You dont have javascript enabled! Please enable it!

পাক সৈন্য ভর্তি নৌকার ওপর গেরিলাদের আক্রমণ

আগরতলা, ১১ জুলাই (ইউএনআই) সালদা নদী অঞ্চলে পাকসৈন্য ভর্তি একখানি নৌকার উপর মুক্তিফৌজ গেরিলাবাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে ৪ জন পাক অফিসার ও ৮ জন পাকসেনাকে খতম করে। এছাড়াও গেরিলারা ঐ নৌকা থেকে তিনটি রাইফেল ১টি মেশিনগান ও ১টি রেডিও সেট হস্তগত করে বলে ওপার বাঙলা থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
এ অঞ্চলে পাক সেনাদের ওপর গেরিলাদের আরও একটি অতর্কিত আক্রমণে ৩০ জন পাকসৈন্য খতম হয়েছে।
মুক্তিফৌজেরা গেরিলারা বিদ্যুৎ কেন্দ্রকে অচল করে দেওয়ায় ঢাকা ও তার সন্নিহিত অঞ্চল গত বৃহস্পতিবার সম্পূর্ণ অন্ধকার থাকে। পরে কেবল ঢাকা শহরে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

সূত্র: কালান্তর, ১২.৭.১৯৭১