You dont have javascript enabled! Please enable it!

বাংলা ভাষা প্রচলন সংক্রান্ত প্রথম সরকারি আদেশপত্র, ১৯৭৫
রাষ্টপতির সচিবালয়, রাষ্ট্রপতি বিভাগ, বঙ্গভবন, ঢাকা
নং ৩০/১২/৭৫, সাধারণ-৩৭০/ (৩০০) ২৩ই অক্টোবর, ১৯৭৫

বাংলা রাষ্ট্রভাষা। পূর্বেই আদেশ দেওয়া হইয়াছে যে সরকারি নথি এবং চিঠিপত্র বাংলায় লেখা হইবে। এই আদেশ দেওয়া সত্ত্বেও লক্ষ করা যাইতেছে যে কোন কোন সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং আধা-সরকারি দফতর সমূহে এখন পর্যন্ত। ইংরেজিতে নথি এবং চিঠিপত্র লেখা হইতেছে। ইংরেজি ভাষা ব্যবহারের এই প্রবণতা অনভিপ্রেত।। | অতএব পুনরায় এই মর্মে নির্দেশ দেওয়া যাইতেছে যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং আধা-সরকারি দফতর [-এ] বাংলায় নথি ও চিঠিপত্র লেখা হইবে। বিদেশের কোন সরকার বা সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদনে বাংলার সহিত অনুমােদিত ইংরেজি বা সংশ্লিষ্ট ভাষায় প্রতিলিপি ব্যবহার করা চলিবে। তবে কোন বিদেশী সরকার বা সংস্থার সহিত পত্র যােগাযােগ ইংরেজিতে করা যাইবে।
এই আদেশ অবিলম্বে কার্যকরী হইবে।
খন্দকার মুশতাক আহমদ
রাষ্ট্রপতি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!