প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খানের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র
সংসদের সাধারণ সম্পাদক গােলাম আজম কর্তৃক পঠিত মানপত্র
AN ADDRESS OF WEL-COME TO THE HON’BLE JANAB LIANQUAT ALI KHAN
PRIME MINISTER OF PAKISTAN.
Sir,
It is with a heart, throbbing with joy and emotion that, we, the students of the University of Dhaka, welcome you in our midst as the first Prime Minister of our new, free and sovereign State of Pakistan. Even in the midst of these joyful surrounding our thoughts naturally go back to the day when only a few months back we had the honour and privilege of welcoming the beloved Quaid-e-Azam in our midst. Though he is no more with us his message and his work are our most precious heritage which shall continue to guide and inspire us in future. The most fitting homage that we can pay to his memory is to build up our State in accordance with the Islamic ideals of equality, brotherhood and justice.
Sir, with the dawn of independence a great responsibility has devolved on us. We can assure you that, we, who have contributed our mite to the national cause, are quite alive to the fact that the future well being and stability of the state rest on us. Hence the task of building up those, who will build up the state should be given the utmost importance. We must revolutionise our outlook and reconstruct our thought to shape ourselves in the new order of life. The present system of education, which was introduced by the Britishers to suit their requirements should be throughly reorganised in the light of the altered circumstances. The lamentable failure of our Provincial Government to give any lead in the matter till now and the present pitiable plight of primary, secondary and University education in our province have compelled us to draw your kind attention to the matter. The exodus of non-Muslim teachers who formed the bank of the teaching staff in pre-partition period in the secondary and the University stages, coupled with the dirth of efficient
substitutes has been a serious blow. The technical branches of education, viz, the Engineering, the Medical and the Agricultural which should be given the utmost care are also badly sufering for want of efficient teachers and technical equipment. Steps should be taken to secure efficient teachers and technical equipment, if necessary, from abroad, and more students from East pakistan should be sent overseas for higher education and training, Female education is another subject which is also not receiving its due attention. More facilities and encouragements should be given to our sisters who are now coming forward in increasing number to avail themselves of every opportunity of education and serving the country. We also urge on you sir, to introduce compulsory free military training in all the colleges and the Universities with facilities for our sisters too. The problem of accommodation is getting more and more acute since the partition. Both students and teachers are greatly suffering on this account and the authorities are also experiencing great difficulties in accommodating the growing number of students in different educational institutions. We therefore appeal to you to use your good office to remedy the present deplorable state of affairs affecting the growth and future wellbeing of the nation.
Sir, the magnificent efforts that you are making to strengthen the defence of Pakistan has evoked the admiration of all. We however beg to impress upon you with all the emphasis at our command that to encourage our youth to join the armed forces we need Army, Naval and Air academies in this province. The only cause for this other slow response from our youth is not lack of enthusiasm or determination on their part but the absence of these facilities in this province. We pledge our whole hearted support and can assure you that given proper facilities you shall have from amongst us the best in every branch of the armed forces.
Sir, the food problem is causing us a great concern. The price of essential commodities and cloth have gone beyond the purchasing power of the average citizen and perhaps the cost of living here in East Pakistan is the highest in the world except in China. Steps should be taken to increase our food production to make ourselves self-sufficient. This can
ghly
Let us tellection or
only be made possible by abolishing the permanent settlement without compensation and throughly re-organising our land tenure system and by the introduction of co-operative farming on a scientific basis.
Let us tell you, Sir, that we greatly appreciate your determination to ruthlessly deal with corruption and black-marketing. Here in East Pakistan the anti-corruption department was doing splendid work. But unfortunately the department has been amalgamated with another department and the work has alarmingly slowed down thuough the corruption here is still as rampant as ever. We hope you will kindly see that the work and efficiency of the department is not allowed to be hampered by interested individuals however big they may be.
Sir, there can not be any economic progress in the country unless it is industrialised. We hope, Sir, that in any industrial planning of the country. East Pakistan would legitimately get a major share.
Sir, though the two parts of our state happen to be separeted by nearly two thousand miles we are one with our brethren of West Pakistan in their joys and sorrows, happiness and tribulations. Provincialism is a word unknown to us and quite foreign to our sentiment. We take this opportunity of conveying through you our best wishes and most sincere greetings to our brethren in West Pakistan and the youth in particular.
Sir, the policy of the Britishers to impart education through the medium of a foreign language accounts for the poor percentage of literacy amongst our people. The best way to impart education is through the medium of the mother tongue, and we are glad that our Provincial Government has already accepted this principle. The introduction of Bengali as the medium of instruction and as the official language has opened before us a great opportunity of educating our people and developing ourselves according to our own genius. We are happy to note that our Central Government under your wise guidance has given Bengali an honoured place. This is a step in the right direction which shall go a long way to further strengh-then our cultural ties, with our brethren in West Pakistan. Interchange of thoughts and ideas and mutual understanding are essential if we have to develop a homogeneous and healthy national outlook. We have accepted Urdu as our Lingua Franca
but we also feel very strongly that Bengali, by virtue of its being the official language of the premier province and also the language of the 62% of the population of the state, should be given its rightful place as one of the state languages together with Urdu. Otherwise we in East Pakistan shall always be under a permanent handicap and disadvantage. Thus alone we shall have full scope of development and forge closer offinity with our brethren of the other part and march forward hand in hand.
Sir, you are aware of the pitiable plight of the people of East Bengal and Muslims in particular, who were victims of the worst kind of political oppression and economic exploitation. We are confident Sir, that our legitimate claim in our Armed Forces and the Central Services on the basis of population percentage shall be given effect to immediately.
Sir, we appreciate the tremendous odds that you had to surmount and we are also alive to the difficulties that face us to-day. We would however take this opportunity of requesting you most earnestly to see that the framing of our constitution is not delayed any further. The last general elections were in fact a plebiscite on the issue of Pakistan and now that we need more able men and fresh blood to come in and shoulder responsibility. We beg to impress upon you the necessity of having anearly general election on a wider basis.
Sir, we have been watching with increasing grief and concem the repressions to which our students friends most of whom are tried Muslim League workers with admirable record of service and sacrifice, are being subjected. Many of us are being harassed and even put under detention without trial in our attempt to fight out corruption and injustice and bring them to the notice of the Government. The bogey of communism is raised to justify those injustices but we assure you most sincerely that all other “isms” excepting Islamic message of peace, equality and social justice are quite foreign to our outlook.
We hope Sir, and we are confident that the points we have raised shall recieve your earnest attention and sympathetic consideration.
Sir, we are afraid that we have taxed you long enough but we could not help expressing our feelings. So, we have been frank to you even at
the risk of being misunderstood only out of our sincere and intense love. for the future well-being of the State. We are happy that the reins of administration of our State are in the able hands of one who injoys the full confidence and love of all the Pakistanis. We have watched with admiration and regard your services and sacrifice to the cause of the nation. We pray to the Almighty for your sound health and long life to enable you to lead us through the critical times ahead. We thank you most cordially for the honour you have done to us in consenting to come and address us.
Dacca Pakistan Ziadatad The 27th November, 1948
We beg to subscribe ourselves, The students of the University of Dacca
প্রধানমন্ত্রী স্বীয় ভাষণ দানকালে সুকৌশলে এই দাবী এড়াইয়া যান। বেগম রানা। লিয়াকত আলী মিটফোর্ড স্কুল ও হাসপাতাল পরিদর্শনকালে ছাত্র বিক্ষোভ সৃষ্টির অভিযােগে , মিটফোর্ড স্কুলের ছাত্র ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের নেতা জনাব আলী আহমদকে কর্তৃপক্ষ মিটফোর্ড স্কুল হইতে বহিস্কার করেন। | ২১শে নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের রাজশাহী সফরকালে ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। এই অপরাধে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অপর নেতা গােলাম রহমানকে রাজশাহী হইতে বহিষ্কার করা হয় এবং সাধারণ ছাত্র-কর্মীদের উপর চলে পুলিশী অত্যাচার ও নির্যাতন।
