১৯৬৯-২৯শে মার্চ
পূর্বপাকিস্তান সংগ্রাম ও সংকট
পূর্ব পাকিস্তানে বর্তমানে যে একটি পূর্ণ বৈপ্লবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে তা আজ সারা পৃথিবী জানে। আয়ুবশাহীর শাসনতান্ত্রিক কাঠামাে আজ ছাত্রশক্তি ও জনতার প্রচণ্ড প্রহারে চূর্ণ হয়ে গেছে। মৌলিক গণতন্ত্রীরা আতঙ্কে দলে দলে পদত্যাগ করছে। গ্রামাঞ্চলে পুলিশ বাহিনী পরস্পর বিচ্ছিন্ন দ্বীপের মতাে অবস্থান করছে—জনতার মহাপ্লাবনে প্রায়শই তাদের মধ্যে যােগাযােগ নেই। জনতাকে দমন করা দূরে থাক আত্মরক্ষার মতাে শক্তিও অনেকক্ষেত্রে নেই তাদের।…(সম্পাদকীয়)
সূত্র: কম্পাস