বাঙলাদেশে ছাতা ব্যবহারে জঙ্গীশাহীরা আতঙ্কগ্রস্ত
মুজিবনগর, ২২ জুলাই (ইউএনআই) সামরিক কর্তপক্ষ গেরিলাদের আক্রমণে আতঙ্কগ্রস্ত হয়ে সমগ্র শ্রীহট্ট জেলায় বাঁশের বাঁটের ছাতার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
পাক সামরিক অফিসাররা মনে করছে যে গেরিলারা কৃষকদের ছদ্মবেশে ঐ ধরণের ছাতার মধ্যে অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখে সময় মত তা দিয়ে আক্রমণ চালাচ্ছে।
ইংরেজী সাপ্তাহিক ‘উইকলি’-তে প্রকাশিত ঐ সংবাদে বলা হয়েছে যে শ্রীহট্টের কৃষকরা বাঁশের বাঁটের ছাতা সচরাচর ব্যবহার করেন।
সূত্র: কালান্তর, ২৩.৭.১৯৭১