জুলুম প্রতিরােধ দিবস | উপরে বর্ণিত ছাত্র দলন ও দমননীতি, ছাত্র নির্যাতন ও গ্রেফতার এবং পুলিশ ও মুসলিম লীগের প্রস্তামীকে নীরবে সহ্য করা সম্ভব ছিল না। তাই আমরা পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সাংগঠনিক কমিটি ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বরের বৈঠকে ১৯৪৯ সলের ৮ই জানুয়ারী সমগ্র পূর্ব পাকিস্তান ব্যাপী শিক্ষায়তনগুলিতে ছাত্র ধর্মঘট, ছাত্র সভা অনুষ্ঠান মারফত জুলুম প্রতিরোধ দিবস পালনের আহবান জানাই। যথারীতি ধর্মঘট পালনের পর বিস্নি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম মাঠে জমায়েত হয়। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহবায়ক নঈমুদ্দিন আহমদের সভাপতিত্বে সভার কার্য শুরু হয়। জনাব শেখ মুজিবর রহমান, জনাব দবিরুল ইসলাম ও আমি বক্তৃতা করি। সরকারকে অবিলম্বে জুলুম বন্ধ করিবার আহবান জানাইয়া এক মাসের
মধ্যে প্রয়ােজনবােধে কর্মসূচী ঘােষণা করিবার প্রস্তাবও গৃহীত হয়। দিনাজপুরে অপ্রতিরােধ্য ছাত্র আন্দোলনের সূচনা হইলে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নেতা দবিরুল ইসলাম, নূরুল হুদা কাদের বস ও এম, আর, আখতার (মুকুল) কারারুদ্ধ হন। কারাগারে তাহাদিগকে দিনাজপুর কারারক্ষী বাহিনী বেদম প্রহার করে। শেখ মুজিবুর রহমান, আবদুল হামিদ চৌধুরী, আবদুল আজিজ দিনাজপুর পদার্পণ করিলে, জিলা প্রশাসক ৪৮ ঘন্টার মধ্যে তাহাদিগকে দিনাজপুর ত্যাগের নির্দেশ দেন। ছাত্রলীগকে অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত করার চেষ্টা।
ইতিমধ্যে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের নির্বাচনে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সমর্থিত সহ-সভাপতি পদপ্রার্থী জনাব আবদুর রহমান চৌধুরী ও তাহার কেবিনেট বিপুল ভােটাধিক্যে জয়লাভ করে। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ বিভিন্ন জাতীয় সমস্যার বিরুদ্ধে। সংগ্রামী ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত হয়। সলিমুল্লাহ হলের ১২ নং কামরায় ১৯৪৯ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত অর্গানাইজিং কমিটির সভায় আমি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগকে অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন করিবার ও জাতি ধর্ম-নির্বিশেষে সকল ছাত্রকেই ইহার সদস্য হওয়ার অধিকার প্রদানের দাবীতে প্রস্তাব পেশ করি। কিন্তু শেখ মুজিবুর রহমান, আবদুর রহমান চৌধুরী ও নঈমুদ্দিন আহমদের তীব্র বিরােধিতার মুখে আমার প্রস্তাব বাতিল হইয়া যায় । ঐ বৈঠকেই আমার পদত্যাগপত্র দাখিল করিলে, শেখ মুজিবর রহমান আমার সেই ইস্তফাপত্র ছিড়িয়া ফেলেন। তাহার গভীর ভালবাসা, দুর্বলতা ও দরদকে অস্বীকার করিবার মত মানসিক শক্তি আমার ছিল না। আমার পদত্যাগের সংবাদ প্রচারিত হইয়া পড়িলে পাকিস্তান ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং বাহাউদ্দিন চৌধুরী আমাকে কমিউনিস্ট ছাত্র ফেডারেশনে যােগ দিতে বলিলে প্রত্যুত্তরে তাহাদিগকে বলিয়াছিলাম যে, ছাত্রলীগ সংগঠন হইতে পদত্যাগ করিলেও আমি ছাত্রলীগের সহযােগী হিসাবেই আন্দোলন অংশগ্রহণ করিব। | পাকিস্তান ‘স্টুডেন্টস র্যালির আহবায়ক জনাব গােলাম কিবরিয়ার সহিত আলােচনায় আমি অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চরিত্রের জন্য স্টুডেন্টস র্যালীর প্রতি দুর্বলতা প্রদর্শন করিলেও তাহাকে বলিলাম যে, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরীক্ষিত সহকর্মী বন্ধুদিগের সহিত আমি সহযােগী হিসাবেই ছাত্র আন্দোলনে থাকিব।
বিশ্ববিদ্যালয় নিম্ন বেতনভুক কর্মচারীদের ধর্মঘট
| বিশ্ববিদ্যালয় নিম্ন বেতনভুক কর্মচারীদের ধর্মঘট সমর্থনে অমির ৩রা মার্চ বিশ্ববিদ্যালয়ে সহানুভূতিসূচক ছাত্র ধর্মঘট করি। ১৯৪৮ সালের ৩০শে জুন গঠিত বিশ্ববিদ্যালয় কর্মপরিষদের আহবায়ক জনাব আবদুর রহমান চৌধুরী আমার অনুরােধে ৫ই মার্চ কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে পুনরায় ছাত্র ধর্মঘট ও সভা অনুষ্ঠানের কর্মসূচী ঘােষণা করেন। যথারীতি ছাত্র ধর্মঘটের পর আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হুত্রসভায় ধর্মঘটী নি
বেতনভুক কর্মচারীদের দাবী না মানা পর্যন্ত অবিরাম ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে আমরা ভাইস চ্যান্সেলর ডঃ মােয়াজ্জেম হােসেনের বাসবনে গমন করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানী দুমকি উপেক্ষা করিয়ী ছাত্র ধর্মঘট অব্যাহত রাখিলাম। সর্বশেষ পরিস্থিতি বিবেচনার জন্য কর্মপরিষদের আহবায়ক আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সভা চলাকালে ধর্মঘটী নিম্ন বেতনভুক কর্মচারীদের দাবীগুলি সহতি সহকারে বিবেচনার জন্য অনুরােধ করিতে আমরা সত্য হইতে মিছিল করিয়া দ্বিতীয়বার ভাইস চ্যান্সেলর ডঃ মােয়াজ্জেম হােসেনের বাড়ী যাই। এক্সিকিউটি কাউন্সিলের সদস্যদের মৌখিক আশ্বাসে আশান্বিত হইয়া রাত নয়টার দিকে স্থান ত্যাগ করি। পরদিন অর্থাৎ ১৯৪৯ সালের ১০ই মার্চ জনাব আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনাব দবিরুল ইসলাম ও জনাব আবদুল হামিদ চৌধুরীর যুক্তিপূর্ণ বক্তৃতার পর ধর্মঘটী নিম্ন বেতনভুক কর্মচারীবৃন্দ কাজে যােপদানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রকৃতপক্ষে সাধারণ ছাত্রগণ অবিরাম ধর্মঘট খুব প্রীতির চোখে দেখিতেছিল না। ইহাই আমাদিগকে ভাইয়া তুলিয়াছিল। অতএব ধর্মঘট প্রত্যাহার সময়ােচিত ও বাস্তবসম্মত ছিল।
পরিতাপের বিষয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সদিচ্ছাকে ভুল বুঝিলেন এবং বেলা ১ টার মধ্যে কর্মে যােগদানের কথা ছিল এই মিথ্যা অভিযােগ ও অজুহাতে অত্যন্ত অন্যায়ভাবে ধর্মটা কর্মচারীদের যােগদানপত্র তাহারা প্রত্যাখান করিলেন। শুধু তাই নয়, ১১ই মার্চ হইতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘােষণা করা হইল। | কর্তৃপক্ষের অযৌক্তিক নির্দেশের বিরুদ্ধে ১২ই মার্চ সকাল বেলা মিছিল সহকারে আমরা ভাইস চ্যান্সেলরের বাসভবনে গমন করি, কিন্তু ভাইস চ্যান্সেলরের সাক্ষাৎ না পাওয়ার দরুন মিছিল শহরের বিভিন্ন এলাকা যেমন চকবাজার, মিটফোর্ড, ইসলামপুর, সদরঘাট, নওয়াবপুর প্রদক্ষিণ করিয়া বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে জমায়েত হয় ও যথারীতি প্রস্তাব গ্রহণের পর সভার সমাপ্তি ঘােষণা করা হয়। | ছত্রিাবাসগুলির ডাইনিং হল বন্ধ করিয়া দেওয়ায় আমরা কতিপয় ছাত্র ব্যতীত অন্যান্য আবাসিক ছাত্ররা হল ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয় হইতে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে ২৯শে মার্চ (১৯৪৮) এক্সিকিউটিভ কাউন্সিল নিলিখিত ২৪ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ছেিদর অপরাধ তাহাৱা নিম্ন বেতনভুক কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে আন্দোলনে অংশগ্রহণ করিয়াছিল।
(ক) ৪ বৎসরের জন্য বিশ্ববিদ্যালয় হইতে বহিষ্কার
(১) দবিরুল ইসলাম (আইন ছাত্র), ভারপ্রাপ্ত আহবায়ক, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, (২) আবদুল হামিদ চৌধুরী (এম.এ ক্লাস), (৩) অলি আহাদ (বি,কম, দ্বিতীয় বর্ষ), (৪) আবদুল মান্নান (বি.এ ক্লাস), (৫) উমাপতি মিত্র (এম,এস, সি পরীক্ষার্থী), (৬) সমীর
কুমার বসু (এমএ ক্লাস)। | (খ) বিভিন্ন হল হইতে বহিস্কার
(১) আবদুর রহমান চৌধুরী (আইন ছাত্র), সহ-সভাপতি, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদ, (২) মােল্লা জালালউদ্দিন আহমদ (এম.এ. ক্লাস), (৩) দেওয়ান মাহবুব আলী (আইন ছাত্র), (৪) আবদুল মতিন (এম.এ. ক্লাস), (৫) আবদুল মতিন খান চৌধুরী (আইন ছাত্র), (৬) অবদুর রশিদ ভূঁইয়া (এম.এ ক্লাস), (৭) হেমায়েত উদ্দিন আহমদ (বি.এ. ক্যস), (৮) আবদুল মতিন খান (এম.এ. পরীক্ষার্থী), (১) নূরুল ইসলাম চৌধুরী (এম.এ. ক্লাস), (১০) সৈয়দ জামাল কাদেরী (এম,এস,সি ক্লাস), (১১) আবদুস সামাদ (এম,কম, ক্লাস), (১২) সিদ্দীক আলী (এম.এ. ক্লাস) ১৩) আবদুল বাকী (বি,এ, ক্লাস), (১৪) জে, পানবিশ (এম.এস.সি ক্লাস) (১৫) অরবিন্দ বসু (আইন ছাত্র), সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।
(গ) পনেরাে টাকা জরিমানা
(১) শেখ মুজিবুর রহমান (আইন ছাত্র), (২) কল্যাণ দাস গুপ্ত, (এম.এ ক্লাস) সাধারণ সম্পাদক, ঢাকা হল ছাত্র সংসদ, (৩) নঈমুদ্দিন আহমদ, (এম,এ,ও ল’র ছাত্র) আহবায়ক, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ (৪) মিস নাদেরা বেগম (এম.এ. ক্লাস), (৫) আবদুল ওয়াদুদ (বি,এ, ক্লাস)।
(ঘ) দশ টাকা জরিমানা মিস লুলু বিলকিস বানু (আইন ছাত্রী)।
বিশ্ববিদ্যালয় হইতে ৪ বসরের জন্য বহিস্কৃত আমরা ছয়জন ছাত্র ব্যতীত বিভিন্ন সাজাপ্রাপ্ত বাকী একুশ জনকে ১৭ই এপ্রিলের মধ্যে লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট মুচলেকা দাখিল করিবার নির্দেশ জারি করা হয়।
ইংরেজ সাম্রাজ্য রক্ষার প্রয়ােজনে প্রবর্তিত ও আমলাতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় অর্জিত বিকৃত মূল্যবােধসম্পন্ন উচ্চশিক্ষত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভূত, অর্ধভুক্ত, স্বল্প বেতনভুক কর্মচারীদের বিরুদ্ধে জঘন্য ও হিংস্র সিদ্ধান্ত নিতে প্ররােচিত করিয়াছিল। ১৯৪৮ সালে পূর্ববংগ আইন পরিষদে বাজেট অধিবেশন চলাকালে ঢাকা নগরে ছাত্র আন্দোলনের যে তিক্ত-অভিজ্ঞতা সরকারের হইয়াছিল ইহার প্রেক্ষিতেই ভীতসন্ত্রস্ত নূরুল আমিন সরকার ১৯৪৯ সালের ১১ই মার্চ আহত বাজেট অধিবেশনকালে ছাত্র বিক্ষোভ এডুইবার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘােষণা করিবার পরামর্শ দান করেন। কর্তার ইচ্ছায় কীর্তন। তাই হইল। ইহার পর হুত্রি আন্দোলন দমনের নিমিত্ত নূরুল আমিন সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ অবস্থায়ই আমরা সাতাশ জন ছাত্রের বিরুদ্ধে উপরোক্ত শাস্কিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
কর্তৃপক্ষের প্রতিহিংসামূলক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিকারের প্রয়াসে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় খােলার তারিখে অর্থাৎ ১৭ই এপ্রিল (১৯৪৯) সাধারণ ছাত্র ধর্মঘট ঘােষণা করে। পরিতাপের বিষয়, ইতিমধ্যে জনাৰ নঈমুদ্দিন আহমদ, আবদুর রহমান চৌধুরী, দেওয়ান মাহবুব আলী, আবদুল মতিন খান চৌধুরী প্রমুখ ছাত্রনেতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মােতাবেক মুচলেকাপ বা বস্তু স্বাক্ষর করিয়া স্বীয় অতীত কৃতকর্মের জনা অনুতপ্ত বলিয়া ক্ষমাপ্রার্থী হইয়াছিলেন। তাঁহাদের নীতিহীন ভূমিকা সত্বেও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট হয়, ছাত্র সভা হয় ও ছাত্র সভাস্থল হইতে মিছিল সহকারে আমরা ছাত্র বহিষ্কারাদেশ বাতিলের দাবীতে ভাইস চ্যান্সেলর ডঃ মােয়াজ্জেম হােসেনের বাসভবনে গমন করি। ভাইস চ্যান্সেলর সাক্ষাৎ দিতে অখীকৃতি জানাইলে রাত্রি ১০টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করি। পরদিন পুনরায় ছাত্র ধর্মঘট ও ছাত্র সভার পর আমরা আবারাে মিছিল সহকারে ভাইস চ্যান্সেলরের বাসভবনে গমন করি। আনুমানিক অপরাহ্ন পাঁচ-ছয় ঘটিকার দিকে জনাব আবদুল হামিদ চৌধুরীর উদ্যোগে ঢাকা মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যান সুসাহিত্যিক অধ্যক্ষ ইব্রাহিম খাঁ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ টি, আহমদ, প্রফেসর আবদুল হালিম, ঢাকা হলের প্রভােষ্ট ডঃ পি,সি, চক্রবর্তী, পূর্ববংগ সরকারের জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রভােষ্ট প্রফেসর ডঃ ওসমান গনি প্রমুখ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যের সহিত ভাইস চ্যান্সেলরের বাসভবনেই আমাদের আশাব্যঞ্জক আলাপ-আলােচনা হয়। কিছু গছীর রাত্রিতে পর্দার অন্তরালে অদৃশ্য হকের খেলায় সবকিছুই ভাল হইয়া গেল। অবস্থাদৃষ্টে শেখ মুজিবুর রহমান আমাদের সহিত আলােচনা করিয়া অবস্থান ধর্মটের সিদ্ধান্ত গ্রহণ করিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মপরিষদের আহবায়ক আবদুর রহমান চৌধুরী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আত্মসমর্পণ করায় আমাকে আহবায়ক নিযুক্ত করিয়া ছাত্র