মুক্তিযােদ্ধাদের আক্রমণে নিহত সাড়ে তিন হাজার পাক অফিসারের মৃতদেহ করাচীতে কবরস্থ
দড়ি বেধে বাঙলাদেশ থেকে জাহাজ বােঝাই মেয়ে চালানঃ করাচী প্রত্যাগত প্রত্যক্ষদর্শীর বিবরণ
কলকাতা, ২ জুলাই— গত ২৫ মার্চ থেকে ২ মাসের ভেতর পাকবাহিনীর সাড়ে তিন হাজার উচ্চ পদস্থ কর্মী ও অফিসারের মৃতদেহ ঢাকা থেকে করাচী ও পেশােয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কবর দেওয়া হয়েছে। খানসৈন্যদের দৃষ্টি এড়িয়ে করাচী থেকে সীমান্ত পার হয়ে আসা প্রত্যক্ষদর্শী জনৈক পাক বিমান বাহিনীর কর্মী আমাদের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানান। পাক বিমানবাহিনীর এই কর্মীটি আজ কলকাতা এসে পৌঁছেছেন।
২৫ মার্চ থেকে এ পর্যন্ত এই কমাটি করাচীতে এক রকম নজরবন্দী অবস্থায় ছিলেন। তিনি জানান, ২৬ মার্চ ভােরে বিমান বাহিনীর কর্মীদের শিবিরে এসে খান সৈন্যবাহিনীর অফিসারেরা বাঙালী কর্মীদের আলাদা করে এবং তাঁদের নিরস্ত্র করে দেয়। খান সৈন্যবাহিনী বাঙালী কর্মীদের এমনকি সংরক্ষণ বিভাগের কাজ থেকে এবং মেনটেনেন্স বিভাগের কাজ থেকেও সরিয়ে এনেছে।
এই প্রত্যক্ষদর্শী জানান, বাঙলাদেশে খান সৈন্যবাহিনীর বহু সৈনিক ও অফিসার যে মুক্তিযােদ্ধাদের হাতে মার খেয়েছে, তাঁরা করাচীতে বসেই টের পেয়েছেন।…
সূত্র: কালান্তর, ৩.৭.১৯৭১