মুক্তিযােদ্ধাদের আক্রমণে পাবনা সেকটরে পাক ফৌজের সমগ্র ইউনিট নিশ্চিহ্ন
আগরতলা, ৬ জুলাই (ইউএনআই)- বাঙলাদেশের মুক্তিযােদ্ধারা গত ২ ও ৩ জুলাই পাবনা সেক্টরে পাকিস্তানী ফৌজের সমগ্র ইউনিটকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে ওপার থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
দিনাজপুর ও বরখাতায় দুটি পৃথক পৃথক লড়াইয়ে মুক্তিযােদ্ধাদের হাতে প্রায় ১৩ জন পাক হানাদার নিহত হয়েছে। মুক্তিযােদ্ধারা শত্রুর কাছ থেকে দুটি মেশিনগান দখল করেছে।
মুজিবনগরের সংবাদে প্রকাশ, গেরিলা, বাহিনীর তৎপরতার দরুণ বাঙলাদেশের বিভিন্ন অঞ্চলে শত্রুপক্ষের সরবরাহ লাইন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রাজশাহী নাটোর রাস্তার উপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটি গেরিলা বাহিনী উড়িয়ে দিয়েছে।
অমরখানার পাকসেনাদের ঘাঁটি মুক্তিযােদ্ধারা দখল করে নিয়েছে। ঠাকুরগাঁও অঞ্চলেও মুক্তিযােদ্ধাদের সঙ্গে শত্রু সেনাদের কয়েকবার সংঘর্ষ ঘটেছে।
শ্রীহট্ট সেক্টরের জয়ন্তিয়াপু অঞ্চলেও পাকসেনাদের টহলদার বাহিনীর উপর মুক্তিযযাদ্ধারা আক্রমণ চালায় এবং এই আক্রমণে শত্রুপক্ষের কয়েকজন হতাহত হয়।
সূত্র: কালান্তর, ৭.৭.১৯৭১