কর্মপরিষদ পুনর্গঠিত করা হইল। ২০শে এপ্রিল ঢাকা শহরে ছাত্র ধর্মঘট, সভা, বিক্ষোভ মিছিল ২৫শে এপ্রিল দেশব্যাপী সাধারণ হরতাল আহবান করা • হইল। ইতিমধ্যে কর্তৃপক্ষের আহবানে ভাইস চ্যান্সেলরের বাসভবনে সশস্ত্র ও লাঠিধারী পুলিশ মােতায়েন হয়। গােয়েন্দা বিভাগের কর্মচারীগণও অবস্থান ধর্মঘটের সংবাদে আমাদের চারিদিকে আনাগােনা আরম্ভ করে। সন্ধ্যার দিকে গ্রেফতার হইবার কিছু পূর্বে শেখ মুজিবুর রহমান আমাকে আন্দোলন পরিচালনার স্বার্থে গ্রেফতার এড়াইবার নির্দেশ দিলেন। আমি তদনুযায়ী ভাইস চ্যান্সেলরের বাসভবন পরিত্যাগ করি। এই ১৯শে এপ্রিলই অবস্থান ধর্মঘট পালন অবস্থায় শেখ মুজিবুর রহমানসহ কয়েকজনকে গ্রেফতার করিয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক করা হয়। কিন্তু আমাদের ধর্মঘট অব্যাহত থাকে। ২০শে এপ্রিল ধর্মঘটের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম মাঠে যথারীতি ছাত্রসভা অনুষ্ঠিত হয়। সভাস্থল হইতে মিছিলসহকারে আগাইয়া যাওয়ার সময় জিমনেসিয়াম মাঠ এবং ঢাকা হলের মধ্যবর্তী রাজপথে পুলিশ বাহিনীর সহিত সংঘর্ষ ঘটে। শােভাযাত্রা ছত্রভংগ করিবার নিমিত্ত পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের সহিত এক পর্যায়ে হাতাহাতি-ধস্তাধন্ধি চলাকালে আমাকে গ্রেফতার করিয়া ঢাকা জিলা গােয়েন্দা বিভাগ অফিসে লইয়া যাওয়া হয়। তথায় কিছু জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৬ ঘটিকার দিকে আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। কেন্দ্রীয় কারাগারের ৫ নং ওয়ার্ডে ঢোকা মাত্রই মুজিব ভাই আমাকে বকাবকি করিতে লাগিলেন। শম্ভ হইলে বুঝাইয়া বলিলাম, আমার কোন দোষ নাই । গােয়েন্দা কর্মচারীবৃন্দ কম সতর্ক ছিল। , তাই আমাকে মিছিল হইতেই পাকড়াও করিতে পারিয়াছে। ইতিমধ্যে জনাব আবদুল মতিন, নিতাই গাংগুলি, এনায়েত করিম, বাহাউদ্দিন চৌধুরী, আবুল হাসনাত, আবুল বরকত, (শহীদ বরকত নয়) খালেক নেওয়াজ খান, আতাউর রহমান, মাজহারুল ইসলাম, মফিজুরাই প্রমুখ গ্রেফতার হইয়া জেলখানায় নীত হন। আমরা গ্রেফতার দুইবার পর আন্দোলনে স্বাভাবিকভাবেই ভাটা পড়ে। পত্রিকাপাঠে মনে হইল ২৫শে এপ্রিল অনুষ্ঠিতব্য সাধারণ হরতালের ডাক সম্পূর্ণভাবে সাফল্যমন্ডিত হয় নাই। ইহারই অবশ্যম্ভাবী ফল হিসাবে ২৭শে এপ্রিল হইতে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলিতে থাকে। টাংগাইল উপনির্বাচন। | আসাম হইতে আপত আসাম প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী দক্ষিণ টাংগাইল নির্বাচনী কেন্দ্র হইতে করটিয়ার জমিদার খুররম খান পন্নী ও অপর দুইজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করিয়া পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হইয়াছিলেন। নির্বাচনী ক্রটির অপরাধে গভর্ণরের এক আদেশ বলে মওলানা ভাসানী, খুররম খান পন্নী ও অন্যান্য প্রার্থীকে ১৯৫০ সাল অবধি নির্বাচন প্রার্থী হইবার অযোগ্য বলিয়া ঘোষণা করা হয়। উপরােক্ত শূণ্য আসন পূর্ণ করিবার প্রয়োজনে সরকার ২৬শে এপ্রিল (১৯৪৯) উপনির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘােষণা করে। এইবার মুসলিম লীগ সরকার। স্বীয় স্বার্থেই খুররম খান পন্নীর পূর্ব ঘােষিত অযােগ্যতা বাতিল করে এবং তিনি অনুষ্ঠিতব্য।
উপনির্বাচনে মুসলিম লীগ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা, করেন। আনুষ্ঠানিকভাবে পূর্ববঙ্গে রাজনৈতিক বিরােধী দল জন্ম না নিলেও মুসলিম লীগ সরকার বিরােধী মনােভাবের অন্তঃসলিলা প্রবাহের সক্রিয়া নেত্রত্বে ছিল ঢাকার ১৫০ নং মােগলটুলীতে অবস্থিত পূর্ববঙ্গ মুসলিম লীগ কর্মীশিবির। তরুণ নেতা জনাব শামসুল হক উক্ত কর্মী শিবিরের নেতা ছিলেন। তিনিই এই উপনির্বানে সরকারী প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায়
১৯৪৯ সালে ২৩ জুন প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের
| প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক।
অবতীর্ণ হইলেন।
খন্দকার মােশতাক আহমদ, ইয়ার মােহাম্মদ খান, আজিজ আহমদ, জনাব শওকত আলী, জনাৰ হজরত আলীর পরিচালনায় তরুণ কর্মীবৃন্দ সহায়-সম্বলহীন অবস্থায় এমনকি জীবনের ঝুঁকি লইয়াও গরীব-নিঃস্ব প্রার্থী শামসুল হকের পক্ষে নির্বাচন প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী নুরুল আমিন ও পরাক্রমশালী মুসলিম লীগ সংগঠনের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও সরকার মনােনীত প্রার্থী জমিদার খুররম খান পন্নী সত্যাগী, নিঃস্ব ও আদর্শস্থানীয় নেতা শামসুল হকের নিকট পরাজয়বরণ করেন। ইহার পর নূরুল আমিন সরকার ১৯৫৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন পর্যন্ত ৩৫টি শূন্য আসনে কোন উপনির্বাচন হইতে দেন নাই । ক্ষমতা আঁকড়াইয়া থাকিবার কি মারাত্মক মানসিক প্রবণতা। জনগণ হইতে বিচ্ছিন্ন হইয়া যাওয়ায় মুসলিম লীগ সরকার উপনির্বাচনে জনগণকে মােকাবিলা করিবার সৎসাহস হারাইয়া ফেলিয়াছিল। এইভাবেই এইদেশে গণতন্ত্র হত্যার গােড়াপত্তন করিলেন নূরুল আমিন সরকার। যাহা হউক এই উপনির্বাচনে আইন পরিষদ সদস্য শামসুল হকের বিরুদ্ধে নির্বাচনী মামলা দায়ের করিল। বিচারপতি আমিনুদ্দিন, জেলা জজ ইনায়েতুর রহমান ও শহরুদ্দিন সমবায়ে গঠিত নির্বাচনী ট্রাইব্যুনাল ১৯৫০ সালে জনাব শামসুল হকের নির্বাচন। নাকচ করিয়া দেন। মওলানা ভাসানী তাঁহার মুরিদানের সহিত সাক্ষাৎ করিতে আসাম গেলে ১. ১৯৪৯ সালের মার্চ মাসে আসাম কংগ্রেস সরকার তাহাকে গ্রেফতার করিয়া ধুবড়ী কারাগারে
আটক করে। জনাব হজরত আলী ধুবড়ী কারাগারে বন্দী মওলানা ভাসানীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র জনাব শামসুল হকের স্বপক্ষে ভােটদানের জন্য প্রকাশও করেন। আবেদনপত্র ধুবড়ী কারাগারের কোন সীলমােহর ছিল না। তাই ট্রাইব্যুনাল উক্ত আবেদনপত্রকে জাল বলিয়া নির্বাচন বাতিল ঘােষণা করেন।
জনাব শামসুল হকের বিজয় কারাগারে আমাদের মনােবলকে বর্ণনাতীত-ভাবে বৃদ্ধি । করে। আমরা টাংগাইল উপনির্বাচনে উল্লসিত ও আত্মহারা হইয়া পড়ি। ৮ই মে পূর্ববঙ্গ মুসলিম লীগ কর্মীশিবির নব নির্বাচিত পূর্ববঙ্গ আইন পরিষদ সদস্য জননেতা শামসুল হককে ঢাকা নগরবাসীর পক্ষ হইতে ভিক্টোরিয়া পার্কে প্রাণঢালা গণসম্বর্ধনা জ্ঞাপন করে। কারাগার-তথন এবং এখন।
নুরুল আমিন সরকারের কারাগার মন্ত্রী জনাব মফিজুদ্দিন আহমদ কারাগার পরিদর্শনকালে আমাদের ৫নং ওয়ার্ডে দেখা করিতে গেলে শেখ মুজিবুর রহমান বন্দীদের পক্ষে খাওয়া-দাওয়া। সম্পর্কিত অসুবিধার প্রতিকারের অনুরােধ করেন। মন্ত্রীমহােদয় মুজিব ভাই-এর অনুরােধ মােতাবেক রাজবন্দীদের প্রথম শ্রেণীর কয়েলীর মর্যাদা দান ছাড়াও রাজবন্দীপিগকে অন্যান্য সব বিশেষ সুবিধা দানের নির্দেশ দেন। অতীব দুঃখের সহিত লিখিতে হয়, ১৯৭৪-৭৫ সালে মুজিব আমলে রাজবন্দী হিসাবে আমি প্রায়শঃ অর্ধহারে কাল কাটাইয়াছি। কি শীত কি গ্রীস্ম সবসময়ই ব্য, তৈল, সাবান, তােয়ালে পাদুকা, খবরের কাগ ও অন্যান্য নিত্যব্যবহার্য দ্রব্য এমন কি রোগে ঔষধ হইতেও বঞ্চিত হইয়াছি। মুজিব সরকার নিজস্ব বাড়ী হইতে বন্ধন করা খাদ্য দূরে থাকুক এমন কি কাঁচা ডিম পর্যন্ত কারাগারে সরবরাহ বন্ধ করিয়া দিয়াছিলেন। ১৯৪৮ সাল হইতে
১৯৬৯ সাল পর্যন্ত বত্সরের পর বৎসর কারাজীবন কাটাইয়াছি। এমন অমানুষিক দুঃসহ দৈহিক ও মানসিক কষ্ট আর কখনও পাই নাই। ক্ষমতা একজনকে কত অমানুষ করিতে পারে, শেখ মুজিবুর রহমান ইতিহাসে ইহারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত। জেনারেল আইউবের শাসন আমলে চার বসরের বেশী কাৱাৰ্জীবন কাটাইয়াছি। শেখ সাহেবের তুলনায় আইউব ফেরেশতা ছিলেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৭ সালে সরকার পূর্ববঙ্গ বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করিয়া বিনাবিচারে আটকের ব্যবস্থা করিলেও নিরাপত্য বন্দীদের জন্য কোন বিধি প্রণয়ন করা হয় নাই। ইংরেজ আমলে ১৯৪০ সালে নিরাপত্তা বন্দীবিধি (সিকিউরিটি প্রিজোনারস রুল) মােতাবেক রাজবন্দীদের কতিপয় সুযােগ-সুবিধা দেওয়া হইত এবং মুসলিম লীগ সরকারের নির্দেশে কারাগারে রাজবন্দীদিগকে বিচারাধীন বন্দীদের পর্যায়ে ফেলা হয়, বেশীর ভাগ রাজবন্দীদের তৃতীয় শ্রেণীর বিচারাধীন আসামী হিসাবে গণ্য করা হয়; ফলে অখাদ্য-কুখাদ্য আইয়া জীবনধারণ একপ্রকার অসম্ভব হইয়া উঠে। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের পদাংক অনুসরণ করিয়া রাজবন্দীদের কারাগারে আসামরি মর্যাদা দানের সরকারী নির্দেশ দেন। অত্যাচারীদের চেহারা অভিজ্ঞ।
কারাগারে অনশন ধর্মঘট ও কমিউনিষ্ট পার্টির হঠকারিতা
কারাগারে অধিকাংশ নিরাপত্তা বন্দীই ছিল কমিউনিষ্ট পার্টিভুক্ত। ১৯৪৮ সালে ফেব্রুয়ারী মাসে কলিকাতায় অনুষ্ঠিত কমিউনিষ্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস সশস্ত্র বিপ্লবের মারফত সরকার
উৎখাতের ডাক দেয়। সদ্য আজাদীপ্রাপ্ত পাক-ভারত রায়ের সরকারের পিছনে অকুণ্ঠ * গণ-সমর্থন ছিল এবং ইহাতে প্রশ্নের কোন অবকাশ ছিল না। প্রায় দুই শত বার অবর্ণনীয় ক্লেশ ও ত্যাগ স্বীকার করিয়া ইংরেজদের তাড়াইয়া স্বাধীনতা অর্জন করা হইয়াছে। এমনি বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে সশস্ত্র বিপ্লবের ডাক জনগণের নিকট উন্মাল বিশেষের প্রলাপ মনে হইবে, তাহাতে আর বিচিত্র কি। এই অবাস্তব নীতির দরুনই কমিউনিষ্ট পার্টিকে ১৯৪৮-৫০ এই তিন বৎসর উভয় সরকারের প্রচন্ড দমননীচ্চির দুর্বিষহ স্টিমরােলার সহ্য করিতে হয়। পার্টির এই বাস্তব বিবর্জিত, অসার, অলীক ও উনাদি নির্দেশকে বৃহত্তর কর্মকাণ্ডের অংশ হিসাবে মানিয়া লইয়া আটক নিরস্ত্র, অসহায়, সম্বলহীন কমিউনিষ্ট রাজবন্দীগণ কারান্তরালেই সংগ্রামের পথ বাছিয়া লইলেন এবং কারাগারে বিভিন্ন সুযােগ-সুবিধার দাবীতে
মার্চ অনশন ধর্মঘট আরঙ্ক করেন। দাবী গৃহীত বা আলােচিত হইবার পুর্বেই অনশনরত বর্ণীগণ ঢাকা কারাগারে চার দিনের মধ্যে এবং রাজশাহী কারাগারে আটত্রিশ দিনের মধ্যে অনশন ধর্মঘট ভুল করেন।
১৯৪৯ সালের ২২শে মে তাহারা পুনরায় অনশন ধর্মঘট শুরু করেন। কিন্তু কর্তৃপক্ষের মৌখিক প্রতিষ্ঠিতে বা আশ্বাসে অনশনরত কমিউনিষ্ট বন্দীগণ ঢাকা কারাগারে মে-জুন মাসে চব্বিশ দিন পর এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে একচল্লিশ দিন পর অনশন ভঙ্গ করেন। তাহাদের অনশনকালে আমরাও ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা বন্দী হিসাবে আবদ্ধ ছিলাম। আমাদের সঙ্গে অনশন বিষয়ে তাহারা কোন যােগাযোগ করেন নাই। পর
পর দুইটি অনশন ধর্মঘটই ব্যর্থ হইল। তথাপি জনগণ হইতে বিচ্ছিন্ন ক্রিয়াকলাপ তাহারা পরিত্যাগ করে নাই। ১৯৪৯ সালের সেপ্টেম্বরে তাহারা পুনরায় অনশন ধর্মঘট শুরু করেন। এইবারও কর্তৃপক্ষের আশ্বাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশনরত কমিউনিষ্ট রাজবন্দীগণ সেপ্টেম্বর-অক্টোবর মাসে চল্লিশ দিন পর ও রাজশাহী কারাগারে বন্দীগণ পাঁয়তাল্লিশ দিন পর অনশন ধর্মঘট ত্যাগ করেন। কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হইয়া অনশন ধর্মঘট পুনঃ পুনঃ প্রত্যাহার সত্ত্বেও বাস্তবে কোন ফলােদয় না হওয়ায় কমিউনিষ্ট রাজবন্দীগণ ১৯৪৯ সালের ২রা ডিসেম্বর পুনঃ অনশন ধর্মঘটের আশ্রয় নিতে বাধ্য হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশনরত বাবু শিবেন রায় ৮ই ডিসেম্বর দিবাগত রাত্রে প্রাণত্যাগ করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশনরত কমিউনিষ্ট রাজবন্দী ও সরকারের মধ্যে আপােষ-আলােচনার চুক্তি মােতাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অনশনরত রাজবন্দীগণ যথাক্রমে ডিসেম্বর-জানুয়ারী মাসে আটান্ন দিন ও একষট্টি দিন পর অনশন ধর্মঘট প্রত্যাহার করেন। চুক্তিপত্র নিম্নরূপঃ
(১) বন্দীগণকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীভুক্ত করা, (২) প্রতি সপ্তাহে একটি চিঠি লিখিবার অধিকার, (৩) প্রতি পনের দিনে আত্মীয়স্বজনের সহিত সাক্ষাৎ করান, (8) খেলাধুলার সুযােগ, কাপড়-চোপড়, সাবান, টুথব্রাশ, টুথপেষ্ট ইত্যাদি সরবরাহ।
উল্লেখ্য যে, রজিবন্দীর এই মর্যাদা অর্জনকল্পে এগার মাসের মধ্যে কমিউনিটি রাজবন্দীগণকে সর্বমােট ৪টি ধর্মঘটে ঢাকা কারাগারে একশত সাতাশ দিন ও রাজশাহী কারাগারে একশত পঁচাশি দিন অনশন ধর্মঘট করিতে হয়।
অনশনরত বন্দীদের দাবী ছিল নিম্নরূপঃ (১) সকল নিরাপত্তা ও রাজনৈতিক বন্দীকে বিনাশর্তে অবিলম্বে মুক্তিদান অন্যথায়
(ক) দৈনিক খাদ্য বাবদ তিন/চার টাকা (খ) খাট, তােষক, হাঁড়ি, বাসন, আসবাব পত্র ও দুইশত পঞ্চাশ টাকা প্রাথমিক
