You dont have javascript enabled! Please enable it!

দুদিনের তীব্র সংগ্রামের পর সিলেট শহর মুক্ত
যশাের পুর্নদখলের জন্য মুক্তিফৌজের প্রবল চাপ

পশ্চিম পাকিস্তানী বিমান বহরের বর্বর বােমাবর্ষণের মাঝে মুক্তিফৌজের হাতে সিলেটের মুক্তি বাঙলাদেশের মুক্তি সংগ্রামের এক অন্যতম সাফল্য দু’দিনের তীব্র সংগ্রামের পর সিলেট মুক্ত হয়েছে বলে আগরতলা থেকে ইউএনআই জানাচ্ছে। শহর থেকে পিছু হঠে খাদিমনগরে আশ্রয় নেওয়ার আগে পাক সৈন্যরা শহরের তেলের ডিপাে এবং যােগাযােগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে যায়।
বিমান থেকে ভারী মেশিনগানের গুলিতে আচ্ছন্ন হয়েছে রাজশাহী, দিনাজপুর এবং সিলেট শহর। বেসামরিক নরনারীর হতাহতের সংখ্যা অনেক বলে জানা গেছে। এছাড়া লালমনিরহাটে আরও দু’বার নাপাম বােমা ফেলা হয়েছে।
মুক্তিফৌজের হাতে পাকসৈন্যদের অস্ত্রশস্ত্র যে বিপুল পরিমাণে ধরা পড়েছে, রাজশাহীতে মুক্তিযােদ্ধাদের পাল্টা মর্টার ব্যবহার এবং ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে একটি হেলিকপ্টারকে ভূপাতিত করার ঘটনা তার প্রমাণ।
অবরুদ্ধ পাক সৈন্যরা আজও গুরুত্বপূর্ণ নদীপথগুলিকে উক্ত রাখার জন্য মরিয়া প্রয়াস করে। মঙ্গলা খালের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানী জলযানগুলিকে খালের উভয় পারে মেশিনগানের গুলি ছুড়তে ছুড়তে যাতায়াত করতে দেখা যায়।

সূত্র: কালান্তর, ৭.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!