You dont have javascript enabled! Please enable it! 1952 | ভাষা আন্দোলনে দুর্নীতি | সৈনিক - সংগ্রামের নোটবুক

ভাষা আন্দোলনে দুর্নীতি- সৈনিক ১৯৫২

জনাব সম্পাদক সাহেব,
ঐতিহাসিক ভাষা আন্দোলনে যে হাজার হাজার টাকা চাঁদা সংগৃহীত হয়েছিল তাহা কিভাবে ব্যয়িত হয়েছে। তাহা জানবার অধিকার পূর্ব পাকিস্তানের জনগণের আছে। শােনা যায় মেডিকেল কলেজের সম্মুখে ও অন্যত্র যে বিপুল পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছিল তা কিছু সংখ্যক দুর্নীতিবাজ লােক আত্মসাৎ করেছে। এ ব্যাপারে কোনাে একটি প্রতিষ্ঠানের তখনকার কেশিয়ারের নামও উল্লেখিত হয় যিনি সেই সময়ে প্রগতিশীল সভ্য ও করাচীতে নাকি চাকরি করছেন। কেউ কেউ নাকি গােপনে টাকা খেয়ে প্রকাশ্যে এখনাে অতি প্রগতিশীল রােল প্লে করছেন। এ ব্যাপারে আপনারা দেশের জনগণকে অবহিত করলে অত্যন্ত বাধিত হবাে।
এম, এ, আশরাফ
ঢাকা।

সূত্র: ভাষা আন্দোলনের ইতিহাস ও দলিল – সাহিদা বেগম