সীমান্ত শিবিরগুলিতে হাজার ডাক্তার কাজ করছেন
নয়াদিল্লী, ২ জনু (ইউএনআই- বাঙলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের চিকিৎসার সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার সরকারকে দৈনিক মজুরি ভিত্তিতে ডাক্তার নিয়ােগের অনুমতি দিয়েছে।
বর্তমান হিসেবে দেখা যায় যে উপরােক্ত রাজ্য সমূহের হেলথ সার্ভিসের ডিরেক্টরগণ সহ ১০০০ ডাক্তার উদ্বাস্তুদের মধ্যে কাজ করছেন। মজুরি বাবদ ১ জন এম বি বি এস ডাক্তার দৈনিক ২০ টাকা এবং লাইসেন্স প্রাপ্ত ডাক্তারগণ পাবেন ১৫ টাকা।
সূত্র: কালান্তর ৩.৬.১৯৭১