(গ) ব্যক্তিগত ভাতা মাসিক পঞ্চাশ টাকা, (ঘ) পারিবারিক ভাতা মাসিক একশত টাকা,
(ত) প্রতিমাসে চারটি চিঠি বাহিরে পাঠান, দুই সপ্তাহ অস্কর দেখা, উপযুক্ত থাকার স্থান, খেলাধুলার ব্যবস্থা,
(চ) হাত ও অন্যান্য বিচারাধীন রাজবন্দীদিগকে প্রথম শ্রেণীর মর্যাদা দান, (ছ) অন্য সকল রাজনৈতিক বন্দীর জন্য দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দান,
(জ) উন্নত খাদ্য ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, দৈনিক খবরের কাগজ, পারিশ্রমিকের ব্যবস্থা চালু, উন্নততর জীবন-যাপন, সরকারী খরচায় ধুমপানের ব্যবস্থা, এ ওয়ার্ডে রেডিও বসান এবং নির্দেশিত সমস্ত খবরের কাগজ ও পত্র-পত্রিকা সেন্সর না করিয়া দেওয়া এবং সেলে রেডিও স্থাপন। ১৯৫০ সালের ৫ই এপ্রিল কমউনিষ্ট বন্দীদের প্রেরণায় কতিপয় পাবীর ভিত্তিতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সাধারণ কয়েদীগণ অনশন ধর্মঘট শুরু করেন। ইহা কমিউনিষ্ট বন্দীদের সর্বাত্মক বৈপ্লবিক কর্মধারার একটি দিক। কারা বহির্ভাগে সমগ্র দেশবাসী যখন তাহাদের সশস্ত্র বিপ্লবের ডাকে কোনপ্রকার আমলই দেয় নাই, তাহাদের “ইয়ে আজাদী ঝুটা হয়, লাখাে ইনসান ভূখা হ্যায় মুখােরোচক আওয়াজকে কতিপয় বিভ্রান্ত আদম সন্তানের মমি বলিয়া স্নান করিয়াছে, তখন তাহারা কারান্তরালেই সরকার উৎখাতের বৈপ্লবিক প্রেরণায় সাধারণ কয়েদীদিগকে প্ররােচিত করেন। একাত্মতা প্রকাশের নাম করিয়া কমিউনিষ্ট বন্দীগণ ৭ই এপ্রিল হইতে অনশনরত সাধারণ বন্দীদের দাবীর সমর্থনে অনশন ধর্মঘট শুরু করেন। সরকারের সহিত আপােষ-মীমাংসায় স্থির হয় যে, কয়েদীরা নিজের পয়সায় কারান্তরালে ধুমপান করিতে পারিবে, দ্বিতীয়তঃ কয়েদীগণকে দিয়া ঘানি টানানাে হইবে না: অষ্টীয়ত। কয়েদীদিগকে অযথা প্রহার করা হইবে না। দাবী মানিয়া লইবার পর ১৫ই এপ্রিল কয়েদীগণ অনশন ধর্মঘট প্রত্যাহার করেন। রাজশাহী জেলের হত্যাকাণ্ড | উপরােক্ত ঘটনার কয়েকদিনের মধ্যে ১৯৫০ সালের ২৪শে এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটিয়া গেল। ঐ দিন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেন্ডেন্ট মিঃ বিল কারাগার পরিদর্শনকালে কারাস্করালে ‘খাপড়া নামক ওয়ার্ডে গমন করিলে ওয়ার্ড প্রতিনিধি জনাব আবদুল হক বিভিন্ন সমস্যা আলােচনাকালে তর্ক বিতর্কের সময় ভারসাম্য হারাইয়া ফেলেন। বন্দীগণ মিঃ বিল ও ২ জন ডেপুটি জেলাকে বলপূর্বক খাপড়া ওয়ার্ডের ভিতরে লইয়া যায়। মিঃ বিল কোন প্রকারে দৈহিক শক্তির দ্বারা ওয়র্ডের বাহিরে চলিয়া আসেন। ইতিমধ্যে জেলার মান্নান পাগলা ঘন্টি দেওয়ার জন্য সংকেত বাঁশি বাজান। পাগলা ঘন্টি বাজিলে, সশস্ত্র কারাগার রক্ষীবাহিনী খাপড়া ওয়ার্ড পানে ধাবিত হয় ও অবাধ গুলী চালায়। গুলীতে ওয়ার্ডের অভ্যস্তুরেই খুলনার ছাত্র-কর্মী আনােয়ার হােসেন, শ্রমিক নেতা হানিফ শেখ, মােঃ দেলওয়ার, সুধীন ধর ও সুখেন ভট্টাচার্য প্রাণ হারান। দিনাজপুর জেল হাসপাতালে ইনিস্কিরি আহত দিনাজপুর কৃষক নেতা কস্পরম সিং ও বিজন সেন মৃত্যুবরণ করেন। অন্যান্যের মধ্যে জনাব আবদুল হক (যশােহর), আমিনুল হক বাদশা (পাবনা), মনসুর হাবিব (বর্ধমান, পশ্চিমবঙ্গ), অমূল্য লাহিড়ী (পাবনা), আবদুস শহীদ, বাবর আলী, নুরুন নবী চৌধুরী, সুজেন পালিত এবং ওয়ার্ডে আটক ২ জন ডেপুটি জেলারের মধ্যে একজন গুলীবিদ্ধ হইয়া আহত হন। ১৯৬১ ও ১৯৬২ সালে আমি রাজশাহী কারাগারে বন্দী থাকাকালে উপরে বর্ণিত খাপড়া ওয়ার্ডটি আযহরে দেখি এবং পূর্ণ কাহিনীটি অবগত হই। | কারাগারই হইতেছে সর্বদেশের সর্বকালের জালেম সরকারের একটি সুপ্রতিষ্ঠিত দুর্গ। দুর্গান্তরালে নিৱত্র বন্দীদের পক্ষে কোনপ্রকার বিদ্রোহাত্মক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ আত্মঘাতী। জনগণ হইতে বিচ্ছিন্ন অবস্থায় কারান্তরালে ন্যূনতম সংগ্রামও সম্ভব নয়। ভারতীয় কমউনিষ্ট পার্টির পদাঙ্ক অনুসরণ করিয়া পূর্ব পাকিস্তান কমিউনিষ্ট পার্টি ১৯৫১ সালে সন্ত্রাসবাদী উন্মাদ পরিকল্পনা পরিহার করিবার পরই কান্নাক্তরালে কমিউনিষ্ট রাজবন্দীগণ
মানসিক ভারসাম্য পুনা লাভ করিয়া প্রকৃতিস্থ হইয়াছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গ্রেফতার হইয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকাকালে কারক্তিরালে কমিউনিষ্ট বিপ্লবীদের এই হঠকারী পদক্ষেপগুলি অবগত হইবার সুযােগ পাই। সােহরাওয়ার্দী সাহেবের ঢাকা আগমন | ১৯৪৯ সালে কারাগারে আটক থাকাকালে পত্রিকাপাঠে জনাব শহীদ সােহরাওয়ার্দীর ঢাকা আগমন বার্তা আমরা জানিতে পারি। তিনি ঢাকায় আসিয়াছিলেন দিনাজপুর কারাগারে আটক পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহবায়ক দবিরুল ইসলামের হেবিয়াস কর্পাস মামলা পরিচালনার জন্য। ১৯৪৯ সালের ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের অন্য দুটি ঘােষণা করিলে জনাব দবিরুল ইসলাম নিজ জিলা দিনাজপুরে চলিয়া যান। সেখানে তাহাকে পূর্ববঙ্গ বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স বলে গ্রেফতার ও কারারুদ্ধ করা হয়। কারা কর্তৃপক্ষ সরকারী মুসলিম লীগ কর্তা ব্যক্তিদের ইংগিতেই জনাৰ দবিরুল ইসলামের উপর কয়েদখানায় অকথ্য দৈহিক নির্যাতন চালায়। দবির ভাই শারীরিকভাবে শক্তিহীন হইয়া পড়েন এবং অপ্রত্যাশিতভাবে অতি তরুণ বয়সেই হৃদরােগ ও অন্যান্য ব্যাধিতে আক্রান্ত হন।
উল্লেখ্য যে, ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে দবির ভাই যুক্তফ্রন্টের মনােনীত প্রার্থী। হিসাবে পূর্ব পাকিস্তান লেজিসলেটিভ এসেম্বলীতে সদস্য নির্বাচিত হইয়াছিলেন পুর্বে বর্ণিত পুলিশী জুলুমের পরিণতিতে তাহার দেহ ভাঙ্গিয়া পড়িয়াছিল বিধায় কয়েক বৎসরের মধ্যে অতি তরুণ বয়সে তিনি ইহলােক হইতে বিদায় গ্রহণ করেন। কার জীবনে বৈচিত্র্য
| বৈচিত্র্যহীন কারাজীবন মাঝে মাঝে বিন্নি ঘটনারাজীর সমাবেশে কিছুটা আনন্দদায়ক ও কৌতুকময় হইয়া উঠে। রাজনৈতিক মতভেদ সত্ত্বেও রুনা বাহাউদ্দিন চৌধুরী আমার বন্ধু ছিলেন। তিনি বরিশালের বিখ্যাত উলানিয়া জমিদার পরিবার নয়। মা-বাবার আদরের দুলাল। জেল ফটকে সাক্ষাৎকারের সময় তাঁহাকে স্নেহময়ী মা স্বহস্তে তৈরী বরফী, মােরা সমেত কিছু বিদেশী বিস্কুটের টিন দিয়া গিয়াছিলেন। আমার মায়ের স্বহস্তে তৈরী নানা সুস্বাদু প্ৰব্য আমার মনে পড়িল। বাহাউদ্দিন সাহেব ঘুম-কাতর। সকালে বেশ বিলম্বেই তিনি শয্যা ত্যাগ করেন। গর্ভীর রাতের অন্য সহবৰ্শীদের ঘাের স্রিরি সুযোগে রহমান সাহেব নামক সাজাপ্রাপ্ত কয়েদী বন্ধুর প্ররােচনায় আমরা কয়েকজন বেশ আরামে তঁাহার মায়ের দেওয়া উপাদেয় বরফী, মােরা, বিদেশী বিস্কুটগুলি সংযােগে রসনা তৃপ্ত করিলাম। তবে একেবারে নিঃশেষ করি নাই। বেশ কিছু অংশ নিদ্রামগ্নদের প্রাতরাশের নিমিত্ত রাখিয়া দিলাম। সকাল বেলা চৌধুরী সাহেব অভ্যাস মত ৯-৩০ মিঃ কি ১০ ঘটিকার দিকে নাস্তা করিতে বসিয়াই বোেকা ও হতভম্ব হইয়া গেলেন। সব দ্রবন্দী, ওয়ার্ড তালাবদ্ধ। বাহিরের অন্য কোন দুশ্চরিত্র সাজাপ্রাপ্ত বন্দীর প্রবেশ অসন্তুব। তিনি নিজে ভূতে বিশ্বাস করেন না। অথচ কাটা ভৌতিক। মুজিব ভাইয়ের কানে ঘটনাটি উঠিল। মুখ চাওয়া-চাওয়ি, “তাইতো
কি করিয়া হইল ইত্যাদি অনুতাপ-আক্ষেপ ও মন্তব্য ছাড়া কাহারাে কিছু বলিবার ছিল না। গােল বাঁধাইলেন রহমান সাহেব । তাহার পেটে কোন কথা থাকে না। অতএব চোর ধরা পড়িলাম। অগত্যা স্বীকার করিলাম, একটু আধূটু-চুপিচাপি আহারাদি অন্যের অলক্ষ্যে করিয়া থাকি। ইহা আমার আশৈশব প্রশিক্ষণ’ বা ‘অভ্যাস’। কিশাের বয়সে কালার রােগাক্রান্ত হওয়া সত্ত্বেও চিকিৎসকের নিষেধাজ্ঞা ও মায়ের সতর্ক দৃষ্টিকে ফাকি দিয়া গভীর রাতে কুপথ্য চিংড়ি মাছ চুরি করিয়া খাইতাম- মা অবশ্য বমাল ধরিয়া ফেলিয়াছিলেন। মুক্সি ভাইকে বলিলাম, আমি একা নই, অনেকেই একযােগে এই সৎ কাজটি করিয়াছি। একঘেয়ে কারাজীবনে বৈচিত্রের স্বাদ সবাইকেই দিলাম, তাই ধন্যবাদ আমাদেরই প্রাপ্য। উল্লেখ্য যে জনাব বাহাউদ্দিন চৌধুরী ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, মুজিব ভাইয়ের নেতৃত্বে দফা আন্দোলনে দেশ যখন উথাল পাতাল ও প্রকম্পিত তখন তারই সযােগ্য নেতৃত্বে ঢাকা নগরের আয়ুব মােনায়েম বিরােধী আন্দোলন তুঙ্গে। পরবর্তীতে স্বাধীনতাত্তোর বাংলাদেশের সরকারের তথ্য সচিব ছিলেন।
রাজনৈতিক কর্মী সম্মেলনের পটভূমিকা | ১৯৪৯ সালের জুন মাসেই এনায়েত করিম, শামসুল হুদা এবং আমি একই দিন শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার হইতে মুক্তি লাভ করি। কারা মুক্তির পরই পূর্ববঙ্গ মুসলিম লীগ কর্মী শিবির অফিস ১৫০ নং মােগলটুলীতে জনাব শওকত আলীর সহিত সাক্ষাৎ করিয়া নেতা শামসুল হক সাহেবের টাঙ্গাইলে উপনির্বাচনের বিজয় কাহিনী গর্বের সহিত শুনিলাম। তাহার নিকট আরাে অবগত হইলাম যে, আগামী ২৩শে ও ২৪শে জুন ঢাকায়। মুসলিম লীগ কর্মী সম্মেলন আহবান করা হইয়াছে ও তদুপলক্ষে মওলানা আবদুল হামিদ খানকে (ভাসানী) সভাপতি ও ইয়ার মােহাম্মদ খানকে সম্পাদক করিয়া একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হইয়াছে। ১৫০ নং মােগলটুলী, ঢাকা, ১৯৪৪ সাল হইতে মুসলিম বাংলার রানীতিতে প্রগতিশীল চিন্তাধারার প্রাণকেন্দ্র। ১৯৪৩ সালের ৬ই নভেম্বর বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিল সভায় জনাব আবুল হাশিম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মুসলিম লীগের প্রতিক্রিয়াশীল ধ্যান-ধারণার বিরুদ্ধে নূতন যুগের সূচনা হয়। তিনি অনাগত পাকিস্তানের রাষ্ট্রীয় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক রূপরেখা ইসলামী জীবনের দর্শনের আলােকে খুবই সুস্পষ্ট ও পরিভাবে সাধারণ্যে তুলিয়া ধরিলেন। তাহার দার্শনিক ও তাত্ত্বিক ব্যাখ্যায় বুদ্ধিজীবী ও তরুণ মুসলিম ছাত্রি সমাজ উথুদ্ধ হইলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বশংবদ ভূস্বামী, সুদখাের মহাজন ও ধর্মান্ধ শ্রেণীর লােকেরা দার্শনিক নেতা আবুল হাশিমের উপর খড়গহস্ত হইয়া উঠিল। যাহা হউক, আবুল হাশিম সাহেবের সাংগঠনিক শক্তির দ্বারাই পাকিস্তান হাসেল সম্ভব হয় এবং ইহার দ্বারা প্রতিক্রিয়াশীল ইংরেজ সাম্রাজ্যবাদের খুটি নওয়াব, স্যার, খান বাহাদুর ও খান সাহেবদের অশুভ প্রভাব হইতে মুসলিম লীগকে মুক্ত করা সম্ভব হয়। সাংগঠনিক তৎপরতার অন্যতম পদক্ষেপ হিসাবে তিনি ১৯৪৪ সালের ৯ই এপ্রিল তরুণ নেতা শামসুল হকের সুযােগ্য
কর্তৃত্বাধীনে ঢাকায় ১৫০ নং মােগলটুলীর দ্বিতল ও ত্রিতলে পূর্ববঙ্গ মুসলিম লীগ কর্মী শিবির প্রতিষ্ঠা করেন। ইহাতে সার্বক্ষণিক কর্মীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা ছিল।
| ঢাকা জেলা মুসলিম লীগ ঢাকা নওয়াব বাড়ীর কুক্ষিগত ছিল। রক্ষণশীলতার দুর্গ ঢাকায় নওয়াব বাড়ীতে ১৯৪৪ সালের ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা জেলা মুসলিম লীগ নির্বাচনে কর্মী শিবির মনােনীত প্রার্থীয় মানিকগঞ্জের আওলাদ হােসেন বিশ্বাস ও মুন্সীগঞ্জের কপর্দকহীন তরুণ নেতা শামসুদ্দিন আহমদ ঢাকা নওয়াব বাড়ী মনােনীত প্রার্থীগণের বিরুদ্ধে যথাক্রমে ঢাকা জেলা মুসলিম লীগের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হইয়া নূতন চিন্তাধারার জয়যাত্রা সূচনা করেন। দ্বিতীয়তঃ ১৯৪৬ সালের মার্চ মাসের সাধারণ নির্বাচনে মনােনয়ন দানকল্পে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ পার্লামেন্টারী বাের্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কলিকাতার মুসলিম ইনষ্টিটিউট হলে লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়; উহাতে হাসান ইস্পাহানীর ইংরেজী দৈনিক ষ্টার অব ইণ্ডিয়া”, খাজা নূরুদ্দিনের ইংরেজী দৈনিক মর্নিং নিউজ’ ও মওলানা মােহাম্মদ আকরম খাঁর বাংলা দৈনিক আজাদ’ প্রতি পত্রিকার একচেটিয়া বিরােধীতা সত্ত্বেও দার্শনিক আবুল হাশিমের চিন্তায় উদ্বুদ্ধ তরুণ সম্প্রদায়ের একান্ত প্রচেষ্টায় পাঁচটি আসনে শহীদ-হাশিম জোট জয়লাভ করে। ভারতবর্ষ ও বংগদেশ বিভক্তির পর খাজা নাজিমুদ্দিন পূর্ববঙ্গে মন্ত্রিসভা গঠন করেন। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি মওলানা মােহাম্মদ আকরম খাঁ পূর্ববঙ্গ আগমনের পর সাবেক প্রাদেশিক ” লীগ ওয়ার্কিং কমিটির পূর্ববংগীয় সদস্যবর্গ ও আসাম প্রাদেশিক মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সিলেট জেলার সদস্যবৃন্দ সহযােগে পূর্ববঙ্গ লীগ ওয়ার্কিং কমিটি গঠিত হয়। ইহাতে আসাম প্রদেশিক মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান (ভাসানী), সাধারণ সম্পাদক মাহমুদ আলী, দেওয়ান মােহাম্মদ আরিফ ও দেওয়াল বাসেত সদস্য নিযুক্ত হইয়াছিলেন। কিন্তু ব্যাপার বিশেষ সুবিধাজনক মনে না হওয়ায় পূর্ববঙ্গ মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি ভাঙ্গিয়া দিয়া মওলানা আকরম খাঁকে চেয়ারমান, জনাব ইউসুফ আলী চৌধুরী ও জনাব আসাদুল্লাহকে যুগ্ম আহবায়ক, ডাঃ আবদুল মোত্তালেব মালিক ও সর্বজনাৰ আহমদ হােসেন (রংপুর), নূরুল আমিন, মাওলানা আবদুল্লাহিল বাকী, হাবিবুল্লাহ বাহারি চৌধুরী ও সিলেটের মনােয়ার আলীকে সদস্য করিয়া পূর্ব পাকিস্তান মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি পুনর্গঠন করা হইল। ইতিমধ্যে ১৯৪৭ সালের ১৪ ও ১৫ই ডিসেম্বর করাচীতে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের পাকিস্তান এলাকাভুক্ত কাউন্সিল সদস্যদের সমন্বয়ে চৌধুরী খালেকুজ্জামানের নেতৃত্বে পাকিস্তান মুসলিম লীগ গঠিত হয়।
