রী নূরুল আমীনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলা ভাষাকে অবিলম্বে পূর্ববাংলার সরকারি ভাষা করার দাবিতে অধ্যাপক, এম, এল, এ, এম, সি, এ, সরকারি কর্মচারী, সাহিত্যিক, আইনজীবী, প্রকাশক ও ছাত্রদের স্বাক্ষর যুক্ত এক স্মারক লিপি পেশ করেন। প্রধানমন্ত্রী উক্ত আবেদন কাৰ্য্যকরি করিবার প্রতিশ্রুতি দিয়া বলেন যে কেরানীদের কেহ কেহ বাংলা ভাষায় নােট লিখিতে অসুবিধায় পড়িতে পারেন। প্রতিনিধিগণ তাহার জওয়াবে বলেন যে কিছু কালের জন্য তাহাদিগকে ইংরেজি ও বাংলায় নােট লেখার নির্দেশ দেওয়া যাইতে পারে, যাহাতে এই সময়ের মধ্যে তাহারা শিখিয়া লইতে পারেন। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা বাের্ড, মিউনিসিপ্যালিটি, জিলা বাের্ড প্রভৃতি সায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে এখনাে বাংলা ভাষার ব্যবহার শুরু না হওয়ার অভিযােগ করিলে, জনাব ইব্রাহিম খান সাহেব মাধ্যমিক শিক্ষা বাের্ডে বাংলা এবং ইংরাজিতে নােট লিখিবার জন্য শীঘ্রই নির্দেশ দিবেন বলিয়া জানান।…

সৈনিক, ২০শে ফেব্রুয়ারি, ১৯৫০