You dont have javascript enabled! Please enable it!

দখলে দিনাজপুর শহর পুনরায় মুক্তিফৌজের বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে প্রচণ্ড লড়াই

বাঙলাদেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও ত্রিপুরা সীমান্তের কসবা অঞ্চলে পাক-বাহিনীর সঙ্গে মুক্তিফৌজের প্রচণ্ড সংঘর্ষ ঘটে। মুক্তিফৌজ দিনাজপুর শহরটি পাকবাহিনীকে হঠিয়ে দিয়ে নিজেদের দখলে রেখেছে বলে সীমান্তের ওপার থেকে সংবাদ এসে পৌঁছেছে।
বাঙলাদেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ আকুড়-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলটি দখলের জন্য পাকবাহিনী প্রচণ্ড আক্রমণ শুরু করেছে।
অন্যদিকে পাক বিমানবাহিনীর সাহায্যে তিন কোম্পানি পাকসৈন্য ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ কিলােমিটার দক্ষিণ অবস্থিত কসবা শহর দখলের জন্য প্রচণ্ড আক্রমণ চালিয়েছে।
গুরুত্বপূর্ণ আন্তঃবাণিজ্যিক বন্দর নরসিংদী প্রচণ্ড লড়াইয়ের পর পাকবাহিনীর দখলে এসেছে বলে ইউএনআই জানিয়েছে।
পাকিস্তানী বাহিনী আকুড় রেলওয়ে জংশনে পৌঁছানাের জন্য অভিযান শুরু করেছে বলে সীমান্তের ওপারের সংবাদে জানা গেছে। এই স্টেশনটি চট্টগ্রামের সঙ্গে রেলপথে সংযােগ রক্ষা করে।
বাঙলাদেশের মুক্তিফৌজের অধিকৃত কুষ্টিয়া শহরের উপর পাকবিমান ও গােলন্দাজ বাহিনী যুগপৎ আক্রমণ চালিয়েছে।
প্রচণ্ড বােমাবর্ষণ সত্ত্বেও মুক্তিফৌজ ব্রাহ্মণবাড়িয়া, বানারহালি ও শিলাইদহ আক্রমণ থেকে পাক বাহিনীকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হয়েছে। নাগারবাড়িতে প্রায় ১৫০ জন পাকসৈন্য মুক্তিবাহিনী কর্তৃক পরিবেষ্টিত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!