শহীদ হাশিম জোট সমর্থক মুসলিম লীগ ও ছাত্র কর্মীবৃন্দ কলিকাতা ও অন্যান্য স্থান হইতে হইতে ঢাকায় আসিয়া ১৫০ নং মােপলটুলীস্থ পূর্বৰংগ মুসলিম লীগ কর্মী শিবিরের শক্তি বৃদ্ধি ও ইহাকে সুপ্রতিষ্ঠিত করিতে লাগিলেন। উজীরে আলা খাজা নাজিম-আকরম খাঁ জোট ১৫০ নং মােগলটুলী কর্মীশিবির বা ওয়ার্কারস ক্যাম্পকে মুসলিম লীগের রাজনৈতিক অংগন হইতে বিতাড়িত করিতে বদ্ধপরিকর ছিলেন। তাই বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ ন্যাশনাল গার্ড নায়েব সালারে সুবা জহিরুদ্দিন আহমদকে উজীরে আলা খাজা নাজ্জিমুদ্দিন
প্রথমে কারাগারে প্রেরণ ও পরবর্তীকালে পূর্ববঙ্গ হইতে বহিস্কার করিলেন। রাক্ষণীতি আর কাহাকে বলে। ওয়ার্কারস ক্যাম্পের তরফ হইতে কর্মী শিবিরের তরুণ নেতৃবর্গ যথা শামসুল হক, ফজলুল কাদের চৌধুরী, আবদুস সবুর খনি, আতাউর রহমান খান, খন্দকার মােশতাক আহমদ, শেখ মুজিবর রহমান, কামরুদ্দিন আহমদ ও মিসেস আনােয়ারা খাতুন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ কমিটি চেয়ারম্যানের সহিত সাক্ষাৎ করিয়া প্রাথমিক সদস্য সংগ্রহ রসিদ বই সরবরাহ করিতে অনুরােধ জানাইলেন। মাওলানা আকরম খাঁ অনুরােধ রক্ষা করিতে অস্বীকৃতি জালাইলে নারায়ণগঞ্জ রহমতুল্লাহ ইনষ্টিটিউটে মুসলিম লীগ কর্মীদের সম্মেলন আহবান করা হয়। খান সাহেব ওসমান আলী এম,এল,এ, কে সভাপতি নির্ধাজিত করিয়া একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। রহমতুল্লাহ ইনষ্টিটিউট ব্যবহারে সরকারী নিষেধাজ্ঞা জারি করা হইলে সম্মেলন পাইকপাড়া ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থির হয় যে, সর্ব জনাব আতাউর রহমান খান, আবদুস সালাম খান, ফজলুল কাদের চৌধুরী, খয়রাত হােসেন এম,এল,এ, ও মিসেস আনােয়ারা খাতুন করাচী মুসলিম লীগ প্রধান চৌধুরী খালেকুজ্জামানের সহিত সাক্ষাৎ করিবেন। প্রকৃতপক্ষে জনাব আতাউর রহমান খান ও আনােয়ারা খাতুন করাটা গেলেন; চৌধুরী খালেকুজামান প্রতিনিধিদ্বয়ের বক্তব্য আগ্রহ সহকারে শ্রবণ করিলেন বটে তবে প্রাথমিক সদস্য সংগ্রহে রসিদ বই সরবরাহ করিবার ব্যাপারে কোন প্রকার হস্তক্ষেপ করিতে অস্বীকৃতি জানাইলেন। মুসলিম লীগ আকরম খ- নাজিম চক্রের কুক্ষিগত হইল। এইজৰেই নিষ্ঠাবান দেশপ্রেমিক ও প্রগতিশীল যুব সম্প্রদায় মুসলিম লীগ সংগঠনে অপাংক্তেয় ও অবাঞ্ছিত হইয়া পড়িলেন। বলিতে ভূলিয়াছি, ইতিমধ্যে ১৯৪৮ সালের ১৯শে অক্টোবর মাওলানা আকরম খাঁ সাহেবের নিজস্ব দৈনিক আজাদ’ পত্রিকা ঢাকায় স্থানান্তরিত ও প্রকাশিত হইয়াছিল এবং ‘আজাদ’ উহার নিজস্ব ধারায় প্রচারকার্য চালাইয়া যাইতেছিল। যদিও দৈনিক আজাদ ব্যক্তি মালিকানাধীন প্রত্রিকা তথাপি আদি কর্তৃপক্ষ পত্রিকা প্রকাশের ব্যাপারে জমিজমাসহ সকল প্রকার সরকারী মদদ লাভ করিয়াছিলেন। এটাই আমাদের চরিত্রের নমুনা।
রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগদান
| যাহা হউক, এই সম্মেলনকে সফল করিয়া তুলিবার জন্য জনাব শওকত আলীর আত্মরিক প্রচেষ্টা ছিল অতুলনীয়। মুসলিম লীগ সরকারের ভয়-ভীতি, ত্রাস ও নির্যাতনকে উপেক্ষা। করিয়া সম্মেলনে সহযােগিতা করিতে অনেক সহৃদয় ঢাকাবাসী সক্রিয়ভাবে অগ্রসর হইতে সাহস পান নাই। এমনকি সম্মেলন অনুষ্ঠানের জন্য কোন পাবলিক হল পর্যন্ত ব্যবস্থা করা সম্ভব হয় নাই। নাৰ কে, এম, বশীর তাহার কে, এম,দাস লেনস্থ বাসবন রােজ গার্ডেনের “হল’ কামরায় সম্মেলন অনুষ্ঠানের অনুমতি দানের সৎসাহস প্রদর্শন করেন। তিনি সরকারী।
কটী উপেক্ষা করিয়া আগাইয়া না আসিলে সরকারী শীগ পাল্ডাদের হামলায় সম্মেলন হয়ত ৰা নহু হইয়া যাইত। পানীখ্রন বিরাজমান স্বৈরাচারী রাজনৈতিক পরিস্থিতি ও পরিবেশের স্মৃতি যতই মানসপটে ভাসিয়া উঠে ততই তখনকার মত ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য জনাব বশীরকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করি। ২৩শে জুন (১৯৪৯) যথারীতি রােজগার্ডেন’ হল কামরায় সম্মেলন শুরু হয়। প্রায় ২৫০ হইতে ৩০০ জন ডেলিগেট ইহাতে যােগ দেন। অৰ্থনা কমিটির চেয়ারম্যান মওলানা আবদুল হামিদ খান (ভাসানী)-এর লিখিত ভাষণ পাঠের পর সম্মেলনের মূল সভাপতি জনাব আতাউর রহমান খান সপতির আসন গ্রহণ করেন। সম্মেলনে শেরে বাংলা এ,কে, ফজলুল হকও যােগ। দেন এবং কয়েক মিনিট বক্তৃতা দিয়া সম্মেলনকক্ষ ত্যাগ করেন। হয়ত ভঁহার ভয় ছিল, পাছে না সরকারী আনুকুল্য হইতে বঞ্চিত হইয়া পড়েন অর্থাৎ উঞ্জীরে আলা নুরুল আমিন সরকারের এডসেকেট জেনারেলের পদ হারাইতে হয়। পুর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন | সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করিবার প্রস্তাব উত্থাপিত হইলে আমি জাতি-ধর্ম-নির্বিশেষে সকল নাগরিকের প্রবেশাধিকার দিয়া সম্পূর্ণ অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন করিবার প্রস্তাব করি। নারায়ণগঞ্জের তরুণ নেতৃদ্বয় সর্বজনাব আলমাস আলী ও আবদুল আওয়াল প্রস্তাবের বিরােধিতা করিতে গিয়া আমার উপর রােষে ফাটিয়া পড়েন। দেখা গেল, আমরা কতিপয় ছাত্র ব্যতীত আর সকলেই আওয়ামী মুসলিম লীগ নামকরণের ঘাের পক্ষপাতী। তাহাদের যুক্তি, আমরা সকলেই আওয়ামী মুসলিম লীগ কম। আকরাম খাঁ, নুরুল আমিন, চৌধুরী খালেকুজ্জামান ও লিয়াকত আলী পরিচালিত মুসলিম লীগ হইল সরকারী মুসলিম লীগ এবং আমাদেরটি হইবে আওয়ামের অর্থাৎ জনগণের মুসলিম লীগ। ঢাকা হাইকোর্টে জনাব দবিরুল ইসলামের হেবিয়াস কর্পাস মামলা পরিচালনার জন্য জনাব সােহরাওয়ার্দী যখন ঢাকায় আসিয়াছিলেন, তখনই তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নেতা মনকী শরীফের পীর সাহেবের অনুকরণে সংগঠনের নাম আওয়ামী মুসলিম, লীগ রাখার পরামর্শ দিয়াছিলেন। স্মর্তব্য যে, জনাব সােহরাওয়ার্দী ছিলেন পাকিস্তান, গণপরিষদে মুসলিম লীগ দলীয় সদস্য। বিরােধবশতঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াবজাদা । লিয়াকত আলী খান স্বয়ং উদ্যোগী হইয়া ১৯৪৮ সালের শেষার্থে জনাব সােহরাওয়ার্দীর গণপরিষদের সদস্যপদ বাতিল ঘোষণা করেন। অথচ এই দিকে ভারত সরকার সাম্প্রদায়িক বিদ্বেষবশতঃ সােহরাওয়ার্দী সাহেবের নিকট ৬৭ লক্ষ টাকা আয়কর দাবী করিয়াছিলেন। ভারতে তাহার ব্যক্তিগত ব্যাংক একাউন্ট বাজেয়াপ্ত হইয়াছিল। এমন কি তাহার মােটর। গাড়ীটি পর্যন্ত ছিনাইয়া লওয়া হইয়াছিল। এইভাবেই বাস্তুহারা সােহরাওয়ার্দীকে ১৯৪৯ সালের মার্চ মাসে ভারতভূমি ত্যাগ করিয়া কপর্দকহীন অবস্থায় লাহোর আসিতে হইয়াছিল। যাহা হউক, জনাব সােহরাওয়ার্দীর আসনে উপনির্বাচন ঘােষণা করা হইল এবং এই উপনির্বাচনে জনাৰ সােহরাওয়ার্দী মুসলিম লীগ মনােনীত প্রার্থী ব্রাহ্মণবাফিয়া নিবাসী জনাব শহীদুল হকের নিকট পরাজয় বরণ করেন। উল্লেখ্য যে, পূর্ব পাকিস্তান আইন পরিষদের মুসলিম লীগ সদসাগণই ছিলেন এই উপনির্বাচনের নির্বাচক মন্ডলী। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ার এতকাল যাবৎ সরকার বিরােধী রাজনীতিতে যে সংগঠনিক শূন্য বিরাজ করিতেছিল, তাহা বিদূরিত হইল। বিশেষ করিয়া বিভাগ পূর্ব আসাম প্রাদেশিক
মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান (ভাসানী) ও টাঙ্গাইল উপনির্বাচনে সদ্য নির্বাচিত তরুণ নেতা জনাব শামসুল হক যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করায় আপামর জনতার মধ্যে আস্থার ভাব পরিলক্ষিত হইল। সর্বোপরি, এই নব গঠিত সংগঠনের সহিত জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দীর একাত্মতা তাহাকে মুসলিম লীগ প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খানের বিকল্প সর্ব-পাকিস্তানী নেতারূপে উপস্থাপিত করিল। | এই দিকে জনাব সােহরাওয়ার্দীর মাধ্যমে মানকী শরীফের পীরের নেতৃত্বে গঠিত আওয়ামী মুসলিম লীগের সহিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যােগসূত্র সৃষ্টির সাবনা উজ্জ্বল হওয়ায়, সংগঠন নিখিল পাকিস্তানী চরিত্র ও মর্যাদা লাভ করিতে শুরু করিল। এই বাস্তব পরিস্থিতিতে সাম্প্রদায়িক নামের জন্য যদিও আমি আওয়ামী মুসলিম লীগের সদস্য হইতে অস্বীকৃতি জানাইয়াছিলাম তথাপি ইহার সহযােগী রাজনৈতিক কর্মী। হিসেবে কাজ করিবার সিদ্ধান্ত গ্রহণ করি। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকরূপে আওয়ামী মুসলিম লীগের প্রতিটি কর্মসূচীকে সফল করিতে সর্বপ্রকার সক্রিয় সহযােগিতা করিয়াছি।
যহি হউক, সম্মেলনে নিলিখিত নেতৃবর্গসহ চল্লিশ সদস্যবিশিষ্ট অর্গানাইজিং কমিটি গঠিত হইল।
মওলানা আবদুল হামিদ খাঁন (ভাসানী) আতাউর রহমান খান, এডভােকেট
সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স
সহ-সভাপতি আলী আহমদ খান, এম.এল.এ,
সহ-সভাপতি আলী আমজাদ খান, এডভােকেট
সহ-সভাপতি আবদুস সালাম খান, এডভােকেট
সহ-সভাপতি শামসুল হক।
সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান
যুগ্ম সম্পাদক খন্দকার মােশতাক আহমদ।
সহ-সম্পাদক এ,কে,এম, রফিকুল হােসেন
সহ-সম্পাদক ইয়ার মোহাম্মদ খান
কোষাধ্যক্ষ উল্লেখ্য যে, শেখ মুজিবর রহমান কারাগারে আটক থাকিবার দরুন উক্ত সম্মেলনে যােগদান করিতে পারেন নাই। আমরা জনকয়েক সদ্য কারামুক্ত হলের প্রভাবেই তাহাকে একমাত্র যুগ্ম সম্পাদক করা হইয়াছিল।
| ২৪শে জুন অপরাহ্নে সরকারী লীগের হুমকি ও হামলা উপেক্ষা করিয়া আরমানিটোলা ময়দানে মওলানা ভাসানীর সভাপতিত্বে নব গঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়।
সভপতি
জাতীয় কংগ্রেস ও কমিউনিষ্ট পার্টি
১৯৪৭ সালের আগস্ট মাসে আজাদী লাভের পর জাতীয় কংগ্রেস পূর্ববঙ্গ আইন পরিষদে ও পাকিস্তান গণপরিষদের বিরােধী দলীয় প্রশংসনীয় ভূমিকা পালন করে। কিন্তু পরিষদের বাহিরে অবস্থার বিপাকে পড়িই কংগ্রেস হিন্দু সম্প্রদায়ের সংকীর্ণ স্বার্থ রক্ষায় জড়িত হইয়া পড়ে। কংগ্রেসে নেতৃত্ব ও কাঠামাে স্বাভাবিকভাবেই ছিল হিন্দু অধ্যুষিত। এইদিকে ভারত বিভাগজনিত কারণে পাক-ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে গুণগত যে পরিবর্তন দেখা দেয়, উহার ফলে সেই বান্ধব সত্যকে অস্বীকার করিয়া পাকিস্তানের মাটিতে, তাহাদের পক্ষে প্রকাশ্যে কার্যকর রাজনৈতিক ক্রিয়াকলাপ পরিচালনা যে একরূপ অসম্ভব হইয়া পড়িয়াছিল, তাহা স্বীকার করিতে হইবে।
| কমিউনিষ্ট পার্টির অবস্থা ছিল কিছুটা ভিন্ন। সাধারণ সম্পাদক পূরণ চন্দ্র যােশীর (পি,সি, যােশী) পরিচালনায় ভারতীয় কমিউনিষ্ট পার্টি আজাদী লাভের পর অর্থাৎ ইংরেজ কর্তৃক ক্ষমতা হস্তান্তরের পর পাক-ভারত উভয় সরকারকে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে সমর্থনদানের নীতি ঘােষণা করে। সরকারের সহিত সহযােগিতার নীতির আড়ালে ১৯৪৭ সালের সেপ্টেম্বরে ভাৱত হইতে কমরেড ভবানী সেন ঢাকা আগমন করেন এবং কোন মহল হইতে বাধাপ্রাপ্ত না হইয়াই ঢাকার সদরঘাট করনেশন পার্কের এক জনসভায় বক্তৃতা দেন। এমন কি কমরেড মােজাফফর আহমদও কলকাতা হইতে আসিয়া ঢাকার রথ-খােলার ন্যাশনাল বুক এজেন্সীর দ্বারোদঘাটন করেন। পােল বাঁধিল কলিকাতায় ১৯৪৮ সালের ২৮শে ক্ৰেয়ারীতে অনুষ্ঠিত ভারতীয় কমিউনিষ্ট পার্টির দ্বিীয় কংগ্রেস অধিবেশনের পর । এই অধিবেশনেই কমরেড ভালচন্দ্র বিতৃক রনদিডের (ভি,টি, রননি) তত্ত্ব অনুযায়ী কমিউনিষ্ট পার্টি সামগ্রিকভাবে পুঁজিবাদের মূলােচ্ছেদ, ইংগ-মার্কিন সরকারস্বয়ের দোসর ধনিক-বণিক, ভূস্বামী প্রতি পাক-ভারত সরকারকে উচ্ছেদ করিবার প্রয়োজনে সমাজতান্ত্রিক সশস্ত্র বিপ্লব সংগঠনের আহবান জানায়। | এই দিকে ভারতীয় উত্তর প্রদেশবাসী কমরেড সাজ্জাদ জহিরকে সম্পাদক নিযুক্ত করিয়া পাকিস্তান কমিউনিষ্ট পার্টি গঠিত হয়। কমিউনিষ্টদের নবদীক্ষা “ইয়ে আজাপী ঝুটা হ্যায়, লাখাে ইনছান ভুখা হ্যায়” পাক-ভারত সরকারদ্বয়কে ক্ষিপ্ত করিয়া তুলে। ইহারই বহিঃপ্রকাশ দেখা যায় ঢাকায় ১১ই মার্চ (১৯৪৮) কমউনিষ্ট পার্টি কাপ্তানবাজারে অবস্থিত কেন্দ্রীয় দফতর ও কোট হাইস স্ট্রীটে অবস্থিত ঢাকা নগর দফতরের উপর জনতার আক্রমণে। কমিউনিষ্ট পার্টির ছাত্র সংগঠন, হত্রি ফেডারেশন, শ্রমিক সংগঠন, রেইল ক্লোছ ওয়ার্কস ইউনিয়ন ও কৃষক সংগঠন এবং কিম্বাণ সার বহু কর্মী সশস্ত্র পথে সরকার উৎখাত করিবার নীতির প্রতিক্রিয়া স্বরূপ কারারুদ্ধ হন। ১৯৪৮ সালের ৩০শে জুন অপরাহ্নে সদরঘাট করনেশন পার্কে সুসাহিত্যিক মুনির চৌধুরীর সভাপতিত্বে কমিউনিষ্ট পার্টি আহূত জলসঙ্গ অনুষ্ঠিত হয়; কিন্তু জনতার আক্রমণে ভীত সন্ত্রস্ত কমিউনিষ্ট কর্মীরা স্ব স্ব-প্রাণ বাঁচাইবার। প্রয়াসে সভাস্থল হইতে উর্বশ্বাসে পৃষ্ঠ প্রদর্শন করেন। সরকার সমর্থক মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পদিক শাহ আজিজুর রহমান বীরদর্পে বক্তৃতা মঞ্চে আরোহণ করিয়া জনতার
