বাঙলাদেশে পাঁচ ডিভিশন পাকসেনা
যুদ্ধের ব্যয় দৈনিক দুকোটি টাকা
নয়াদিল্লী, ১ জুন (আইপিএ) বিশ্বস্ত সূত্রে প্রকাশ, বাঙলাদেশে এখন পাঁচ ডিভিশন পাকসেনা অবস্থান করছে। ইতিপূর্বে সংখ্যাতত্ত্বের বিচারে চার ডিভিশন পাকসৈন্য বাঙলাদেশে রয়েছে বলে খবর প্রকাশিত হয়।
এর অর্থ মে মাসে ইসলামাবাদ থেকে বাঙলাদেশে প্রচুর সৈন্য প্রেরণ করা হয়েছে। ইসলামাবাদে এখন সাত ডিভিশন সৈন্য আছে। ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তানের সৈন্য সংখ্যা ছিল ১১ ডিভিশন। তারপর আরও এক ডিভিশন সৈন্য গড়ে তােলা হয়েছে। জানা গেছে ইসলামাবাদ তার মােট সৈন্য সংখ্যা ১৩ ডিভিশনে রূপান্তরিত করতে সক্ষম।
বাঙলাদেশে যুদ্ধরত পাঁচ ডিভিশন পাক সৈন্যের জন্য ইয়াহিয়া সরকারকে এক কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। তাছাড়া বিমান যােগে সৈন্যদের জন্য অস্ত্র, খাদ্য, নিত্য ব্যবহার্য বিভিন্ন বস্তু প্রেরণের উদ্দেশ্যে সামরিক কর্তৃপক্ষ আরও এক কোটি টাকা ব্যয় করছে।
সূত্র: কালান্তর, ১২.৬.১৯৭১