You dont have javascript enabled! Please enable it!

গত সপ্তাহে বাঙলাফৌজ ২টি সাবার জেট ও ৫টি ট্যাঙ্ক দখল করেছে

পূর্ণিমা, ১৪ এপ্রিল (ইউএনআই) গতকাল ইসলামপুর সীমান্তের কাছে আওয়ামী লীগ নেতা মুহম্মদ সাকির সাংবাদিকদের জানিয়েছেন, গত সপ্তাহে মুক্তিফৌজ পাকিস্তান বাহিনীর কাছ থেকে দুটি সাবার জেট বােমারু বিমান ও পাঁচটি ট্যাঙ্ক অক্ষত অবস্থায় অধিকার করেছে। দিনাজপুর, রাজশাহী, রংপুর ও সৈয়দপুর যুদ্ধের সময় এগুলি কেড়ে নেওয়া হয়।
আওয়ামী লীগ নেতা বলেন, ভারত-পাক সংঘর্ষ কালে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে যে সমস্ত অস্ত্র দিয়েছিল এখনতা বাঙলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
শ্রী সাকির আরাে জানান, বহু আধুনিক অস্ত্র ও অক্ষত অবস্থায় অধিকার করা হয়েছে।
এ অঞ্চলগুলিতে কম করে পাক-বাহিনীর দু’ডজন ট্যাঙ্ক ও আধডজন বােমারু বিমান মুক্তিফৌজ ধ্বংস করেছে।
মুজিবর কোথায় এ প্রশ্নের উত্তরে তিনি বলেন : কোন একটি গােপন সদর দপ্তরে থেকে বঙ্গবন্ধু মুক্তিযােদ্ধাদের সঙ্গে সমস্ত অঞ্চলেই যােগাযােগ রক্ষা করে চলছেন।
তিনি দৃঢ়তা সহকারে বলেন : মুক্তিফৌজ পাকিস্তান সৈন্যবাহিনীকে সব দিক দিয়েই ঘিরে ফেলেছে। খাদ্য সরবরাহে তারা মারা পড়বে।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১