উদ্দেশে নাতিদীর্ঘ ভাষণ দান করেন। এইভাবেই রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী ও নাস্তিক বলিয়া অভিযুক্ত কমিউনিষ্ট পার্টির কর্মীবৃন্দ ধীরে ধীরে প্রকাশ্য কর্মসূৰ্টী বর্জন করিয়া গােপন সংগঠনের দিকে মনােনিবেশ করে।
| অগোপন অবস্থায় কমরেড় মনি সিংহ ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার অন্তর্গত দুর্গাপুর অমুসলমান হাজং এলাকায়, কমরেড় ইলা মিত্র রঞ্জিশাহী জেলার নওয়াবগঞ্জ মহকুমা অন্তর্গত অমুসলমান সাওতাল সম্প্রদায় অধুষিত নাচোল এলাকায়, কমরেড সুব্রত পাল সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত অমুসলমান, নমঃশুদ্র ও দাস সম্প্রদায় অধু্যষিত সানেশ্বর এলাকায়, পাটি নেতৃত্ব খুলনী জেলার ডুমুরিয়া ও অমুসলমান নমঃশূদ্র প্রধান ধানমুনিয়া এলাকায়, যশােহর জেলার সদর মহকুমা ও নড়াইল মহকুমাভুক্ত বমিপাড়া ও নড়াইল থানা অন্তর্গত জামদিয়া, সেখাটি, তুলারামপুর, নড়াইল ও কলােরা ইউনিয়নগুলির অমুসলমান নমঃশূদ্র এলাকায় সশস্ত্র কৃষক অ্যুত্থান ঘটায়। এইভাবেই অমুসলিম সম্প্রদায়ের স্বাভাবিক অঙ্গ পাকিস্তান বিদ্বেষকে মূলধন করিয়া পার্টি কমরেডগণ শ্রেণী সংগ্রামের ভাওতা ও দোহাই দিয়া পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় সশস্ত্র অভূত্থান ঘটাইবার বহু চেষ্টা করিয়াছে। রূঢ় হইলেও বাস্তব সত্য এই যে, কমিউনিষ্ট পার্টি পূর্ব পাকিস্তানের শতকরা। আশি হইতে পঁচাশি জন মুসলিম অধিবাসীর বিন্দুমাত্র আস্থা অর্জন করিতে পারে নাই।
উল্লেখ্য যে, পাকিস্তান কমিউনিষ্ট পার্টি সম্পাদক কমরেত সাজ্জাদ জহির সশস্ত্র বিপ্লবের কদৰ্থ করিয়া সরকার উৎখাতের উন্মুক্ততায় সামরিক বাহিনীতে উচ্চাভিলাষী সমর নেতাদের চক্রান্তের সহিত জড়াইয়া পড়েন এবং মেজর জেনারেল আকবর খানের নেতৃত্বে সামরিক অধান ঘটাইবার চেষ্টা করেন; জনগণ হইতে বিচ্ছিন্ন হওয়ার দরুন এই ধরনের উগ্র ও বিকৃত মানসিকতা দেখা দেওয়া মােটেও বিচিত্র নয়। এইভাবে ভুল কর্মসূচী গ্রহণের ফলে সম্ভাবনাময় কমিউনিষ্ট পার্টির বিভিন্ন গণসংগঠন যদিও জাঙ্গিয়া চুরমার হইয়া গেল তবুও তাহাদের সংগ্রামের ফলে সৃষ্ট সাধারণ সরকার বিরােধী মনোভাব আওয়ামী লীগ সংগঠনকে অগ্রযাত্রায় বহুলভাবে সহায়তা করিয়াছিল। ইলা মিত্রের জবানবন্দী
| তখনকার দিনে ধৃত কমিউনিষ্ট পার্টি সংগঠক, কর্মী ও সমর্থকদের উপর কিরূপ পাশবিক দৈহিক নির্যাতন করা হইত নাচোল এলাকার সাঁওতাল কৃষক বিদ্রোহের নেত্রী কমরেড ইলা মিত্রের উপর অকথ্য দৈহিক নির্যাতন উহার একটি লোমহর্ষক নিদর্শন। ১৯৫০ সালের ৫ই জানুয়ারী সাঁওতাল কৃষক ও পুলিশ সংঘর্ষে তিনজন মুসলমান ও একজন হিন্দু পুলিশ নিহত হয়। এ কারণেই ৭ই জানুয়ারী রোহনপুর স্টেশনে ইলা মিত্র গ্রেফতার হন। গ্রেফতারের পর পুলিশ ইলা মিত্রের উপর অকথ্য অত্যাচার করে। স্পর্শকাতর ও ক্ষুব্ধ মনের তাড়নায় আমি সর্বসাধারণের জ্ঞাতার্থে ইলা মিত্রের রাজশাহী কোর্টে দেয় জবানবন্দীটি ঢাকার ঠাটারীবাজারের মনমােহন প্রেস’ হইতে অতি গােপনে ইস্তেহার আকারে ছাপাইয়া সন্তর্পণে পূর্ব পাকিস্তানের সর্বত্র বিলির ব্যবস্থা করি। মূল জবানবন্দীটি ইংরেজীতে ছিল। ইংরেজী ও উহার বঙ্গানুবাদ আমি উক্ত প্রেস হইতেই ছাপাই। অন্য কোন প্রেস মালিক মুসলিম লীগ
সরকারের ভয়ে ইহা ছাপাইতে রাজী হয় নাই। মনােমােহন বাবু সর্বপ্রকার ঝুকি লইয়াই কাজটি করিয়াছিলেন। তিনি তখনকার মত পরিস্থিতিতে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়াছেন, আমি অদ্যাবধি কৃতজ্ঞতার সহিত তাহা স্মরণ করি। ইস্তেহারটির বিবরণ
“কেসটির ব্যাপারে আমি কিছুই জানি না। বিগত ৭-১-৫০ তারিখে আমি রােহনপুরে গ্রেফতার হই এবং পরদিন আমাকে নাচোলে লাইয়া যাওয়া হয়। যাওয়ার পথে পুলিশ। আমাকে মারধর করে এবং তাহার পর আমাকে একটি সেলের মধ্যে লইয়া যাওয়া হয়। হত্যাকাণ্ড সম্পর্কে সবকিছু স্বীকার না করিলে আমাকে উলঙ্গ করিয়া দেওয়া হইবে এই বলিয়া এস,আই, আমাকে হুমকি দেয়। আমার যেহেতু বলিবার মত কিছু ছিল না, কাজেই তাহারা আমার সমস্ত কাপড়-চোপড় খুলিয়া নেয় এবং সম্পূর্ণ উলঙ্গভাবে সেলের মধ্যে আমাকে বন্দী করিয়া রাখে।
আমাকে কোন খাবার দেওয়া হয় নাই, একবিন্দু জল পর্যন্তও না। সেইদিন সন্ধ্যা বেলাতে এস,আই-এর উপস্থিতিতে সিপাইরা তাহাদের বন্দুকের বাট দিয়া আমার মাথায় আঘাত করিতে শুরু করে। সেই সময় আমার নাক দিয়া প্রচুর রক্ত পড়িতে থাকে। ইহার পর অমির কাপড়-চোপড় আমাকে ফেরত দেওয়া হয় এবং রাত্রি প্রায় বারােটার সময় সেল হইতে আমাকে বাহির করিয়া সম্ভবতঃ এস,আই-এর কোয়ার্টারে লইয়া যাওয়া হয়। তবে এই ব্যাপারে আমি খুব নিশ্চিত ছিলাম না। | যে কমিটিতে আমাকে লইয়া যাওয়া হইল, সেইখানে স্বীকারােক্তি আদায়ের জন্য তাহারা নানারকম অমানুষিক পদ্ধতিতে চেষ্টা চালাইল। দুইটি লাঠির মধ্যে আমার পা দুইটি ঢুকাইয়া চাপ দেওয়া হইতেছিল এবং সেই সময় আমার চারি ধারে যাহারা দাড়াইয়াছিল তাহারা বলিতেছিল যে, আমাকে পাকিস্তান ইনজেকশন দেওয়া হইতেছে। এই নির্যাতন চলিবার সময় তাহারা একটি রুমাল দিয়া আমার মুখ বাঁধিয়া দিয়াছিল। জোর করিয়া আমাকে কিছু বলাইতে না পারিয়া তাহারা আমার চুলও উপড়াইয়া ফেলিয়াছিল। সিপাইরা আমাকে ধরাধরি করিয়া সেলে ফিরাইয়া লইয়া গেল, কারণ সেই নির্যাতনের পর আমার পক্ষে আর হাঁটা সম্ভব ছিল না। সেলের মধ্যে আবার এস,আই, সিপাইদিগকে চারটি গরম সিদ্ধ ডিম আনিবার হুকুম দিল এবং বলিল “এইবার সে কথা বলিবে।” হ্যর পর চারপাঁচজন সিপাই আমাকে জোরপূর্বক ধরিয়া চিৎ করিয়া শোয়াইয়া রাখিল এবং একজন আমার যৌন অঙ্গের মধ্যে একটি গরম সিদ্ধ ডিম ঢুকাইয়া দিল। আমার মনে হইতেছিল, আমি যেন আগুনে পুড়িয়া যাইতেছি ইহার পর আমি অজ্ঞান হইয়া পড়ি। | ৯-১-৫০ তারিখের সকালে যখন আমার জ্ঞান হইল, তখন উপরােক্ত এস,আই, এবং কয়েকজন সিপাই আমার সােলে আসিয়া তাহাদের বুট দ্বারা আমার পেটে লাথি মারিতে শুরু করিল । ইহার পর আমার ডান পায়ের গােড়ালীতে পেরেক ফুটাইয়া দেওয়া হইল। সেই সময় আধা অচেতন অবস্থায় পড়িয়া থাকিয়া আমি এস,আই,কে বিড় বিড় করিয়া বলিতে শুনিলাম, ‘আমরা আবার রাত্রে আসিতেছি এবং তুমি যদি স্বীকার না করাে তাহা হইলে
সিপাইরা একে একে তােমাকে ধর্ষণ করিবে।’ গভীর রাত্রিতে এস,আই, এবং সিপাইরা ফিরিয়া আসিল এবং পুনরায় সেই হুমকি দিল। কিন্তু আমি যেহেতু তখনাে কিছু বলিতে রাজী হইলাম না, তখন তিন-চারজন আমাকে ধরিয়া রাখিল এবং একজন সিপাই সত্যি সত্যি আমাকে ধর্ষণ করিতে শুরু করিল। ইহার অল্পক্ষণ পরই আমি অজ্ঞান হইয়া পড়িলাম।
পরদিন ১০-১-৫০ তারিখে যথন জ্ঞান ফিরিয়া আসিল তখন আমি দেখিলাম যে, আমার দেহ হইতে দারুণভাবে রক্ত ঝরিতেছে এবং আমার কাপড়-চোপড় রক্তে সম্পূর্ণ ভিজিয়া গিয়াছে। সেই অবস্থাতেই আমাকে নাচোল হইতে নবাবগঞ্জ লইয়া যাওয়া হইল। নবাবগঞ্জ জেলগেটের সিপাইরা জোরে দুষি মারিয়া আমাকে অভ্যর্থনা জানাইল।
| সেই সময় আমি একেবারে শয্যাশায়ী অবস্থায় ছিলাম। কাজেই কোর্ট ইন্সপেক্টর এবং কয়েকজন সিপাই আমাকে একটি সেলের মধ্যে বহন করিয়া লইয়া গেল। তখনও আমার রক্তপাত হইতেছিল এবং বেশ জ্বর ছিল। সম্ভবতঃ নবাবগঞ্জ সরকারী হাসপাতালের একজন ডাক্তার সেই সময় জ্বর দেখিয়াছিলেন ১০৫ ভিশ্রী। যখন তিনি আমার কাছে আমার দারুণ রক্তপাতের কথা শুনিলেন, তখন তিনি আমাকে আশ্বাস দিলেন যে, একজন মহিলা নার্সের সাহায্যে আমার চিকিৎসা করা হইবে। আমাকে কিছু ঔষধ এবং কয়েক টুকরা কম্বল দেওয়া
১১-১-৫০ তারিখে সরকারী হাসপাতালে নার্স আমাকে পরীক্ষা করিলেন। তিনি আমার অবস্থা সম্পর্কে কি রিপাের্ট দিয়াছিলেন, সেইটি আমি জানি না। তিনি আসিবার পর আমার পরণে যে রক্তমাখা কাপড় ছিল তাহা পরিবর্তন করিয়া একটি পরিষ্কার কাপড় দেওয়া হইল। এই সময়টিতে আমি নবাবগঞ্জ জেলের একটি সেলে একজন ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম । আমার শরীরে খুব জ্বর ছিল। তখনাে আমার দারুণ রক্তপাত হইতেছিল এবং মাঝে মাঝে আমি অজ্ঞান হইয়া যাইতেছিলাম।
১৬-১-৫০ তারিখে সন্ধ্যাবেলায় আমার সেলে একটি চোর লইয়া আসা হইল এবং আমাকে বলা হইল যে, পরীক্ষার জন্য আমাকে অন্য জায়গায় যাইতে হইবে। খুব বেশী শরীর খারাপ থাকিবার জনা আমার পক্ষে নড়াচড়া করা সম্ভব নয়, এই কথা বলায় লাঠি দিয়া আমাকে আঘাত করা হইল এবং স্ট্রেচারে উঠিতে আমি বাধ্য হইলাম। ইহার পর আমাকে অন্য এক বাড়ীতে লইয়া যাওয়া হইল। আমি সেইখানে কিছুই বলি নাই, কিন্তু সিপাইরা জোর করিয়া একটি সাদা কাগজে আমার সই আর্দায় করিল। তখন আমি অর্ধচেতন অবস্থায় খুব বেশী জুত্রের মধ্যে ছিলাম। যেহেতু আমার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাইতেছিল সেইজন্য পরদিন আমাকে নবাবগঞ্জ সরকারী হাসপাতালে পাঠানাে হইল। ইহার পর যখন আমার শরীরের অবস্থা আরাে সংকটাপন্ন হইল, তখন আমাকে ২১-১-৫০ তারিখে নবাবগঞ্জ হইতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনিয়া সেইখানকার জেল হাসপাতালে ভর্তি করিয়া দেওয়া হইল। | কোন অবস্থাতেই আমি পুলিশকে কিছু বলি নাই এবং উপরে যাহা বলিয়াছি তাহার বেশী আমার আর বলিবার কিছু নাই।”
ইলা মিত্রের জবানবন্দী এখানেই শেষ। উল্লেখ্য যে, ৫ই জানুয়ারী (১৯৫০) সাঁওতাল চাষীরা জোরপূর্বক জোতদারদের জমির ধান কাটিতে গেলে স্থানীয় নাচোল থানার এ,এস,আই, তফিজুদ্দিন আহমদ কয়েকজন কনেস্টেবলসহ অকুস্থলে গমন করেন। সংঘর্ষের পরিণামে সাঁওতাল চার্থীরা সশস্ত্র বিপ্লবের বিভিন্ন ধ্বনি দিতে দিতে এ,এস,আই, ‘তফিজুদ্দিন ও তিনজন কনেষ্টেবলকে আক্রমণ করে। সাঁওতাল চাষীরা রাইফেল কাড়িয়া লইয়া তাহাদিগকে হত্যা করিয়া মাটির নীচে পুঁতিয়া রাখে। ঘটনার পরই কমরেড় ইলা মিত্রের স্বামী কমরেড হাবুল মিত্র সীমান্ত পার হইয়া পশ্চিমবঙ্গ পলায়ন করেন এবং ৭ই জানুয়ারী (১৯৫০) সাঁওতাল বেশে রােহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকাকালে কমরেড ইলা মিত্র গ্রেফতার হন।
উপরে বর্ণিত অত্যাচার ও নির্যাতন হইতেই প্রতীয়মান হয় যে, তখনকার দিনে কমিউনিষ্ট পার্টি কর্মী বা সমর্থক হওয়া কত বড় ঝুঁকি ছিল। আগেই বলিয়াছি, ইহা ছিল নেতৃত্বের হঠকারী নীতির ফল। ইহার দরুন কমিউনিষ্ট পার্টি ক্রমশঃ দুর্বল ও নিস্তেজ হইয়া পড়িল। ১৯৫১ সালে পার্টি পলিসি পরিবর্তিত হইলেও পাকিস্তানে কমিউনিষ্ট পার্টি পূর্বোদ্যমে প্রকাশ্য রাজনীতি ও সংগঠন কথনাে করিতে পারে নাই। তবে ইহা অনস্বীকার্য যে, কমিউনিষ্ট পার্টি নেতৃবর্গ অতি সীমিত শক্তি সত্ত্বেও বিভিন্ন প্রগতিশীল গণআন্দোলনে সক্রিয় অবদান রাখিয়াছেন এবং এই ধরনের প্রতিটি গণআন্দোলনে পরেক্ষি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করিয়াছেন। ইয়ার মােহাম্মদের অবদান | পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ অফিস ৯৪ নং নবাবপুর রোডে স্থানান্তরিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত জনাব ইয়ার মােহাম্মদ খানের বাড়ী ১৮নং কারকুন বাড়ী লেনেই নব গঠিত পূর্ব পাকিতান আওয়ামী মুসলিম লীগের সদর দফতর ছিল। সংগঠনের প্রাণ ও সজাপতি মওলানা ভাসানী স্বয়ং ইয়ার মােহাম্মদ খান সাহেবের গৃহেই তাহার পরিবারের অন্যতম শ্রদ্ধাভাজন সদস্য হিসাবেই বসবাস করিতেন। ইয়ার ভাইয়ের স্ত্রীই বৃদ্ধ মওলানা ভাসানীর সর্বপ্রকার পরিচর্যা করিতেন। দ্বিতলে সর্বক্ষণ অগণিত নেতা, কর্মী ও দর্শকদের আসাযাওয়ার ফলে ইয়ার ভাইয়ের পারিবারিক গােপনীয়তা রক্ষা করা সম্ভব ছিল না। এইগুলি স্বচক্ষে দেখিয়াছি ও মর্মে মর্মে উপলব্ধি করিয়াছি; সেই যুগে ঢাকাবাসীদের পর্দানশীন অন্দরে পর-পুরুষের প্রবেশ কল্পনার অতীত। ইয়ার ভাই, তাহার স্ত্রী ও সস্তানেরা সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করিয়া যে উচ্চমন ও সহনশীলতার পরিচয় দিয়াছেন, দেশ ও জাতি সমের সহিত তাহাদের সেই ঐতিহাসিক অবদানকে স্বীকার করিবে। যে সমাজ ও যে জাতি পূর্বসূরীদের দান বেমালুম ভূলিয়া যায়, বা তাহাদের অবদান সম্পর্কে সচেতনতার পরিচয় দিতে পারে না, সেই জাতি সৌভাগ্য সােপানে আরোহণের উপযুক্ততাই হারাইয়া ফেলে এবং জাতি হিসাবেও বিশ্বসমাজে কখনও সম্মান পায় না। অতীতই অগ্রযাত্রার পথে উৎসাহ জাগায়। জনাব ইয়ার মােহাম্মদ খান অর্থ বিত্তশালী রাজনীতিবিদ। আর্থিক শক্তির অভাবে অনেক সন্থাবনাময় রাজনৈতিক আন্দোলন দারুণভাবে ব্যাহত হয়। জনাব ইয়ার
