দৈনিক পাকিস্তান
৪ঠা মার্চ ১৯৬৯
শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য শেখ মুজিবের আহ্বান
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান আজ মঙ্গলবার হরতাল পালনের আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। পিপিআই পরিবেশিত খবরে বলা হয়, শেখ মুজিব সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে হরতাল পালনের উদ্দেশ্যে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তিন শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন ব্যাহত করার উদ্দেশ্যে যাতে কোনো মহল থেকে উস্কানী না দেয়া হয় সে দিকে নজর রাখার জন্যে সরকারের প্রতিও আবেদন জানিয়েছেন।
নিম্নে শেখ সাহেবের বিবৃতির পূর্ণ বিবরণ দেয়া হলো:
“সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানের বিপরীতে ৪ঠা মার্চ মঙ্গলবার হরতাল পালনের আহ্বান জানিয়েছেন। আমি এই আহ্বানকে সম্পূর্ণরূপে সমর্থন করি এবং জনসাধারণের প্রতি আবেদন করছি, তাঁরা যেনো শান্তিপূর্ণ উপায়ে এই হরতাল পালন করেন। আমি সরকারের কাছেও আবেদন জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে হরতাল পালন ব্যাহত করার উদ্দেশ্যে কোনো মহল থেকে যেনো কোন রকম উস্কানী না দেয়া হয়।
আমি একথা জানিয়ে দিতে চাই, জনসাধারণের ন্যায্য দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে চলতে থাকবে। সেই সঙ্গে আমাদের প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। জাতির এই মহান ত্যাগকে ব্যর্থ করার উদ্দেশ্যে স্বার্থবাদী মহলের সর্ববিধ উসকানী এবং চক্রান্তের বিরুদ্ধে
ঢাকা প্রত্যাবর্তন
শেখ মুজিবর রহমান নির্ধারিত কার্য্য সূচীর একদিন আগেই গত কাল সোমবার সন্ধ্যায় লঞ্চযোগে তার গ্রামের বাড়ী থেকে ঢাকা ফিরে এসেছেন। এক বিশাল জনতা সদরঘাট লঞ্চ ঘাটে তাঁকে অভ্যর্থনা জানান।
উল্লেখযোগ্য যে, রুগ্ন মা ও আত্মীয় স্বজনদের সাথে কয়েকদিন অবস্থানের উদ্দেশ্যে শেখ সাহেব গত ২৭শে ফেব্রুয়ারী বাড়ী গিয়েছিলেন। ঢাকা ফিরে আসার একটু পরেই শেখ সাহেব দৈনিক ইত্তেফাক অফিস ও আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন।
প্রকাশ, আসছে ৫ই মার্চ তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহক কমিটি বৈঠকে অংশ নেবেন এবং পাকিস্তান আওয়ামী লীগ সাংগঠনিক কমিটি বৈঠকে যোগ দেয়ার উদ্দেশ্যে পরদিন লাহোর রওয়ানা হয়ে যাবেন।
শেখ মুজিব পশ্চিম পাকিস্তানে অবস্থান কালেই ডাক ও গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ প্রধানের পশ্চিম পাকিস্তান সফর কালে দলের সহ- সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও খোন্দকার মোশতাক আহমদও তার সঙ্গে থাকবেন।
এম, এ, সামাদ
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব এম, এ, সামাদ আজ মঙ্গলবার হরতাল পালনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্যে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