ভারতীয় সীমানার অভ্যন্তরে পাক ফৌজের আক্রমণ অব্যাহত
কলকাতা, ২০ জুন ২৪ পরগণা জেলার বেনাপােলে আজ আবার পাকফৌজরা গােলাবর্ষণ করে তাদের আগ্রাসী নীতি বজায় রেখেছে।
প্রাপ্ত সংবাদে জানা গেছে, সকাল সাড়ে ১০ টায় এবং দুপুর আড়াইটার সময় পাকফৌজেরা মর্টার থেকে ভারতীয় সীমানার অভ্যন্তরে গােলাবর্ষণ করে ; ফলে দুজন বেসামরিক ব্যক্তি আহত হন বলে ইউএনআই জানাচ্ছে।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পাল্টা গুলি চালালে পাক ফৌজের তাদের গােলাবর্ষণ বন্ধ করতে বাধ্য হয়।
নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, গতকাল পাক ফৌজের কামান থেকে গােলাবর্ষণ করার পর বাগুরাপাড়ায় ভারতীয় সীমানার অভ্যন্তরে প্রবেশ করে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পাল্ট আক্রমণে অনুপ্রবেশকারীরা পালাতে বাধ্য হয়। অনুপ্রবেশকারীদের গােলার একজন ভারতীয় নাগরিক এবং একজন বাঙলা…
সূত্র: কালান্তর, ২৬.৬.১৯৭১