মােহাম্মদ খান সাধ্যানুযায়ী আর্থিক সাহায্য দানে আওয়ামী লীগকে প্রাথমিক পর্যায়ে প্রচুর
সাহায্য ও সহায়তা করিয়াছেন। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা
তদানীন্তন দৈনিক পত্রিকাগুলি কদাচিৎ সরকার বিরােধী সংগঠনের সংবাদ প্রকাশ করিত। এমনকি জনগণের বিভিন্ন সমস্যাও দৈনিক পত্রিকাগুলির পৃষ্ঠায় স্থান পাইত না। তাই, মওলানা ভাসানী সাপ্তাহিক ইত্তেফাক’ প্রকাশের অনুমতি নিলেন। জনাব আছগর হােসেন এম,এল,এ-এর ঢাকায় ৭৭নং মালিটোলা বাসস্থানে অবস্থিত ছাপাখানা হইতে সাহিক ইত্তেফাক ১৫ই আগস্ট (১৯৪৯) প্রকাশিত হয়। কিছুকাল পর ঢাকার কলতাবাজারে অবস্থিত করিম প্রিন্টিং প্রেস হইতে প্রকাশিত হইতে থাকে কিন্তু সরকারী হামলার ভয়ে মুদ্রণালয়গুলি সাপ্তাহিক ইত্তেফাক ছাপাইতে অস্বীকার করিল। সুতরাং অনুমতি প্রার্থনাকালে মজলুম নেতা মলানা ভাসানীর স্থলে জনাব ইয়ার মােহাম্মদ খান অত্র সাপ্তাহিক ইত্তেফাকের প্রকাশক ও মুদ্রার হইলেন। ৯নং হাটখােলা রােডে অবস্থিত প্যারামাউন্ট প্রেস হইতে মুদ্রিত ও ১৪নং নবাবপুর রেডি হইতে তফজিল হােসেন (মানিক মিয়া)-এর সম্পাদনায় প্রকাশিত হইতে থাকে। শহীদ সােহরাওয়ার্দী ও ইন্সর মােহাম্মদ খান এই সরকার বিরােধী পত্রিকা ও আওয়ামী লীগ মুখপত্র সাহিক ইত্তেফাকের অর্থ যােগান দিতেন। সাপ্তাহিক বা দৈনিক ইত্তেফাকের আর্থিক সমস্যা মােকাবিলায় পূর্ব পাকিস্তান সরকারের তদানীন্তন সেক্রেটারী (সচিব) জনাব আজগর আলী শাহ (আই,সি,এস, বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস)-এর অবদান অপরিসীম। জনাব তফাজ্জল হােসেন কলিকাতা হইতে ঢাকা আগমন , করিবার পর জনাব খয়রাত হােসেনকে সঙ্গে লইয়া ইয়ার মােহাম্মদ খানের সহিত দেখা করেন ও ইত্তেফাক পত্রিকার সমস্যাবলী সম্পর্কে বিশদ আলােচনা করেন। যেহেতুজনাব তফাজ্জল হােসেন পূর্বে কলিকাতার দৈনিক ইত্তেহাদের সহিত সংশ্লিষ্ট ছিলেন, সাংবাদিকতার অভিজ্ঞতাও তাহার আছে; তদুপরি তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের পোড়া সমর্থক; সেহেতু আলােচনায় স্থির হয় যে, অতঃপর জনাব ফজল হােসেন সাপ্তাহিক ইত্তেফাক সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করিবেন। সিদ্ধান্ত গ্রহণের পর জনাব ইয়ার মােহাম্মদ খান লিখিতভাবেই জন্মৰ তফাজ্জল হােসেনকে ‘উক্ত ক্ষমতা দান করেন। মওলানা ভাসানী ইহার প্রতিষ্ঠাতা ও জনাব ইয়ার মােহাম্মদ খান প্রকাশক ও মুদ্রাকরহিয়া গেলেন। এইভাবে ১৯৫১ সালের ১৪ই আগস্ট জনাব তফাজ্জল হােসেন সাপ্তাহিক ইত্তেফাক সম্পাদনার সর্বময় ক্ষমতাপ্রাপ্ত হন। অতঃপর তাঁহার সুযােগ্য সম্পাদনায় ও পরিচালনায় এবং সর্বজনাব আবদুল ওয়াদুদ, আবদুল আউয়াল ও নূরুল ইসলামের সক্রিয় সহায়তায় সাপ্তাহিক ইত্তেফাক জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়। ১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করিয়া এই জনপ্রিয় সাপ্তাহিকটি দৈনিক করিবার ব্যবস্থা গৃহীত হয় এবং সেই অনুযায়ী ১৯৫৩ সালের ২৪শে ডিসেম্বর ইত্তেফাক দৈনিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করে। মােজাম্মেল হক ও আবদুল কাদের দৈনিক ইত্তেফাকের জলগ্ন হইতে তাহাদের অন্তি শ্রমে ইহাকে দাড় করান। সে সময় প্যারামাউন্ট প্রেসের মালিক জনাব হাবিবুর রহমান তার নিজের কামড়া খানিও দৈনিক ইত্তেফাকের কাজের জন্য ছাড়িয়া দেন। উপরোক্ত ব্যবস্থাপনা অটুট থাকে। অর্থাৎ মওলানা সানী ইহার প্রতিদ্বক্তা, ইয়ার মােহাম্মদ খান ইহার
নির্বাচনের অব্যবহিত পরই বােধহয় কোন কোন অবাঞ্ছিত মহলের প্ররােচনায় দৈনিক ইত্তেফাকের পৃষ্ঠায় প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর বিরুদ্ধে বিষােদগার শুরু হয়। জনাব ইয়ার মােহাম্মদ খান এই অপতৎপরতার প্রতি সম্পাদক জনাব তফাজ্জল হােসেনের দৃষ্টি আকর্ষণ করেন। মওলানা ভাসানীর সগ্রামী বিবৃতি ও বক্তৃতা যুক্তফ্রন্টের অনেকেরই চক্ষুশূল ছিল। তাই স্বার্থান্বেষী গােষ্ঠীর প্ররােচনায় পূর্ব পাকিস্তানের তদানীন্তন উজীরে আলা (এপ্রিল-মে ১৯৫৪) শেরে বাংলা এ,কে, ফজলুল হকের নির্দেশে ঢাকা জিলার তদানীন্তন প্রশাসক সিলেট নিবাসী ইয়াহিয়া চৌধুরী ১৯৫৪ সালের ১৪ই মে পভীর রাত্রে অন্যায়ভাবে ইয়ার মােহাম্মদ খানের অজ্ঞাতসারেই সম্পাদক জনাব তফাজ্জল হােসেনকেই ইত্তেফাকের প্রিন্টার ও পাবলিশার করিবার ব্যবস্থা করেন। ইহার পর হইতেই দৈনিক ইত্তেফাকের শিরােনামায় মওলানা ভাসানী আর প্রতিষ্ঠাতা’ রূপে নয় বরং পৃষ্ঠপােষক’ হিসাবে স্থান পাইতে থাকেন। উল্লেখ্য যে, সংগঠনের বৃহত্তর স্বার্থেই মওলানা ভাসানী ও জনাব ইয়ার মােহাম্মদ খান ইত্তেফাকের উপর নিজেদের মালিকানা প্রতিষ্ঠার জন্য আদালতের আশ্রয় গ্রহণ করেন নাই। এইদিকে কালের করাগ্রাসে দৈনিক ইত্তেফাকের শিরােনাম হইতে পৃষ্ঠপােষক মওলানা ভাসানীর নাম চিরতরে উধাও বা তিরােহিত হইয়া গেল। মওলানা ভাসানীর মত জনপ্রিয় দেশবরেণ্য নেতাকেই যখন ননাংরা রাজনীতির চোরাগােপ্তা মারের নিকট হার মানিতে হয়, তখন দেশের সাধারণ মানুষ অর্থাৎ যারা ইত্তেফাকেরই লুব্ধকের ভাষায় ‘আকালু শেখ’, তারা কোন ছার! মওলানা ভাসানী, শামসুল হক এবং শেখ মুজিবের গ্রেফতার
প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান (ভাসানী) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শামসুল হকের সুযােগ্য নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের দোষত্রুটি জনসমক্ষে তুলিয়া ধরিবার কার্যে আত্মনিয়োগ করিল। খাদ্যাভাব দেখা দিলে, বাজারে খাদ্যদ্রব্যের চড়া দামের প্রতিবাদে ১৯৪৯ সালের অক্টোবর মাসে ঢাকা আরমানিটোলা ময়দানে মওলানা ভাসানীর সভাপতিত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াবাদি লিয়াকত আলী খান সেই সময় পূর্ব পাকিস্তান সফরে ঢাকা আসিয়াছিলেন এবং ঢাকা গভর্ণমেন্ট হাউসে অবস্থান করিতেছিলেন। লিয়াকত আলী খানের দৃষ্টি আকর্ষণ করিবার নিমিত্ত মওলানা ভাসানীর নেতৃত্বে সভা হইতে এক বিরাট বিক্ষোভ মিছিল গভর্নমেন্ট হাউস অভিমুখে রওয়ানা হয়। মাগরিবের নামাজের সময় মিছিলটি ঢাকা (ফুলবাড়িয়া) রেলওয়ে স্টেশনের নিকটবর্তী নাজিরাবাজার রেলওয়ে ক্রসিং-এর নিকটবর্তী হইলে পুলিশ বাহিনী বাধা দান করে এবং কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে। ঘটনাস্থলেই মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জনাব শামসুল হক ও আরাে অনেকেই গ্রেফতার হইয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবদ্ধ হন। পুলিশের লাঠিচার্জে জনাব ওয়াদুদ ও জগন্নাথ কলেজের ছাত্র মফিজুল্লাহ গুরুতরভাবে আহত হইযা হাসপাতালে নীত হন। শেখ মুজিবুর রহমান ঘটনাস্থল হইতে পুলিশের চোখে ধূলা দিয়া কাটিয়া পড়িলেন এবং গ্রেফতারী পরােয়ানা থাকায় আত্মগোপন করিলেন।
আত্মগােপনাবস্থায় সর্বজনাব আবদুল হামিদ চৌধুরী, মােল্লা জালালউদ্দিন ও আমার সহিত মােল্লা সাহেবের খাজে দেওয়ানস্থ আস্তানায় তাহার রাজনৈতিক আলােচনা অনুষ্ঠিত হয়। অতঃপর জনাব সােহরাওয়ার্দীর নির্দেশ গ্রহণের জন্য শেখ মুজিবর রহমান লাহাের পৌঁছান এবং তথায় এক সাংবাদিক সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের সামগ্রিক অবস্থা বয়ান করেন। উল্লেখ্য যে, লাহাের হইতে প্রত্যাবর্তনের পর ১৯৫০ সালের ১লা জানুয়ারী শেখ মুজিবুর রহমান আত্মগােপনাবস্থায় পুলিশ কর্তৃক গ্রেফতার হন। তাঁহাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা বন্দী হিসাবে আটক রাখা হয়।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের গ্রেফতারে আতঙ্কিত হইয়া আওয়ামী লীগ সহ-সভাপতি সাখাওয়াত হােসেন ও সহ-সম্পাদক এ,কে,এম, রফিকুল হােসেন সংবাদপত্রে (দৈনিক আজাদে) বিবৃতি দিয়া আওয়ামী লীগ হইতে পদত্যাগ করেন। নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে অগ্রণী হইয়া আসা দূরে থাকুক বরং আওয়ামী মুসলিম লীগ সহ-সভাপতি আতাউর রহমান খান অধ্যয়নরত সন্তানদের দেখার অজুহাতে ঢাকা ত্যাগ করিয়া ভারতীয় আসাম প্রদেশের রাজধানী শিলং চলিয়া যান। সাম্প্রদায়িক কলহ
ভারত বিভাগ হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক মনােভাব তিরােহিত করিতে ব্যর্থ হয়। স্বাধীনতা প্রাপ্তির অব্যবহিত পরই উভয় পাঞ্জাবে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার পর পূর্ব পাঞ্জাব হইতে মুসলমান জ্বন ও পশ্চিম পাঞ্জাব হইতে হিন্দু জনতা স্ব-স্ব ভিটা-বাড়ী, জোতজমি, ব্যবসা-বাণিজ্য, বন্ধু-বান্ধব, আক্ষ্মীয়-স্বজন ও মান-ইজ্জত হারাইয়া যথাক্রমে পাকিস্তান ও হিন্দুস্থানে হিজরত করে। অপ পূর্ববঙ্গ হইতে লক্ষ লক্ষ হিন্দু অধিবাসীও সর্বস্ব ত্যাগ করিয়া পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে এবং বাস্তুহারা পরিচয়ে পরিচিত হয়। তেমনি বিহার, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ হইতে হাজার হাজার মুসলমান স্বীয় বাস্তভিটা ত্যাগ করিয়া পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পাকিস্তানের হিজরতকারীরা মােহাজের নামে পরিচিত হয়।
১৯৫০ সালে কলিকাতায় ভারতীয় ডেপুটি প্রধানমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের আপত্তিকর ও উস্কানিমূলক বক্তৃতার পর পরই কলিকাতাসহ পশ্চিম বঙ্গের বিন্নি এলাকায় পাইকারী হারে মুসলিম নিধনযজ্ঞ আরম্ভ হয়। ইহারই প্রতিক্রিয়ায় ১৯৫০ সালের ক্ৰেয়ারী মাসে ঢাকা ও অন্যান্য জায়গায় নারকীয় কাণ্ড-কারখানা শুরু হইয়া যায়। স্বচক্ষে দেখিয়াছি, হিন্দু-দরদী সাজিয়া হিন্দুদের সােনা-গহনা হিরা-জহরত, খাট-পালংক, ড্রেসিং টেবিল ও অন্যান্য মূল্যবান অস্থাবর সম্পত্তি কিভাবে আত্মসাৎ করা হইয়াছে; কিভাবে স্থাবর সম্পত্তি জলের দরে বা ফাকির জালে একশ্রেণীর মানুষের করায়ত্ত হইয়াছে। এই শ্রেণীর মানুষের অনেকেই আবার প্রগতিশীল’। পক্ষান্তরে উভয় দেশের রাজনৈতিক দল, নেতা ও কর্মীরা এই নির্মম হত্যাকাণ্ড ও প্রতারণার জন্য দায়ী।
বিভাগােত্তর সংখ্যালঘু সমস্যা
আমরা স্বল্প সংখ্যক তরুণ সাম্প্রদায়িক হত্যা বন্ধ করিবার প্রতিজ্ঞায় ১৯৫০ সালের ১৪ই ফেব্রুয়ারী সুপারিন্টেল্ডিং ইঞ্জিনীয়ার বাবু জেসি, দাসের ৮নং র্যাকিনস্ট্রটিন্থ বাসভবনের সম্মুখ চত্বরে মহপ্রাণ নাগরিকদের এক সভা আহবান করি। উক্ত সভায় নিম্নোক্ত ব্যক্তিদের সমস্বয়ে ঢাকা শাস্তি রিলিফ কমিটি গঠিত হয়ঃ জনাব মােশাররফ হোসেন বি,সি,এস,
সভাপতি শ্রী জে,সি,দাস, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার
সহ-সভাপতি জনাব মীর্জা আব্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট (সাবেক ক্যাপটেন, কলিকাতা মােহামেডান স্পােটিং) জনাব হামিদুর রসুল, ট্যাক্সেশন কমিশনার
সহ-সভাপতি জনাব অলি আহাদ
সাধারণ সম্পাদক উক্ত সভাতেই এই কমিটির একটি এক্সিকিউটিভ বডিও গঠিত হয়- ইহার সদস্য ছিল ১৩ জন। আমরা পশ্চিমবঙ্গ হইতে আগত উদ্বাস্তু পরীক্ষার্থী ছাত্রদের পরীক্ষার ব্যবস্থার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহিত সাক্ষাৎ করি। কর্তপক্ষ আমাদের উপরোক্ত দাবীর যৌক্তিকতা মানিয়া নেন। সরেজমিনে অভিজ্ঞতা লাক্তের উদ্দেশ্যে ভারত হইতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘােষ ও নিখিল ভারত কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিস মৃদুলা সরাভাই এক শুভেচ্ছা মিশনে ঢাকা আগমন করেন। গুলিস্থান ঢাকা রেট হাউসে আমরা ঢাকা শান্তি কমিটির তরফ হইতে তাহাদের সহিত এক সৌজন্য ও শুভেচ্ছা বৈঠকে মিলিত হই। মত বিনিময়কালে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘােষ আমাদের সান্ত্বনা ও উৎসাহ 47400 OR “Determined minority rules the world”.
