You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের জাতির জনক
শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনা করি

হাজার হাজার বছরের পুরােনাে বাঙালি জাতির ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঙলাদেশকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান। তাই বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের এই নয়নমণিকে এ বছর ২৫শে মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানের সামরিক গােষ্ঠী কারারুদ্ধ করলাে বাংলাদেশের বাইরে পশ্চিম পাকিস্তানের কোনাে এক স্থানে নিয়ে গিয়ে। কিন্তু পাকিস্তানি সামরিক গােষ্ঠীর সব চক্রান্ত, সব সামরিক উদ্যম, ও বাংলার জনসাধারণের ওপর জঘন্যতম অত্যাচার, অনাচার, ব্যভিচার ও নিপীড়নকে ব্যর্থ করে বাংলাদেশের মুক্তি সগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর নতুন এক জাতি ও দেশের অভ্যুদয় ঘটলাে পাকিস্তানি হানাদারদের চরম পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু স্বাধীনতার দাবী আদায়ের জন্য বাংলার মানুষদের শেষ রক্তবিন্দু দেবার জন্য যে উদাত্ত আহ্বান দিয়েছিলেন, তা সম্পূর্ণরূপে সার্থক ও সফল হয়েছে। তবে সগ্রাম এখনও শেষ হয়নি। এখন বাকী বঙ্গবন্ধুর মুক্তি। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবর রহমানের মুক্তি ব্যতীত নবীন বাঙালি জাতি ও বাংলাদেশ কখনই সন্তুষ্ট থাকবে না। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষদের সঙ্গে আমরা বঙ্গবন্ধুর মুক্তি দাবী করছি। জয়তু বঙ্গবন্ধু।

সূত্র: কম্পাস, ২৫শে ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!