১৯৭২ কাদের সিদ্দিকি
১৯৭২ সালেই কাদের সিদ্দিকির বিরুদ্ধে লুটপাট চাদাবাজি গুণ্ডামি সহ বিবিধ অভিযোগ উঠে খোদ ছাত্রলীগ তার বিরুদ্ধে আন্দোলন করে। বাধ্য হইয়া কাদের সাংবাদিক সম্মেলন করে প্রায় সকল অভিযোগ অস্বীকার করেন। শেষ মেস শেখ মুজিবের এক বিবৃতি ই তাকে রক্ষা করে নচেত মেজর জলিলের মত তার অবস্থা হইত।