ডুবন্ত জাহাজ
মহাশয়,
পাক-ভারত যুদ্ধের ফলে পশ্চিম পাকিস্তান থেকেও বিদেশিরা চলে যেতে আরম্ভ করেছেন। বাংলাদেশ থেকেও প্রায় সব বিদেশিরা চলে এসেছেন। অথচ ভারত থেকে বিদেশিরা কেউই চলে যাননি। একটা প্রবাদ আছে জাহাজ যখন ডােবে তার আগেই ইদুরের দল জাহাজ ত্যাগ করতে শুরু করে। পাকিস্তান নামক জাহাজটি কি ডুবতে বসেছে। তবে কেন বিদেশিরা সরে যাচ্ছেন? সীমান্ত অঞ্চল থেকে সরে গেলেই তাে চুকে যেত।
আসলে ঐ সব বিদেশিদের ধারণা হয়েছে যে পাকিস্তানের আর কোনাে আশা নেই। শুধু যুদ্ধে পরাজয় নয় সেখানে আরও অনেক কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে তা যুদ্ধ থেকেও অনেক বীভৎস। হয়ত বেশ বড় রকমের অন্তর্বিপ্লব শুরু হয়ে যেতে পারে তখন সত্যই বিদেশিদের ভয় পাবার মতাে অবস্থার সৃষ্টি হতে পারে।
অনিমেষ পাল
কলি-৪
সূত্র: কম্পাস, ১৮ই ডিসেম্বর ১৯৭১