আমার সংঘাত ও ঝজির্জরিত জীবনে তাহার এই মন্তব্যটি আজও প্রতিনিয়ত আমার মনে সাহস ও ভরসা যােগায়। ইহাই বােধহয় মহৎ ও সৎ চরিত্রের যাদুকরী শক্তি। ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘােষ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন। কালােবাজারী, মুনাফাখাের, বণিক শ্রেণী ও দূনীতিবাজদের বিরুদ্ধে সরকারী পণ্ড কঠোরভাবে ব্যবহার করিবার অপরাধে ধনিক বণিক ও অসৎ রাজনীতিবিদদের চক্রান্তে তাহাকে ১৯৪৮ সালের ১৫ই জানুয়ারী পদত্যাগ করিতে হয়। কায়েমী স্বার্থের যুপকাষ্ঠে সৎ শাসকদের যে কিভাবে বলী হইতে হয় ইহাই তাহার প্রকৃষ্ট দৃষ্টান্ত।
সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামায় বিচলিত লিয়াকত আলী খান সংকীর্ণতার উর্ধ্বে উঠিয়া অর্থহীন মান-মর্যালরি প্রশ্ন ভুলিয়া স্বীয় উদ্যোগে রঙ্গীয় প্রধানমন্ত্রীর সহিত বৈঠকে মিলিত বইতে দিল্লী গমন করেন। বৈঠকে উভয় দেশের সংখ্যালঘুদের রক্ষাকল্পে লিয়াকত-নেহরু প্যাক্ট স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানের স্বার্থে ও দিল্লীর মুসলমানদের আনমাল ইজ্জত বাঁচাইবার জন্য মহাত্মা গান্ধী ১৯৪৮ সালের ১লা জানুয়ারী হইতে ১৮ই, জানুয়ারী পর্যন্ত নেহরু সরকার ও হিন্দু দাঙ্গাবাজদের বিরুদ্ধে একটানা অনশন করিয়া স্বীয় দাবী আদায় করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে মহাত্মাজী ও লিয়াকত আলী খানের এই উদ্যোগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকিবে। গান্ধীজীর মত মহৎ প্রাণ ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারী প্রার্থনা সভায় ধর্মান্ধ আততায়ীর হস্তে গুলীবিদ্ধ হইয়া প্রাণত্যাগ করেন। লিয়াকত আলী খানও নিহত হইয়াছিলেন ঘাতকের নিষ্ঠুর বুলেটে। এইভাবে যুগে যুগে বহু মহৎ প্রাণকে ধরাধাম ত্যাগ করিতে হইয়াছে। | ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় হইতে বহিস্কৃত হইবার পর হইতেই আমার অঙ্গ ভ্রাতৃদ্বয় আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ক্ষমা প্রার্থনা করিবার জন্য চাপ দিতেছিলেন। লন্ডনে “একচুয়ারী” পড়িতেও তাহারা পরামর্শ দিতেছিলেন। যে ভাই আমাকে রাজনীতি করিতে বাধা দিতেন না, সেই ভাই ডঃ এ, করিম তখন পি,এইচ,ডি করিতে বিদেশে অবস্থান করিতেছিলেন। ভাইদের পরামর্শ গ্রহণ করা আমার পক্ষে সব হইল না। তাই অন্যায়ের প্রতিকার করিবার উদ্দেশ্যে রক্সিনীতি করিবার সংকল্প লইয়াই অবশেষে গৃহত্যাগ করি এবং অজসম তােয়াহা ভাইয়ের ঢাকার যােগীনগর বাসায় আশ্রয় লই। তােয়াহা সাহেবের স্ত্রী আমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ও স্নেহপরায়ণা ছিলেন। তাহার স্নেহের ঋণ শােধ করা আমার পক্ষে কখনাে সম্ভব হইবে না। দারুণ আর্থিক সংকটে বিকম পরীক্ষা | বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হইলে ১৯৫০ সালে আমি বি,কম, পরীক্ষা দিবার সিদ্ধান্ত নিলাম। লজ্জায় কাহাকেও আর্থিক অনটলের কথা বলিতে পারিনা। অবিভক্ত বঙ্গীয় মুসলিম লীগের প্রগতিশীল গােষ্ঠীর অন্যতম নেতা জনাব এম,এ, জলিল আমার পরীক্ষার ফী ও অন্যান্য প্রয়োজনীয় অর্থ যোগান দেন। মামুলী প্রশংসা ঝুতি বাক্য ব্যবহার করিয়া আজ তাঁহাকে আমি ছােট করিব না। ভারত বিভাগ পূর্ব বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের দার্শনিক বিপ্লবী নেতা আবুল হাশিম কর্তৃক প্রতিষ্ঠিত ও সুসাহিত্যিক কাজী মোহাম্মদ ইদ্রিস কর্তৃক সম্পাদিত সাপ্তাহিক মিল্লাত কলিকাতার ওয়েইলসলী ৩নং স্ট্রীট ইস্টার্ণ পাকিস্তান প্রিন্টিং প্রেস হইতে জনাব এম,এ,জলিল কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হইত। মুসলিম লীগের বিপ্লবী প্রগতিশীল অংশের মূখপত্র ছিল সাপ্তাহিক মিল্লাত। সেইদিনকার মত সংকটাপন্ন সময়ে তাহার আর্থিক সাহায্য না পাইলে আমার বি,কম, পরীক্ষা বােধহয় দেওয়া সম্ভব হইত না। তিনি বলিতেন, রাজনৈতিক জীবনে পর্বতপ্রমাণ বাধা-বিপত্তি আসে। পারস্পরিক সহযােগিতার মাধ্যমেই রাজনৈতিক জীবনে অগ্রযাত্রা সম্ভব। তিনি আমাকে সর্বদাই সান্ত্বনা দিতেন; বলিতেন, ইহা পান নহে, ইহার দ্বারা আমি আমার রাজনৈতিক দায়িত্বই পালন করিতেছি। | কিছুকালের মধ্যেই আরেক সমস্যা দেখা দিল। তােয়াহা ভাই ও ভাবী আমার পরীক্ষার মাত্র কিছুকাল আগে তাঁহাদের গ্রামের বাড়ীতে গেলেন। তাঁহাদের অনুপস্থিতিতে আমাকে অনেক দিন শুধু ছাতু ডিজাইয়া সেই ছাতুর নাড়ু খাইয়াই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করিতে হইয়াছে। পাশ্ববর্তী বাড়ীতেই আবুল হাসানাত ও আবুল বরকত ভ্রাতৃদ্বয় থাকিতেন। তাহারা আমার প্রাণপ্রিয় বন্ধু; কিন্তু তাহাদের নিকট ইহা প্রকাশ করা আমার চরিত্র বিরুদ্ধ। বােধহয় আবুল বরকত কিছুটা আঁচ করে এবং আমাকে তাঁহার সহিত আহার করিতে অনুরােধ
জানায়। আমি নানা কথার ফাঁকে তাহা এড়াইয়া যাই।
পরীক্ষার পড়াশুনায় ব্যাপৃত । এমনি সময়ে বিশ্ববিদ্যালয় সগ্রাম পরিষদের আহবায়ক ত্যাগী নেতা এম,এ,ওয়াদুদ ও ইব্রাহীম তাহা বাংলা ভাঘায় আরবী হরফ প্রচলনের সরকারী অপচেষ্টা বাধা দানকল্পে কর্মসূচী গ্রহণের জন্য আলােচনা করিতে আমার নিকট আসেন। আলােচনা মােতাবেক পরদিন বিশ্ববিদ্যালয়ে গিয়া মধুর ক্যান্টিনে চা পানকালে শুনিতে পাই যে, বি,কম, পরীক্ষার তারিখ পিছাইবার জন্য একদল আছাবাজ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করিতেছে এবং কর্তৃপক্ষও তাহাদের চাপে নতি স্বীকারের মনােভাব সেইতে শুরু করিয়াছেন। আমি মধুর ক্যান্টিন হইতে তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব আবদুল হাদী তালুকদারের সহিত সাক্ষাৎকরি এবং পূর্ব নির্ধারিত তারিখে পরীক্ষা গ্রহণ করিতে অনুরােধ জানাই। আমার যুক্তি ছিল; অধিকাংশ পরীক্ষার্থী ছাত্রকে গরীব বাপ-মায়ের অতি কষ্টে অর্জিত অর্থে পরীক্ষার কারণে ঢাকায় থাকিতে হয়। রেজিস্ট্রার হাদী সাহেব আমার মত সর্বক্ষণ আন্দোলনমুখী ছাত্রের এই অনুরােধ প্রথমে সহজভাবে নিতে পারেন নাই, অর্থাৎ বিশ্বাসই করেন নাই। যাহা হউক, আমার কয়েকটি যুক্তি শ্রবণ করিয়া তিনি গভীর মুখে কঠোর ভাষায় বলিলেন, “যদি বিশ্ববিদ্যালয়ে ইহাকে কেন্দ্র করিয়া হট্টগােল হয়, তবে তাহার দায়িত্বও তােমাকেই বহন করিতে হইবে।”
পরদিন মধুর ক্যান্টিনে আড্ডাবাজ পরীক্ষার্থী ছাত্ররা আমাকে ঘিরিয়া ধরিল। তাহারা আমার নিকট হইতে পরীক্ষার তারিখ সম্পর্কে প্রশ্ন তুলিলে আমি অতি সহজ কঠেই জবাব দিলাম, ‘আন্দোলন করি, জেল খাটি, শিক্ষালয় হইতে বহিস্কৃত হই, ক্ষতিটা সৰ্বাংশে অমাির হয়। অতএব পরীক্ষা পিছাইবার দাবীটা আমার পক্ষেই স্বাভাবিক। আমার মত অধিকাংশ পরীক্ষার্থী ছাত্রই পরীক্ষা নির্ধারিত তারিখে দিতে চায়। কারণ, প্রথমতঃ পরীক্ষা পিছাইবার কারণে গরীব ছাত্রদের বাপ-মায়ের স্বল্প আয়ের উপর বাড়তি বােঝা বর্তায়, দ্বিতীয়তঃ মেধাবী পরীক্ষার্থী ছাত্রদের সময়ের অপচয় হয়, তৃতীয়ত। অনেকেই পরীক্ষার পর পরই পরিবারের প্রয়ােজনে জীবিকার অন্বেষণে আত্মনিয়োগ করে। তাহারা আমার উক্তি ও যুক্তি শুনিয়া অস্বস্তিবােধ করিতেছিল এবং নির্বাক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকাইতেছিল। যাহা হউক, পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখেই যথারীতি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হইল। পরবর্তীকালে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর দেখিয়াছি মুজিবী শাসনামলে শিক্ষাঙ্গনে শিক্ষার নামে কী জঘন্য ঘটনা ঘটিয়া গিয়াছে। দুঃখের সাথেই অনুভব করিয়াছি, ভবিষ্যতে এইসব অশিক্ষিত ডিগ্রীধারী তৈরীর জন্য জাতিকে অকল্পনীয় খেসারত দিতে হইবে। ইহাই ভবিতব্য, ইহার ব্যতিক্রম কোন কারণেই ঘটিবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবুল ফজল সেই সময়ে বিবেককে বিক্রি না করিয়া দেশ ও জাতির স্বার্থে স্বীয় জীবনের ঝুকি লইয়াও শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ফিরাইয়া আনিবার চেষ্টা করিয়াছিলেন। শিক্ষাঙ্গনের সাধারণ একজন কর্ণধার হইয়াও সেই সময়ে মুজিব সরকারের সর্বনাশা মত ও নীতির বিরুদ্ধে যে বলিষ্ঠ ভূমিকা পালন করিয়াছেন, জাতির অগ্রযাত্রায় তাহা স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
গ্রন্থকার এবং তাঁর সহধর্মীনী রাশিদা বেগম ও কন্যা রুমিন ফারহানা ১৯৪৫ থেকে ‘৭৫
জাতীয় রাজনীতি
সু, বা থেকে প্রতুত্র হাসান জামান বি.এস.সি, (অনার্স) ও এম,এস,সি, (অর্থনীতি) লণ্ডন স্কুল অব ইকনমিকস, অনুজ আমিরুজ্জামান সি, এস.পি,
অলি আহাদ ও তার সহধর্মিনী অধ্যক্ষা রাশিদা বেগম এম,এ, এম,এড (ঢাকা বিশ্ববিদ্যালয়), এম,এ (চিকাগো বিশ্ববিদ্যালয়) প্রাক্তন উীন, চট্টগ্রাম
ও ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, একমাত্র কন্যা রুমিন ফারহানা, বঞ্চ ভাই প্রয়াত বিজ্ঞানী প্রফেসর ব্ধ ও ডীন ডঃ এম,এ, করিম-এর স্ত্রী মিসেস সুফিয়া খাতুন।