You dont have javascript enabled! Please enable it! 1971.06.20 | হাকিমপুরে পাকগােলা | কালান্তর - সংগ্রামের নোটবুক

হাকিমপুরে পাকগােলা

স্বরূপনগর, ১৯ জুন (সংবাদদাতা)= আজ সকাল সাড়ে আটটায় সীমান্তের ওপার থেকে ইয়াহিয়ার ফৌজ মেশিনগান ও মর্টার ব্যবহার করে। ২৫ পাউণ্ডের একটি শেল পশ্চিম বাঙলার হাকিমুর গ্রামের একটি পাট ক্ষেতে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, গত রাতে বাঙলাদেশের কোন এক অঞ্চল থেকে কাকডাঙ্গা, মাদরা, ততালুই গাছা, বইকারি, কুশখালি প্রবৃতি গ্রামে টহলদারী জঙ্গীফৌজের ওপর মুক্তিফৌজ প্রায় চার ঘন্টা ধরে মাঝে মাঝে ব্ৰিত হয়। উভয়পক্ষের গুলি বিনিময়ের শব্দ এপার থেকে শােনা গেছে। কয়েকটি জায়গায় মুক্তিফৌজ বাঙলাদেশের পতাকা পুতে দেয় বলে শােনা যাচ্ছে। আজ সকালে এপার থেকে দেখা যায় যে, গতকালের গুলি বিনিময়ের ঘটনার জঙ্গীশাহীর ৭ জনের মৃতদেহ ছড়িয়ে আছে।
সীমান্তের এপারের গ্রামগুলিতে বিরাট আতঙ্ক বিরাজ করছে। তারালি, হাকিমপুর, দহারান্দার গ্রাম থেকে লােকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

সূত্র: কালান্তর, ২০.৬.১৯৭১