বাংলা ভাষাকে সরকারি ভাষা করা হােক
চট্টগ্রাম জনগণের বজ্রকঠোর আওয়াজ
চট্টগ্রাম, ১২ই মার্চ- পূর্ব পাক ছাত্রলীগ (চট্টগ্রাম শাখা) ও পাক তমদুন মজলিশের (চট্টগ্রাম শাখা) সম্মিলিত উদ্যোগে ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনকে স্মরণ করে নতুন করে আবার ওয়াদা নেওয়ার জন্য স্থানীয় লাল দীঘির ময়দানে এক বিরাট ছাত্র ও জনসভার অনুষ্ঠান হয়। সভার পূর্বে শহরের প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থানে তমদুন মজলিশ ও ছাত্রলীগের পােস্টার দেওয়া হয় তা ছাড়া এর আগের দিন পূর্বপাক ছাত্র লীগ ও তমদুন মজলিশের জেলা দপ্তর হইতে প্রকাশিত একটি যুক্ত আবেদন পত্র শহরের সর্বত্র বিলি করা হয়। এই মহতী সভায় সভাপতিত্ব করেন বিখ্যাত লীগ কর্মী ও চট্টগ্রাম মুসলিম লীগের প্রাণ প্রতিষ্ঠাতা জনাব আবুল খায়ের সিদ্দিকী। সভায় বক্তৃতা করেন কবি আবদুস সালাম, প্রবীণ সাংবাদিক ও দৈনিক পাঞ্চজন্য পত্রিকার সম্পাদক বাবু অম্বিকা দাস, ছাত্র কর্মী এজহারুল হক মাহফুজুল, বিখ্যাত শ্রমিক নেতা জনাব জহুর আহমদ চৌধুরী ও চট্টগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক মি. মকছুদুর রহমান। সভাপতি তার সারগর্ভ বক্তৃতাতে সরকারকে অবিলম্বে বাংলা ভাষাকে পূর্ব বঙ্গের শিক্ষার মাধ্যমে হিসেবে গ্রহণ এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করার দাবি জানান।
— সৈনিক প্রতিনিধি
সূত্র: ভাষা আন্দোলনের ইতিহাস ও দলিল – সাহিদা বেগম