You dont have javascript enabled! Please enable it! 1971.07.03 | ভারতীয় অঞ্চলে অনুপ্রবেশ করে পাকহানাদরদের কীর্তি | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারতীয় অঞ্চলে অনুপ্রবেশ করে পাকহানাদরদের কীর্তি
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২ জুলাই সপ্রতি শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে মেঘালয়ের ভারতীয় সীমান্ত চৌকি ডালু থেকে নিকটবর্তী চিচিঙ্গাপাড়া যাবার পথে মাইন পুঁতে রাখার ফলে একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের মধ্যে অন্যান্যদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলার ন্যাপ নেতা শ্রীরবি নিয়ােগী। শ্ৰীনিয়ােগী সামান্য আঘাত পেয়ে খুব জোর বেঁচে গেছেন।
প্রকাশ, পাকহানাদাররা ভারতীয় অঞ্চলে অনুপ্রবেশ করে ডালুর সঙ্গে চিচিঙ্গাপাড়ার যােগাযােগ রক্ষাকারী ঐ পথের উপর মাইন পুঁতে রেখেছিল।
শ্ৰীনিয়ােগী কলকাতায় শ্রীমতি কমলা মুখােপাধ্যায়কে লিখিত এক পত্র ঐ সংবাদ প্রেরণ করেছেন।
প্রসঙ্গত ৩০ জুন ও ১ জুলাই পরপর দুদিন রাতে পাকহানাদারদের কামানের গােলা বসিরহাট মহকুমার হাকিমপুরে এসে পড়ে। অবশ্য ঐ গােলায় কেউ আহত হয়নি।

সূত্র: কালান্তর, ৩.৭.১৯৭১