You dont have javascript enabled! Please enable it! 1971.07.29 | গেরিলা আক্রমণে দু'দিনে ১২০ জন পাক সেনানিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

গেরিলা আক্রমণে দু’দিনে ১২০ জন পাক সেনানিহত

আগরতলা, ২৮ জুলাই (ইউএনআই) বাঙলাদেশের পূর্বাঞ্চলে গত ২৪ ও ২৫ জুলাই গেরিলা তৎপরতার কম করে ১২০ জন পাকহানাদরকে নিহত হতে হয়েছে। শ্রীহট্ট, কুমিল্লা ও কসবা রণাঙ্গনে গেরিলা তৎপরতা আরাে বৃদ্ধি পেয়েছে।
সীমান্তের ওপার থেকে এখানে প্রাপ্ত সংবাদে প্রকাশ যে, শ্রীহট্টের নওগাঁ এলাকায় ৩২ জন পাকসেনা ও কিছু সংখ্যক বেসামরিক পাকসরকারী কর্মচারী সম্প্রতি গেরিলাদের হাতে নিহত হয়েছে। ফেনী এলাকার রামগড় ৪৫ জন, বিজয়নগরে ৬ জন, ভান্ডারীতে ১০ জন, ইয়াকুবপুরে ২ জন, কলাছেড়াতে ১০ জন এবং কোট্রেশ্বর এলাকায় বহু পাকসেনা গেরিলা আক্রমণে নিহত হয়েছে। ঐ সমস্ত স্থানে বহু পাকসেনা আহতও হয়েছে। কুমিল্লা রণাঙ্গনের বহুস্থানে ক্রমবর্ধমান গেরিলা তৎপরতায় রেল…

সূত্র: কালান্তর, ২৯.৭.১৯৭১