You dont have javascript enabled! Please enable it! 1969.04.05 | পাকিস্তান বিপ্লবে একটি বিরতি মাত্র ছেদ নয় | কম্পাস - সংগ্রামের নোটবুক

১৯৬৯- ৫ই এপ্রিল,
পাকিস্তান বিপ্লবে একটি বিরতি মাত্র ছেদ নয়

…পূর্ব পাকিস্তানের আত্মনিয়ন্ত্রণের জন্য অধিকারের সংগ্রামই হােক আর পশ্চিম পাকিস্তানের এক ইউনিট প্রথা ভেঙে দিয়ে স্বরাজ বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য সংগ্রামই হােক মূলত আজকের পাকিস্তানের বিপ্লবের মূল উৎসটাই হলাে জাতীয়তাবাদ প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম- বাঙালি জাতীয়তাবাদ, পাঠান জাতীয়তাবাদ, সিন্ধি, বেলুচি জাতীয়তাবাদের সগ্রাম।…
পূর্ব পাকিস্তানকে ঠাণ্ডা করার মতাে শক্তি আয়ুব সরকারের কিছুমাত্র ছিল না—পূর্ব পাকিস্তানে অবস্থিত সামান্য সৈন্য সংখ্যা দিয়ে। সমুদ্র পথে ৪/৫ ডিভিসন সৈন্য পাঠানাের কাজ সম্পূর্ণ হবার পরই আয়ুব খান সমস্ত ক্ষমতা জেনারেল ইয়াহিয়া খানের হাতে সমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত হন ও “বিদায় নেন। তাঁকে বিদায় নিতে বাধ্য করা হয়েছিল, অথবা তিনি নিজেই নিজের বিদায় সুকৌশলে সংগঠিত (Organise) করেন এ প্রশ্ন আজ ইতিহাসের দরবারে প্রায় অবাস্তব।
মােট কথা পাকিস্তানে এই যে চক্রাকারে আবার সামরিক শাসন এলইতিমধ্যে শাসনতান্ত্রিক যে সব গণতন্ত্র সম্মত অধিকার দেবার কথা স্বীকৃত হয় তার সব কিছু মুছে ফেলে দেওয়া হলাে এটা অনিবার্য ছিল না , ইতিহাসের নিয়তি ছিল না। এর জন্য যেমন গণতান্ত্রিক নেতারা দায়ী তেমনি দায়ী নবীন ছাত্র ও যুবশক্তি যাদের যথেষ্ট শক্তি ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বিপ্লবের দায়িত্ব নেবার মতাে দূরদৃষ্টি ও আশু কর্তব্য বােধ জাগরিত হয়নি যারা বিপ্লবের দায়িত্ব না নিয়েও বিপ্লব করেছিলেন। সমগ্র ভাবে গণতান্ত্রিক বিপ্লবের ভূমিকা পালনের ক্ষেত্রে এ জাতীয় অযােগ্যতা ও অপ্রস্তুতির জন্যই পাকিস্তানে আবার সামরিক শাসন নেবে এলাে। এই প্রতিক্রিয়াকে মােকাবিলা করার মতাে কোনাে ক্ষমতা গণতান্ত্রিক অথবা ছাত্র-বিপ্লবী শক্তিগুলাের কিছু নেই বলে যেন মনে হচ্ছে বিপ্লবীরা যেন নিজেদের কৃত ও অকৃত কর্মের জন্য নিজেরাই লজ্জিত এমনি একটা অবস্থা সৃষ্টি হচ্ছে ফলে পাকিস্তানে দেখা দিয়েছে এক ধরনের শান্তি যদিও এই শান্তি কবরের শান্তি নয় অশান্তি নির্বাপিত নয় একটা তীব্র নীরবতায় ভবিষ্যৎ বিস্ফোরণের জন্য তা অপেক্ষমান।
..কাজেই পাকিস্তানে আজ শৃঙ্খলা ও শান্তি ফিরে এসেছে বলে কোনােমতেই মনে করার কারণ নেই যে মার্শাল আয়ুব খান দশ বারাে বছর পূর্বে যা করতে পেরেছিলেন -জেনারেল ইয়াহিয়া খান তা করতে পারবেন। তিনি তার পূর্বগামী মার্শালের ভূমিকার অর্ধেক কার্যকারিতাও দেখাতে পারবেন না। আবার পাকিস্তানে কায়েমীস্বার্থ ও রক্ষণশীলতা সুপ্রতিষ্ঠিত করার কোনাে অভিযানে। পাকিস্তানি বিপ্লবে এ একটি অনিবার্য বিরতি মাত্র, ছেদ নয়—একথাই বুঝতে হবে।
(সম্পাদকীয়)

সূত্র: কম্পাস