আটচল্লিশ সনের আন্দোলনের চাপে নাজিম গভর্নমেন্টের দ্বারা বাংলার স্বীকৃতি
৪৮ সনের ৮ই এপ্রিল পূর্ববঙ্গ পরিষদে খাজা নাজিমুদ্দিন কর্তৃক উত্থাপিত নিম্মােক্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়—
‘এই পরিষদের অভিমত এই যে, পূর্ববঙ্গ প্রদেশে ইংরাজির পরিবর্তে বাংলা ভাষা সরকারি ভাষা হইবে এবং বাস্তব অসুবিধাসমূহ দূরীভূত হওয়ার পর মুহর্তেই এই সিদ্ধান্ত কার্যকর করা হইবে। পূর্ব বঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যতদূর সম্ভব। বাংলা ভাষা বা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাগুরু ছাত্রদের মাতৃভাষাই শিক্ষার বাহন হইবে। বলা বাহুল্য যে, সংগ্রাম পরিষদের সহিত চুক্তি অনুযায়ী এই প্রস্তাব পাস করা হয়, কিন্তু কেন্দ্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা একবার চুক্তি ভঙ্গ করে নাজিমুদ্দিন সাহেব সে চুক্তি পালনে অসামর্থ জ্ঞাপন করেন।
(আজাদ, ৯ই এপ্রিল ১৯৪৮)