You dont have javascript enabled! Please enable it! 1971.06.17 | বাঙলাদেশে গেরিলা তৎপরতা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে গেরিলা তৎপরতা

মুজিবনগর, ১৬জুন (ইউএনআই) রংপুর কুষ্টিয়া এবং সিলেট সেক্টরে গত দু’দিন বাঙলাদেশ গেরিলাদের হাতে কমপক্ষে ৭০ জন পাক-হানাদার খতম হয়েছে।
গতরাত্রে রংপুরের বজ্র পাড়ায় গেরিলাদের অতর্কিত আক্রমণে বহু সংখ্যক পাক-হানাদার হতাহত হয়েছে। একজন অফিসার সহ তিন জন হানাদারকে বন্দী করা হয়েছে।
স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র জানিয়েছে : গত দু’দিনের যুদ্ধে কুষ্টিয়া জেলার মেহেরপুর ৩০ জন এবং কুসুমপুরে ১০ জন পাক-হানাদার গেরিলাদের হাতে নিহত হয়েছে।
সিলেট সেক্টরের তেলিপাড়ায়ও ১৬ জন হানাদার সেনা নিহত হয়েছে। সাতক্ষীরা ও খুলনা জেলার সীমান্ত ঘাঁটিতে মুক্তিফৌজের গেরিলারা আক্রমণ চালান। ঢাকার কলাবাগান এবং গ্রীন রােড এলাকায় গেরিলাদের আক্রমণের সংবাদ পাওয়া গেছে।

সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১