You dont have javascript enabled! Please enable it!

প্রবল বর্ষণ সত্ত্বেও পাক-হানাদারদের ওপর গেরিলা আক্রমণ অব্যাহত

মুজিবনগর, ৫ জুলাই (ইউএনআই) গত এক সপ্তাহে প্রবল বর্ষণে বাঙলাদেশের বিভিন্ন রণাঙ্গনে হানাদার পাকসেনারা বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং অপরদিকে মুক্তিফৌজের গেরিলা তৎপরতা গােটা বাঙলাদেশে প্রসারিত ও তীব্রতর হয়েছে।
কম করে ১৮জন পাক হানাদার গেরিলা আক্রমণে খতম হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। গেরিলারা হানাদার সেনাদের ঘাঁটিতে ঘাঁটিতে আক্রমণ সংগঠিত করছেন এবং গত ৩০ জুন উত্তর রণাঙ্গনে একদল টহলদারী পাকসেনাকে খতম করে দিয়েছেন।
নতুন এক আক্রমণে গেরিলারা শ্রীহট্ট জেলার জাকিগঞ্জ পুলিশ থানাস্থ এলাকায় কমপক্ষে ৭ জন পাকসেনাকে খতম করেছেন। ঐ একই জেলার জয়ন্তিয়াপুর এলাকায় গেরিলাদের অতর্কিত আক্রমণে জনৈক অয়ারলেস অপারেটর সহ অপর তিনজন পাকসেনা নিহত হয়েছে।
রংপুরের চিলহাটিতে তিনজন পাকসেনা নিহত এবং বহুসংখ্যক আহত হয়েছে। ঐ জেলার ঠাকুরগাঁও এলাকায় একটি সেতু মুক্তিসেনারা বিধ্বস্ত করেছেন।
দিনাজপুর, পাটনীতলা ও পীরগঞ্জ এলাকায় পাকসামরিক ঘাঁটির উপর গেরিলারা আক্রমণ চালিয়েছেন।
গেরিলাদের আক্রমণে ঠাকুরগাঁও এর পশ্চিম কিলােমিটার পশ্চিমে একটি পাকসামরিক ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। রাজশাহীর নিকটে একটি পাওয়ার স্টেশনে গেরিলারা আক্রমণ সংগঠিত করেন।

সূত্র: কালান্তর, ৬.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!